Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 36:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 আমি তোমাদের পক্ষে আছি। আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি যে তোমাদের দেশের মাটি আবার কর্ষিত হবে, আবার বীজ বপন করা হবে সেখানে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 কারণ দেখ, আমি তোমাদের সপক্ষ; এবং আমি তোমাদের প্রতি ফিরব, তাতে তোমাদের মধ্যে চাষ ও বীজবপন হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 আমি তোমাদের পক্ষে আছি এবং তোমাদের দিকে মনোযোগ দেব; তাতে তোমাদের উপর চাষ করা ও বীজ বোনা হবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কারণ দেখ, আমি তোমাদের সপক্ষ; এবং আমি তোমাদের প্রতি ফিরিব, তাহাতে তোমাদিগেতে চাষ ও বীজবপন হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 আমি তোমার সঙ্গে। আমি তোমায় সাহায্য করব। লোকে তোমার ভূমিতে চাষ ও বীজ বপন করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কারণ দেখ, আমি তোমাদের সঙ্গে এবং আমি তোমাদের প্রতি ফিরব, তাতে তোমাদের মধ্যে চাষ ও বীজবপন হবে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 36:9
13 ক্রস রেফারেন্স  

গীতিকার: সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়।


তোমাদের ক্ষেত খামারের মধ্যে দিয়ে যাতায়াতের সময় লোকে দেখত চারিদিক শূন্য, ধূ-ধূ করছে, কিন্তু আমি আবার তোমাদের ক্ষেত-খামার গড়ে তুলতে দেব।


এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


এখন থেকে তারা শান্তিতে বীজ বপন করবে। দ্রাক্ষালতা ফলবতী হবে, দেশ হবে সুজলা সুফলা, শস্যশ্যামলা। আমি তাদের এ সবই ভোগ করতে দেব।


তোমাদের গোলার সব বীজ বোনা হয়ে গেছে। কিছু আর পড়ে নেই। দ্রাক্ষালতা, ডুমুর, ডালিম কিম্বা জলপাই গাছ এখন ফলবন্ত হয়ে উঠেছে। ঐ দিন থেকেই আমি তোমাদের আশীর্বাদ করব।


সেদিন পর্বতগাত্র ভরে যাবে দ্রাক্ষাকুঞ্জে পাহাড়ের বুকে চরবে পশুপাল, যিহুদীয়ার নদী নালা হবে জলে পূর্ণ, প্রভুর আবাস থেকে নির্গত হবে নির্ঝর, শিটিমের উপত্যকা সিক্ত হবে তার জলে।


হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, তুমি সাড়া দিতে তাঁদের ডাকে। তাঁদের কাছে তুমি ছিলে ক্ষমাশীল ঈশ্বর, তবুও তাঁদের দুষ্কর্মের প্রতিফল দিয়েছিলে।


আমি তোমাদের প্রতি প্রসন্ন হব এবং তোমাদের সমৃদ্ধশালী ও বহুপ্রজ করব এবং তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ দৃঢ় করব।


আমি প্রভু পরমেশ্বর বলছি, এমন সময় আসছে, যখন আমি যিহুদীয়া ও ইসরায়েল দেশ মানুষ ও পশুর নতুন প্রজন্মে ভরে দেব।


তারা সেখানে নিরাপদে শান্তিতে বাস করবে, ঘর বাঁধবে, রচনা করবে দ্রাক্ষাকুঞ্জ। তাদের যে সমস্ত প্রতিবেশী তাদের ঘৃণা করত, উপহাস করত, তাদের সবাইকে আমি শাস্তি দেব, ইসরায়েলের জীবন হবে নিরাপদ। তখন তারা জানবে যে আমি-ই প্রভু পরমেশ্বর।


ইসরায়েল ভূমির পাহাড়ের গায়ে ঘাসে ঢাকা মাঠে, উপত্যকায়, চরাণীর সবুজ সমারোহের মাঝে আমি তাদের নিয়ে যাব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন