Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 37:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 যখন আমি সমাধি উন্মুক্ত করে আমার প্রজাদের বাইরে নিয়ে আসব, তখনই তারা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ, কেননা আমি তোমাদের কবরগুলো খুলে দেব এবং হে আমার লোকবৃন্দ, তোমাদের কবর থেকে তোমাদেরকে উত্থাপন করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 আমি যখন তোমাদের কবর খুলে তোমাদের বের করে আনব তখন আমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তখন তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু, কেননা আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব, এবং হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 হে আমার প্রজারা, আমি তোমাদের কবর খুলে বার করে আনলে তোমরা জানবে যে আমিই প্রভু।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ আমি তোমাদের কবর সব খুলে দেব এবং হে আমার প্রজা সব, তোমাদের কবর থেকে তোমাদেরকে ওঠাব।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 37:13
7 ক্রস রেফারেন্স  

আমি তোমাদের দেব শিরা-উপশিরা, দেব মাংসপেশী, তারপর ঢেকে দেব চামড়া দিয়ে। ঐ দেহে প্রবাহিত করব শ্বাসবায়ু, ফিরিয়ে আনব জীবন। তখন তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


তোমার সঙ্গে আমি আবার নতুন করে চুক্তিতে আবদ্ধ হব, তখনই তুমি বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বরে।


অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে সর্বশক্তিমান ঈশ্বররূপে দর্শন দিয়েছিলাম। আমার এই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর নাম আমি তাদের কাছে ব্যক্ত করি নি।


কাজেই তুমি আমার প্রজা ইসরায়েলের কাছে দৈববাণী উচ্চারণ কর। তাদের বল, আমি সর্বাধিপতি প্রভু তাদের সমাধি উন্মুক্ত করব, সেখান থেকে তাদের বার করে আনব এবং ফিরিয়ে আনব ইসরায়েল ভূমিতে।


আমার আত্মা আমি তাদের মধ্যে প্রবাহিত করব, ফিরিয়ে আনব তাদের প্রাণ এবং তাদের নিজেদের দেশে বসতি করাব। তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। আমি অঙ্গীকার করেছি—এ কাজ আমি করব —অতএব, এ কাজ আমি করবই, আমি, প্রভু পরমেশ্বর এই কথা বলছি।


হে মৃতলোক, গ্রাস কর ওদের, মৃত্যুর করাল কবল থেকে ওদের রক্ষা করব না আমি। হে মৃত্যু, আন তোমার মহামারীর মারণাস্ত্র! হে মৃতলোক, সংহার কর ওদের, কারণ ওদের প্রতি আমার বিন্দুমাত্র করুণা নেই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন