Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 37:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 পর্বতমালায় সাজানো সেই ইসরায়েল দেশে আমি তাদের এক জাতিতে পরিণত করব। তাদের শাসন-শৃঙ্খলা পরিচালনার জন্য একজন রাজা থাকবে। তারা আর কোন দিন দুটি জাতিতে বা রাজ্যে বিভক্ত থাকবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 আর আমি সেই দেশে, ইসরাইলের পর্বতগুলোতে, তাদের একই জাতি করবো ও একই বাদশাহ্‌ তাদের সকলের বাদশাহ্‌ হবেন; তারা আর দুই জাতি হবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 ইস্রায়েলের পাহাড়গুলির উপরে আমি তাদের একই জাতি করব। তাদের সকলের উপরে একজনই রাজা হবে এবং তারা কখনও দুই জাতি হবে না কিংবা দুই রাজ্যে বিভক্ত হবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্ব্বতসমূহে, তাহাদিগকে একই জাতি করিব, ও একই রাজা তাহাদের সকলের রাজা হইবেন; তাহারা আর দুই জাতি হইবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 ইস্রায়েলের পর্বতময় দেশে আমি তাদের এক জাতিতে পরিণত করব। তাদের সবার এক রাজা হবে। তারা আর দুটি জাতি হয়ে থাকবে না আর দুই রাজ্যে বিভক্ত হয়ে থাকবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 আর আমি সেই দেশে, ইস্রায়েলের পর্বতগুলিতে, তাদেরকে একই জাতি করব ও একই রাজা তাদের সবার রাজা হবেন; তারা আর দুই জাতি হবে না, আর কখনও দুই রাজ্যে বিভক্ত হবে না।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 37:22
32 ক্রস রেফারেন্স  

আমার দাস দাউদের মত একজন রাজা হবে তাদের রাজা। একজন রাজার অধীনে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং একনিষ্ঠভাবে আমার অনুশাসন মেনে চলবে।


প্রভু পরমেশ্বর বলেন, আমি ইসরায়েল ও যিহুদীয়ার আরাধ্য ঈশ্বর। সেই সময় যিহুদীয়া ও ইসরায়েলের মিলন হবে। তারপর তারা সকলে মিলে আমার সন্ধানে কাঁদতে কাঁদতে আসবে।


ইসরায়েল যিহুদীয়ার সঙ্গে যোগ দেবে এবং উত্তর দেশের নির্বাসন থেকে তারা একসঙ্গে ফিরে আসবে সেই দেশে, যে দেশে আমি তাদের পুরুষানুক্রমে স্থায়ীভাবে বাস করার অধিকার দিয়েছিলেন।


যিহুদা গোষ্ঠী ও ইসরায়েলী গোষ্ঠীর লোকেরা একত্রে সংগৃহীত হবে, তারা নিজেদের উপরে একজন অধিনায়ক নিযুক্ত করবে এবং তারা সেই দেশ থেকে অভিযান করবে, কারণ যিষ্‌রিয়েলের সেই দিন হবে মহান দিবস।


এর পরে সপ্তম দূত তূর্যধ্বনি করলেন। তখন স্বর্গে উচ্চকণ্ঠে এই কথা ঘোষিত হল ঃ “জগতের রাজা এখন আমাদের প্রভুর অধীন,তাঁর অভিষিক্তের পদানত।রাজত্ব করবেন তিনি যুগে যুগে, চিরকাল।”


আমার আরও মেষ আছে, তারা এ বাথানের নয়। তাদেরও আমায় সংগ্রহ করতে হবে এবং তারাও আমার ডাক শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল ও একজন পালক।


ঠিক এইভাবে যাকোবের বংশধরদের সঙ্গে এবং আমার সেবক দাউদের সঙ্গে আমি আমার চুক্তি রক্ষা করব। অব্রাহাম, ইসাহাক ও যাকোবের বংশধরদের উপর রাজত্ব করার জন্য আমি দাউদের বংশধরদের মধ্যে থেকে একজনকে মনোনীত করব। আমার প্রজাদের উপর বর্ষণ করব করুণাধারা, তাদের আবার সমৃদ্ধিশালী করব।


চিরকাল আমাকে সম্মান ও সম্ভ্রম করাই হবে তাদের জীবনের পরম লক্ষ্য। তারা তাদের নিজেদের এবং তাদের সন্তানদের কল্যাণের জন্যই আমাকে সম্ভ্রম করবে।


এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত, ইউফ্রেটিস নদীতীর থেকে পৃথিবীর প্রান্ত অবধি বিস্তৃত হোক তাঁর অধিকার।


হে ঈশ্বর, রাজাকে দান কর তোমার বিচারবুদ্ধি, প্রদান কর রাজপুত্রকে তোমার ন্যায়পরতা।


অন্যথায় ক্রুদ্ধ হবেন তিনি পথেই হবে তোমাদের বিনাশ, কারণ মুহূর্তে প্রজ্বলিত হয় তাঁর ক্রোধ, ধন্য তারা, যারা তাঁর শরণাগত।


প্রভু বলেনঃ আমার পবিত্র শৈল সিয়োনে আমার রাজাকে আমি করেছি অভিষিক্ত।


যিহুদার হাত থেকে রাজদণ্ড, তার ক্রোড় থেকে শাসনদণ্ড কখনও হবে না বিচ্যুত যতদিন না হয় প্রকৃত অধিকারীর আগমন তাঁরই বশ্যতা স্বীকার করবে জাতিবৃন্দ।


তুমি কি লক্ষ্য করেছ, কি ভাবে লোকেরা বলছে যে, যে দুটি পরিবারকে আমি মনোনীত করেছিলাম, সেই ইসরায়েল ও যিহুদীয়াকে আমি পরিত্যাগ করেছি: তাই তারা আমার প্রজাদের ঘৃণার চোখে দেখে, তাদের একটি জাতিরূপে আর মূল্য দেয় না।


তারা জানতে চাইবে সিয়োনের পথ এবং সেই নির্দেশিত পথ ধরেই তারা এগিয়ে যাবে। তারা বলবে, ‘চল আমরা প্রভু পরমেশ্বরের সঙ্গে চিরস্থায়ী এক চুক্তিতে আবদ্ধ হই। সে চুক্তি কোনদিনও ভাঙ্গবে না।’


সর্বাধিপতি প্রভু এই কথা বলেনঃ সীডার বৃক্ষের চূড়া থেকে আমি ভেঙ্গে নেব একটি নবীন শাখা, ইসরায়েলের সর্বোচ্চ পর্বত শিখরে রোপণ করব তাকে।


সেদিন আমার পবিত্র পর্বতে, ইসরায়েলীদের পবিত্রতম পর্বতে সমগ্র ইসরায়েলী সমাজ এসে আমার উপাসনা করবে। আমি তোমাদের উপর তুষ্ট হব এবং তোমাদের কাছ থেকে বলি উপহার সর্বোত্তম নৈবেদ্য ও পবিত্র মানতই প্রত্যাশা করব।


তোমাদের জনসংখ্যা আমি বৃদ্ধি করব। নগরে-জনপদে বাস করবে তোমরা এবং যা কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, সব আবার গড়ে তুলবে।


এবার দুটো ফলকের শেষ প্রান্ত জোড়া দিয়ে এমন ভাবে ধর যাতে দেখে মনে হয় একটা ফলক।


সর্বাধিপতি প্রভু বলেন, কিন্তু এবার যাকোবের বংশধর, ইসরায়েলী প্রজাদের প্রতি আমি কৃপা করব, আবার তাদের শ্রীবৃদ্ধি করব। আমার পবিত্র নামের মর্যাদা অক্ষুন্ন রাখব।


দিব্যদর্শনে তিনি আমাকে ইসরায়েল দেশে নিয়ে গেলেন এবং একটি উঁচু পর্বতের উপরে আমাকে রাখলেন। আমি দেখলাম, সামনে অনেক ঘর-বাড়ি রয়েছে, শহরের মত দেখাচ্ছে।


প্রভু পরমেশ্বর বলেনঃ তুমি, হে বেথলেহেম-এফ্রাথা, যিহুদাকুলে যদিও তুমি অতি ক্ষুদ্র, তবু তোমার মধ্যে থেকেই আমি আবির্ভাব ঘটাব ইসরায়েলের এক ভাবী অধিপতির, সুদূর অতীতে উদ্ভব হয়েছিল যার বংশধারা।


তারপর আমি দ্বিতীয় পাঁচনীটি, যার নাম ‘একতা’ সেটিও ভেঙ্গে ফেললাম। এইভাবে যিহুদীয়া তথা ইসরায়েলের জাতীয় ঐক্য বিনষ্ট হল।


কোনও রাজ্য যদি অন্তর্বিরোধে বিভক্ত হয় তাহলে সেই রাজ্য স্থায়ী হতে পারে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন