Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 4:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ঈশ্বর বললেনঃ হে মর্ত্যমানব, একটা মাটির ফলক নিয়ে এস। তার উপরে জেরুশালেমের ছবি আঁক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 আর হে মানুষের সন্তান, তুমি একখানি ইট নিয়ে তোমার সম্মুখে রাখ ও তার উপরে একটি নগর অর্থাৎ জেরুশালেমের ছবি আঁক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 “এখন, হে মানবসন্তান, একটি মাটির ফলক নাও, সেটি তোমার সামনে রাখো এবং তার উপর জেরুশালেম নগরের ছবি আঁকো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 আর হে মনুষ্য-সন্তান, তুমি একখানি ইষ্টক লইয়া তোমার সম্মুখে রাখ, ও তাহার উপরে এক নগরের অর্থাৎ যিরূশালেমের ছবি আঁক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 “মনুষ্যসন্তান, একটি ইঁট নাও আর তার ওপর আঁচড় কেটে জেরুশালেম শহরের একটা ছবি আঁকো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 কিন্তু তুমি, মানুষের সন্তান, তোমার জন্য একটা ইট নাও এবং তোমার সামনে রাখ, তারপর তার ওপরে যিরুশালেম শহরের ছবি আঁক।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 4:1
17 ক্রস রেফারেন্স  

পৃথিবীর সমস্ত জাতির মধ্যে কেবলমাত্র তোমাদেরই আমি আপন করে নিয়েছি, সেইজন্যই তোমাদের সমস্ত অপরাধের দণ্ডবিধান করব আমি।


আমি আমার বার্তা ঘোষণা করেছিলাম নবীদের কাছে, আমিই দিব্যদর্শনের বাহুল্য ঘটিয়েছিলাম, আমি আমার মনোভাব ব্যক্ত করেছি নবীদের মাধ্যমে।


এই নগরীর পত্তনকাল থেকেই এখানকার মানুষ আমাকে ক্রোধে উন্মত্ত করে তুলেছে। আমি দৃঢ়প্রতিজ্ঞ—একে আমি ধ্বংস করবই।


প্রভু পরমেশ্বর এই সমস্ত রাজাদের জেরুশালেম আক্রমণ করার জন্য গাছপালা কেটে অবরোধ গড়ে তোলার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমি এই নগরীকে শাস্তি দেব, কারণ এই নগরী নিপীড়নে পরিপূর্ণ।


হে মর্ত্যমানব, দুটি পথ চিহ্নিত কর, যে পথ দিয়ে তরবারি হাতে ব্যাবিলনরাজ আসতে পারে। একই দেশ থেকে বার হয়েছে পথ দুটি। যেখান থেকে পথ দুটি ভাগ হয়ে দুদিকে চলে গেছে সেইখানে একটি পথ নির্দেশক স্তম্ভ স্থাপন কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন