Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 39:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 তাদের দুষ্কর্ম ও অশুচিতার যোগ্য প্রাপ্যই তাদের দিয়েছিলাম এবং তাদের কাছ থেকে মুখ লুকিয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 তাদের যেমন নাপাকীতা ও যেমন অধর্ম, আমি তাদের প্রতি তেমনি ব্যবহার করেছিলাম; আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 তাদের অশুচিতা ও পাপ অনুসারে আমি তাদের সঙ্গে ব্যবহার করেছিলাম এবং তাদের কাছ থেকে আমার মুখ ফিরিয়ে রেখেছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তাহাদের যেরূপ অশুচিতা ও যেরূপ অধর্ম্ম, আমি তাহাদের প্রতি তদ্রূপ ব্যবহার করিয়াছিলাম; আমি তাহাদের হইতে আপন মুখ লুকাইয়াছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 তারা পাপে নিজেদের অশুচি করল, তাই তাদের কাজের জন্য আমি শাস্তি দিলাম। আমি তাদের থেকে দূরে গেলাম ও তাদের সাহায্য করতে অস্বীকার করলাম।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তাদের অশুচিতা ও তাদের পাপ অনুসারে আমি তাদের প্রতি সেরকম ব্যবহার করেছিলাম; যখন আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 39:24
14 ক্রস রেফারেন্স  

তাদের জীবন যাপনের ধারা ও আচরণের জন্য আমি তাদের অভিযুক্ত করেছিলাম এবং বিদেশী শহরে-নগরে তাদের ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছিলাম।


হে যিহুদীয়া তোমার জীবনধারা ও ক্রিয়াকলাপ দিয়ে তুমি নিজের এই সর্বনাশ নিজেই করেছ। তোমার পাপের ফলেই আজ এই দুর্দশা। কি মর্মান্তিক তোমার এই যন্ত্রণা!


তোমার নিজের পাপ তোমার দণ্ডবিধান করবে, আমার কাছ তেকে তোমার এই চলে যাওয়া দোষী সাব্যস্ত করবে তোমায়। আমাকে, তোমার প্রভু পরমেশ্বরকে, ত্যাগ করে যাওয়া, আমার প্রতি আর অনুরক্ত না থাকা –এ যে কত বড় ভুল—কত তিক্ত এ অবস্থা সেদিনই তুমি উপলব্ধি করবে মর্মে মর্মে। আমি, সর্বাধিপতি সর্বশক্তিমান ঈশ্বর, বললাম এ কথা।


ইসরায়েল, তুমি নিজেই ডেকে এনেছ এ দুর্দৈব নিজের উপর! তুমি তোমার প্রভু পরমেশ্বর, আমাকে পরিত্যাগ করেছ, যখন আমি তোমাকে নিয়ে আসছিলাম পথ দেখিয়ে, তখনই।


তাই তোমাদের পাপের ফলে প্রকৃতির এসব নিয়ম বদলে গেছে, সম্পদ থেকে তোমরা বঞ্চিত হয়েছ।


কিন্তু দুষ্টলোকদের পতন হবে। তারা অন্যের প্রতি যা করেছে, এবার তাদের প্রতিও তাই-ই করা হবে।


কিন্তু যদি আমাকে অগ্রাহ্য কর ও বিদ্রোহী হও তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


তাহলে আমিও তোমাদের বিরুদ্ধে যাব এবং তোমাদের পাপের জন্য আমি স্বয়ং তোমাদের সাতগুণ দণ্ড দেব।


ওরা যখন আমার অত্যন্ত প্রিয় স্থান অপবিত্র করবে, দস্যুরা তার মধ্যে ঢুকে সব তছনছ করবে, অশুচি করবে, তখনও আমি কিছু বলব না, আমি মুখ ফিরিয়ে থাকব।


তখন তাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হবে, আমি তাদের পরিত্যাগ করব, তাদের প্রতি আমি বিমুখ হব। ঘোর বিপর্যয়, বহুবিধ অমঙ্গল ও সঙ্কটের সম্মুখীন হবে তারা। সেদিন তারা বুঝতে পারবে, তাদের জীবনে যেসব অমঙ্গল ঘটছে তার কারণ, ঈশ্বর তাদের প্রতি বিমুখ হয়েছেন।


বস্তুতঃ তোমাদেরই পাপ ঈশ্বর ও তোমাদের মাঝখানে ব্যবধান রচনা করেছে। এই ব্যবধান আড়াল করেছে তাঁর শ্রীমুখ, রুদ্ধ করেছে তাঁর শ্রবণ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন