যিহিষ্কেল 33:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 অতএব হে মর্ত্যমানব, আমি তোমাকে ইসরায়েল জাতির প্রহরী নিযুক্ত করলাম। তুমি আমার সতর্কবাণী তাদের কাছে পৌঁছে দেবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 হে মানুষের সন্তান, আমি তোমাকেই ইসরাইল-কুলের প্রহরী নিযুক্ত করলাম; অতএব তুমি আমার মুখে কালাম শোন ও আমার নামে তাদেরকে সচেতন কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “হে মানবসন্তান, ইস্রায়েল কুলের জন্য আমি তোমাকে পাহারাদার নিযুক্ত করেছি; সুতরাং আমি যা বলছি তা শোনো এবং আমার হয়ে তাদের সতর্ক করো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 হে মনুষ্য-সন্তান, আমি তোমাকেই হে ইস্রায়েল-কুলের প্রহরী নিযুক্ত করিলাম; অতএব তুমি আমার মুখে বাক্য শ্রবণ কর, ও আমার নামে তাহাদিগকে সচেতন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “এখন হে মনুষ্যসন্তান, ইস্রায়েল পরিবারের জন্য প্রহরী হিসাবে আমি তোমাকেই মনোনীত করছি। তুমি যদি আমার মুখ থেকে কোন বার্তা শোন, তবে আমার হয়ে লোকদের সতর্ক করো। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 এখন তুমি নিজে, মানুষের সন্তান, আমি তোমাকেই ইস্রায়েলের প্রহরী করেছিলাম; তুমি আমার মুখের বাক্য শোন এবং আমার নামে তাদেরকে সচেতনকর। অধ্যায় দেখুন |
যখনই কোন প্রতিবেশী নগরের নাগরিকের কাছ থেকে নরহত্যা বা কোন বিধান বা অনুশাসন অমান্যের অভিযোগ আসবে, তখন বিচারক্রমে তাদের আচরণবিধি কী হওয়া উচিত সে সম্বন্ধে অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দেশ দেবে, যাতে তারা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপাচরণজনিত অপরাধে অপরাধী না হয়। অন্যথায় তুমি ও তোমার প্রতিবেশী নাগরিক বুঝতে পারবে প্রভু পরমেশ্বরের ক্রোধের অগ্নিজ্বালা। কিন্তু যদি তোমরা তোমাদের কর্তব্য সুষ্ঠভাবে পালন কর, তাহলে তোমাদের অপরাধী হতে হবে না।