Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 38:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 পারস্য, সুদান ও লিবিয়া তার সঙ্গে যোগ দিয়েছে। তারাও ঢাল ও শিরস্ত্রাণে সুরক্ষিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 পারস্য, ইথিওপিয়া ও পূট তাদের সঙ্গী হবে; এরা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 পারস্য, কূশ ও পূট তাদের সঙ্গে থাকবে, তারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 পারস্য, কূশ ও পূট তাহাদের সঙ্গী হইবে; ইহারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 পারস্য, কূশ এবং পূটের সৈন্যরা বর্ম ও শিরস্ত্রাণ পরে তাদের সঙ্গে থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পারস্য, কূশ ও পুট তাদের সঙ্গী হবে; এরা সবাই ঢাল ও শিরস্ত্রাণধারী;

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 38:5
10 ক্রস রেফারেন্স  

পারস্য, লিডিয়া ও লিবিয়ার সৈনিকেরা তোমার সৈন্যদলে কাজ করত। তারা তাদের ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গিয়ে রাখত তোমার সৈন্য শিবিরে। এরাই তোমার জন্য গৌরব ও মর্যাদা জয় করে এনে ভূষিত করেছে তোমাকে।


হাম-এর সন্তান - কুশ, মিশর, পুট ও কনান।


সুদান, লিডিয়া, লিবিয়া আরব, কুব, এমনকি আমার স্বজাতির লোকদের কাছ থেকে ভাড়া করে আনা সৈন্যদল সেই যুদ্ধে মারা পড়বে।


সুদান ও মিশর ছিল তার সাসনাধীন। সীমাহীন তার ক্ষমতা, লিবিয়া ছিল তার মিত্রশক্তি


হামের বংশধর: কুশ, মিশর, পুট ও কনান।


রয়মার সন্তান - শেবা ও দদান। কুশের পুত্র নিমরোদ, তিনিই পৃথিবীর প্রথম পরাক্রান্ত পুরুষ।


অবশিষ্ট লোকদের তিনি বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন। সেখানে তারা ক্রীতদাসরূপে রাজার ও তাঁর পরিবারের সকলের সেবা করতে লাগল। যতদিন না পারস্য সাম্রাজ্যের অভ্যুথ্থান হয় ততদিন এই অবস্থা চলতে লাগল।


পারস্য সম্রাট সাইরাস খ্রীষ্টপূর্ব 539 সালে ব্যাবিলন নগরী অধিকার করেন এবং ব্যাবিলন রাজ্যের সম্রাটরূপে অধিষ্ঠিত হন। তাঁর রাজত্বের প্রথম বৎসরে যিরমিয়ের মাধ্যমে ঘোষিত প্রভু পরমেশ্বরের বাণী পূর্ণতা লাভ করল। প্রভু পরমেশ্বরের অনুপ্রেরণায় সম্রাট সাইরাসের এই আদেশনামাটি নিজ সাম্রাজ্যের সর্বত্র ঘোষণা করার জন্য লিখিতভাবে প্রেরণ করলেন।


মিশরে বাধবে যুদ্ধ, সুদানে ঘনাবে মহাসঙ্কট, হত্যার তাণ্ডব চলবে মিশরে, লুন্ঠিত হবে দেশ, পতিত হবে ধ্বংসের করাল গ্রাসে।


দুই শিং বিশিষ্ট যে মেষটিকে দেখলে সেটি মিডিয়া ও পারস্য সাম্রাজ্যের প্রতীক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন