Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 36:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হে মর্ত্যমানব, ইসরায়েলের পর্বতরাজিকে বল: আমি, সর্বাধিপতি প্রভু যা তাদের বলছি, সেই কথা তোমরা শোন। ইসরায়েলের শত্রুরা উল্লসিত হয়ে বলছে, সুপ্রাচীন পর্বতমালা এবার আমাদের কুক্ষিগত!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দুশমন তোমাদের বিরুদ্ধে বলেছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলীগুলো আমাদের অধিকার হল;’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, শত্রুরা তোমার বিরুদ্ধে বলেছে, “বাঃ! পুরানো উঁচু জায়গাগুলি আমাদের দখলে এসে গেছে।” ’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, শত্রু তোমাদের বিরুদ্ধে বলিয়াছে, ‘বাহবা!’ আর, ‘সেই চিরন্তন উচ্চস্থলী সকল আমাদের অধিকার হইল;’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তাদের কাছে বল প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ‘শত্রু তোমার বিরুদ্ধে মন্দ কথা বলেছে। তারা বলেছে, বাহ! এখন প্রাচীন পর্বতগুলো আমাদের হবে!’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 প্রভু সদাপ্রভু এই কথা বলেন, শত্রু তোমাদের বিষয়ে বলেছে, বাহবা! সেই প্রাচীন উচ্চস্থান সব আমাদের অধিকার হল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 36:2
13 ক্রস রেফারেন্স  

পৃথিবীর নানা উচ্চভূমিতে তাদের আরোহণ করালেন, দিলেন প্রতিষ্ঠা, ক্ষেতের ফসল তারা করল ভোগ শিলাবক্ষ থেকে তাদের মধুপান করালেন তিনি, প্রস্তরময় ভূমিতে দিলেন তৈলদায়ী বৃক্ষ তাদের জন্য।


তুমি বলেছিলে যে যিহুদা ও ইসরায়েল—এই দুটি জাতি তাদের দেশসহ তোমারই অধীন, তুমিই তাদের মালিক, যদিও আমি, প্রভু পরমেশ্বরই তাদের প্রকৃত ঈশ্বর।


আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, সে কথায় মনোযোগ দিতে বল: আমার মন্দিরকে অশুচি হতে দেখে তোমরা উৎফুল্ল হয়েছিলে, ইসরায়েল দেশকে ধ্বংস হতে দেখে এবং যিহুদীয়ার মানুষকে নির্বাসনে যেতে দেখে তোমরা আনন্দিত হয়েছিলে।


প্রভু পরমেশ্বরই শক্তিদাতা আমার, তিনি চকিত-চরণ হরিণীর মত ক্ষিপ্র করবেন আমার পদযুগল, সুউচ্চ শৈলমালার আশ্রয়ে আমায় রাখবেন নিরাপদে।


হে মর্ত্যমানব, টায়ার নগরীর অধিবাসীরা উল্লাসে মুখর হয়ে উঠেছিল। সোল্লাসে চীৎকার করে বলেছিল, জেরুশালেম বিধ্বস্ত! বিলুপ্ত তার বাণিজ্যশক্তি! আমাদের প্রতিদ্বন্দীরূপে আর কোনদিন সে মাথা তুলে দাঁড়াতে পারবে না।


আম্মোন সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেছেন, ইসরায়েলের লোকেরা কোথায়? তাদের দেশ রক্ষার জন্য কি একজনও নেই? তারা কেন মিলকমের উপাসকদের গাদ গোষ্ঠীর অঞ্চল দখল করে বসতি করতে দিয়েছে?


তাহলে আমার সান্নিধ্যে থাকার প্রকৃত আনন্দ তোমরা লাভ করবে। আমি তোমাদের সারা পৃথিবীতে সম্মানিত করব এবং তোমাদের পূর্বপুরুষ যাকোবকে যে দেশ দান করেছিলাম, সেই দেশের অধিকার তোমরা লাভ করবে, প্রভু পরমেশ্বর এই কথা বলেন।


যেন স্বর্গলোক তাঁর সুরম্য নিকেতন, পৃথিবীর মত চিরস্থায়ী সুদৃঢ় ভিত্তি যার।


আমি সর্বাধিপতি প্রভু, প্রতিবেশী জাতিগুলি, বিশেষতঃ ইদোমের বিরুদ্ধে ক্রোধের বশবর্তী হয়ে এ কথা উচ্চারণ করেছি। লোভলালসায় মত্ত হয়ে তারা আমার দেশ আক্রমণ করেছে এবং সমস্ত চরাণী অধিকার করেছে।


তখনই তোমরা জানবে যে আমি প্রভু পরমেশ্বর, তোমাদের প্রচণ্ড ঘৃণাভরে বলতে শুনেছি যে ইসরায়েলের পাহাড়-পর্বত জনশূন্য। সেগুলি আত্মসাৎ করার জন্য তোমাদের দেওয়া হয়েছে।


প্রভু পরমেশ্বর বললেন,


আমার প্রজাদের বিপদের সুযোগ নিয়ে তাদের নগরে প্রবেশ করে তাদের দুর্দশায় তোমার উৎফুল্ল হওয়া কি উচিত হয়েছিল? উচিত হয়েছিল কি তাদের সম্পদ লুণ্ঠন করা?


হে আমার ঈশ্বর তুমি এদের ঘূর্ণি বায়ুতাড়িত ধূলির মত কর, কর এদের ঝড়ের মুখে তুষের মত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন