Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 32:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 যখন বহুজাতি একত্র হবে, তখন আমি তোমাকে জাল ফেলে ধরব এবং টেনে আনব নদীর তীরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি বহু জাতির সমাজ দ্বারা তোমার উপরে আমার জাল বিস্তার করবো, তারা আমার টানা জালে তোমাকে তুলবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 “ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘লোকদের একটি বড়ো দল নিয়ে আমি তোমার উপর জাল ফেলব, তারা আমার জালে তোমাকে টেনে তুলবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি বহু জাতির সমাজ দ্বারা তোমার উপরে আপন জাল বিস্তার করিব, তাহারা আমার টানা জালে তোমাকে তুলিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: “আমি বহু লোক জন একত্র করেছি। এবার আমি তোমার উপরে আমার জাল ছুঁড়ব। তারপর লোকে তোমায় টেনে তুলবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 প্রভু সদাপ্রভু একথা বলেন: “তাই আমি আমার জাল বহু জাতির সমাজে তোমার উপরে বিস্তার করব এবং তারা আমার টানা জালে তোমাকে তুলব।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 32:3
8 ক্রস রেফারেন্স  

আমি ফাঁদ পেতে তাকে ধরব। তারপর তাকে নিয়ে যাব ব্যাবিলন নগরীতে। তবুও সেই জায়গা সে চোখে দেখতে পাবে না। সেখানেই তার মৃত্যু হবে।


প্রভু পরমেশ্বর বলেন, আমি জেলেদের ডেকে পাঠাব, তারা এসে এইসব লোকদের ধরবে। তারপর আমি ডেকে পাঠাব শিকারীদের। তারা এসে প্রতিটি পাহাড়-পর্বত এবং পর্বতগুহা থেকে তাদের টেনে বার করবে।


কিন্তু যাওয়ার পথে আমি তাদের উপর আমার জাল বিস্তার করব,আকাশের পাখিদের মত ফাঁদে ফেলে আমি তাদের নামিয়ে আনব। তারা জোট বেঁধেছে শুনলেই আমি দণ্ড দেব তাদের।


শিকারীর মত জাল ফেলে আমি তাকে ধরব, নিয়ে যাব ব্যাবিলনে, সেখানে আমি শাস্তি দেব তাকে। কারণ সে আমার কাছে অবিশ্বস্ত হয়েছে।


অগ্নিবর্ষণে তিনি দগ্ধ করেছেন আমার অস্থি মেদ-মজ্জা, ফাঁদ পেতে আমায় করেছেন ধরাশায়ী, তারপর নিরন্তর যাতনার মাঝে করেছেন পরিহার।


মানুষ জানে না তার দুঃসময় কখন ঘনাবে। মাছ যেমন হঠাৎ জালে ধরা পড়ে, হঠাৎ যেমন ফাঁদে পড়ে পাখি, মানুষও তেমনি হঠাৎই নিজের অজান্তে দুঃসময়ের ফাঁদে গিয়ে পড়ে।


হে ঈশ্বর, কেন তুমি আমাকে পাহারা দিয়ে রেখেছ? তুমি কি মনে কর আমি এক সমুদ্র দানব?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন