Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 39:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রভু পরমেশ্বর বললেন, যখন এইসব ঘটনা ঘটবে তখন ইসরায়েল দেশে মরুসাগরের পূর্ব দিকে পর্যটকদের উপত্যকায় আমি গোগকে একটি সমাধিস্থান দেব। গোগ ও তার সৈন্যবাহিনী সেখানে সমাহিত হবে এবং ঐ উপত্যকার নাম হবে ‘গোগের সৈন্যবাহিনীর উপত্যকা’।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর সেদিন আমি ইসরাইলের মধ্যে ইয়াজুজকে কবরস্থান দেব, তা সমুদ্রের পূর্বদিক্‌স্থ পথিকদের উপত্যকা; এবং তা পথিকদের গতি রোধ করবে; সেই স্থানে লোকে ইয়াজুজ ও তার সমস্ত লোককে দাফন করবে এবং তার নাম রাখবে গে-হামোন-ইয়াজুজ [ইয়াজুজের লোকারণ্যের উপত্যকা]।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 “ ‘সেদিন গোগকে আমি ইস্রায়েলের মধ্যে একটি কবরস্থান দেব, সেটি সমুদ্রের পূর্বদিকে পথিকদের উপত্যকা এবং এটি তাদের পথ বন্ধ করে দেবে কারণ সেখানে গোগ ও তার সমস্ত লোকদের কবর দেওয়া হবে। সেইজন্য এটাকে বলা হবে হা্মোন গোগের উপত্যকা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে গোগকে কবরস্থান দিব, তাহা সমুদ্রের পূর্ব্বদিক্‌স্থ পথিকদের উপত্যকা; এবং তাহা পথিকদের গতি রোধ করিবে; সেই স্থানে লোকে গোগকে ও তাহার সমস্ত লোকারণ্যকে কবর দিবে, এবং তাহার নাম রাখিবে গে-হামোন-গোগ [গোগীয় লোকারণ্যের উপত্যকা]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ঈশ্বর বলেন, “সেই সময়, আমি গোগকে কবর দেবার জন্য ইস্রায়েলে একটি স্থান বেছে নেব। পথিকদের উপত্যকায়, যে স্থান মৃত সাগরের পূর্ব দিকে অবস্থিত সেখানে তাকে কবর দেওয়া হবে। তা পথিকদের পথ অবরোধ করবে। কারণ গোগ ও তার সেনাদল সেইস্থানে কবরস্থ হবে। লোকে সেই স্থানকে ‘গোগ এর সৈন্যদের উপত্যকা হিসেবেও অভিহিত করবে।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তখন এটা সেই দিনের ঘটবে যা আমি সেখানে গোগের জন্য তৈরী করেছি ইস্রায়েলে এক কবর স্থান, এক উপত্যকা তাদের জন্য যারা পূর্বদিকের সমুদ্রের দিকে যাত্রা করে। এটা প্রতিরোধ করা হবে যারা উলঙ্ঘন করতে চায়। সেখানে তারা গোগকে ও তার সব জনতাকে কবর দেবে। তারা এটিকে কবর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে হামোন-গোগের উপত্যকা বলে ডাকবে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 39:11
10 ক্রস রেফারেন্স  

তারপর যীশু গালীল সাগরের তীরে তিবিরিয়ায় চলে গেলেন।


একদিন যীশু গিনেসরৎ হ্রদের ধারে দাঁড়িয়ে ছিলেন। বিরাট এক জনতার বিড় ঈশ্বরের বাণী শোনার জন্য চাপাচাপি করে তাঁর গায়ের উপর পড়ছিল।


দামাস্কাস ও হাউরন এলাকার মধ্যবর্তী একটি স্থান থেকে দেশের পূর্ব সীমান্তের আরম্ভ। সেখান থেকে এই সীমা চলে গেছে দক্ষিণে জর্ডন নদী পর্যন্ত। এই নদী পশ্চিমে ইসরায়েল দেশ ও পূর্বে গিলিয়দের মাঝখানে মরুসাগর এলাকার তামার পর্যন্ত সীমানা তৈরী করে দিয়েছে।


হে মর্ত্যমানব, তুমি মেশেক ও তুবলের মুখ্য শাসক মাগোগ-নিবাসী গোগকে ধিক্কার দাও। ধিক্কার দিয়ে


তারপর শফাম থেকে ঐনের পূর্বদিক দিয়ে সেই সীমারেখা রিবলা পর্যন্ত নেমে যাবে এবং কিন্নেরৎ হ্রদের তীর পর্যন্ত বিস্তৃত হবে।


এই কারণে সেই স্থানের নাম দেওয়া হল কিবরোৎ-হত্তাবা (লোভের কবর) কেননা সেইখানে তারা লোভী লোকগুলোকে কবর দিয়েছিল।


মাঠে জ্বালানি কাঠ কুড়াতে বা বনে-জঙ্গলে জ্বালানির জন্য গাছ কাটতে তাদের আর যেতে হবে না কারণ তাদের জ্বালানির জন্য পরিত্যক্ত যথেষ্ট অস্ত্র-শস্ত্র জমা করে রাখা আছে। যারা তাদের আক্রমণ করেছিল তারা আক্রান্ত হবে, যারা লুঠ করেছিল তারাই এবার লুন্ঠিত হবে। একথা সর্বাধিপতি প্রভু বলেছেন।


সমস্ত মৃতদেহ কবর দিয়ে দেশ পরিষ্কার করে তুলতে ইসরায়েলীদের সাত মাস লাগবে।


সারা দেশে অনুসন্ধান চালাবার সময় প্রতিবারই তারা মানুষের অস্থি পাবে। সেই অস্থির পাশে তারা চিহ্ন করে রাখবে যাতে কবর খোঁড়ার কাজে নিযুক্ত লোকেরা সেই অস্থি তুলে নিয়ে গিয়ে ‘গোগের সৈন্যবাহিনীর উপত্যকা’য় কবর দিতে পারে। (


মিশরীরা মরা ব্যাঙগুলি নানা জায়গায় স্তূপ করে রাখল, ফলে দুর্গন্ধে সারা দেশ ভরে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন