Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 31:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তার শাখায় শাখায় পাখিরা বেঁধেছিল নীড় তার ঘন শাখার আশ্রয়ে বন্যজন্তুরা শাবক প্রসব করত, সারা পৃথিবীর জাতিবৃন্দ বাস করত তার আশ্রয়ে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তার ডালে আসমানের সকল পাখি বাসা করতো এবং তার ডালের নিচে মাঠের সকল পশু প্রসব করতো এবং তার ছায়াতে সকল মহাজাতি বাস করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 আকাশের সব পাখি তার ডালে বাসা বাঁধল, মাঠের সব পশু তার ডালপালা নিচে বাচ্চা দিত; সকল মহান জাতি তার ছায়ায় বাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তাহার ডালে আকাশের সকল পক্ষী বাসা করিত, এবং তাহার শাখার নীচে মাঠের সকল পশু প্রসব করিত, এবং তাহার ছায়াতে সকল মহাজাতি বাস করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আকাশের সমস্ত পাখি সেই গাছের ডালে বাসা বাঁধল। আর মাঠের সমস্ত পশু সেই শাখার তলায় সন্তান প্রসব করল। সমস্ত মহান জাতি সেই গাছের ছায়ায় বাস করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তার ডালে আকাশের সব পাখি বাসা বাঁধত এবং তার শাখার নীচে মাঠের সব পশু প্রসব করত এবং তার ছায়াতে সব মহাজাতি বাস করত।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 31:6
10 ক্রস রেফারেন্স  

এই বীজটি অন্য সকল বীজের চেয়ে ছোট, কিন্তু যখন বেড়ে ওঠে তখন অন্য সব গাছকে ছাড়িয়ে যায়। এ তখন বৃক্ষে পরিণত হয়, আর পাখিরা এসে এর ডালে বাসা বাঁধে।


সে শাখা পল্লবিত হবে শাখা-প্রশাখায়, ঘন শাখা-পল্লবে অপরূপ হয়ে উঠবে, পরিণত হবে বিশাল মহীরুহে। তার ছায়াঘন শাখায় এসে নীড় বাঁধবে পক্ষীকুল।


তার পাতাগুলি সুদৃশ্য, বিশ্বচরাচর তার ফল খেয়ে ফুরাতে পারে না। বন্যপশুরা তার ছায়ায় বিশ্রাম করছে, পাখিরা তার ডালে ডালে বাসা বেঁধেছে।


গাছের পাতাগুলি ভারী সুন্দর। ফলের ভারে নুয়ে পড়ছে ডালপালা। বিশ্বচরাচর সে ফল খেয়েও ফুরাতে পারে না। গাছের ছায়ায় বন্যপশু বিশ্রাম করছে। পাখিরা ডালে ডালে বাসা বেঁধেছে। পৃথিবীর সকলে সে গাছ থেকে আহার সংগ্রহ করছে।


বীজ বোনার পর যে গাছ হয় তা যে কোন গাছের চেয়ে বড় হয়। তার বড় বড় ডালপালা হয়, সেই ডালে পাখিরা এসে বাসা বাঁধে।


কী অপরূপ সেই বৃক্ষ সুউন্নত, সুবিস্তৃত তার শাখাগুলি। তার মূলগুলি মাটির গভীরে বয়ে চলা স্রোতধারায় গিয়ে শাখা মেলেছে।


পাখিরা এসে সেই পতিত বৃক্ষে বাসা বাঁধবে, বন্য জন্তুরা তার ডালে ডালে ঘুরে বেড়াবে।


তারাও তার সাথে মৃত্যুলোকে যাবে তাদের সঙ্গে মিলিত হতে, যারা আগেই চলে গেছে। এবং যারা তার আশ্রয়ে বাস করত তারা ছড়িয়ে পড়বে নানা জাতির মাঝে।


ঘুমের মধ্যে দেখলাম, পৃথিবীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্রকাণ্ড বৃক্ষ।


তাদের মাঝে পাখিরা বাঁধে বাসা, দেবদারু বৃক্ষে ক্রৌঞ্চ মিথুন বাঁধে নীড়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন