Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 4:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 এবং জল খাবে এক হিনের ছয়ভাগের এক ভাগ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর পানিও পরিমাণপূর্বক, অর্থাৎ হিনের ষষ্ঠাংশ করে পান করতে হবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তা পান করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 এছাড়াও এক হিনের ছয় ভাগের এক ভাগ জল পরিমাপ করবে এবং নির্ধারিত সময় তা খাবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর জলও পরিমাণপূর্ব্বক, অর্থাৎ হিনের ষষ্ঠাংশ করিয়া পান করিতে হইবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তাহা পান করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 আর প্রত্যেকদিন কেবল 3 পেয়ালা জল পান করো। সময় সময় সমস্ত দিন ধরেই তা খেতে পার।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 এবং তুমি জল পান করবে, পরিমাণমত, হিনের ষষ্ঠাংস মত। দিনের দিনের এটা পান করবে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 4:11
5 ক্রস রেফারেন্স  

ঈশ্বর যাঁকে প্রেরণ করেছেন, তিনি ঈশ্বরের বাক্যই উচ্চারণ করেন। কারণ ঈশ্বর তাঁকে তাঁর পবিত্র আত্মার অপরিমেয় আশীর্বাদ দান করেছেন।


শোন মর্ত্যমানব, জেরুশালেমে খাবারের যোগান আমি বন্ধ করে দেব। সেখানকার মানুষ দুর্দশায় জর্জরিত হবে। ভয়ে, সংশয়ে রুটি, জল মেপে মেপে খাবে।


ফলে একদিন দেখবে বন্দীরূপে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের। ক্ষুধায় মরবে নেতৃবৃন্দ, আর তৃষ্ণায় মরবে আপামর জনসাধারণ।


সারাদিনে কুড়ি শেকেল ওজনের রুটি তোমার জন্য বরাদ্দ হবে


মানুষের শুকনো বিষ্ঠা দিয়ে আগুন জ্বেলে তুমি রুটি তৈরী করে খাবে। এমন জায়গায় এ কাজ করবে যেন সবাই তোমায় দেখতে পায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন