Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 31:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কাজেই এখন, আমি সর্বাধিপতি প্রভু তোমাকে বলব, এই মেঘচুম্বী বৃক্ষের অমোঘ নিয়তির কথা। উন্নত শীর্ষের জন্য সে অত্যন্ত গর্বিত হয়েছে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি লম্বায় উঁচু হলে; সেই গাছ মেঘমালার মধ্যে তোমার শিখর স্থাপন করলো ও উচ্চতায় তার অন্তঃকরণ গর্বিত হল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 “ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সে উঁচু হয়েছে, ঘন বনের উপরে তার মাথা উঠেছে, এবং যেহেতু সে উঁচু বলে তার অহংকার,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি দীর্ঘতায় উচ্চ হইলে; সেই বৃক্ষ মেঘমালার মধ্যে আপন শিখর স্থাপন করিল, ও উচ্চতায় তাহার অন্তঃকরণ গর্ব্বিত হইল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তাই প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “সেই গাছ বড় হল, তার মাথা মেঘ ছুঁলো আর তা এত উঁচু বলে তার মনে গর্ব হল!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, কারণ এটা লম্বায় খুবই উঁচু এবং কারণ সে তার গাছকে সব শাখার ওপরে তুলল এবং তার হৃদয় সেই উচ্চতায় তুলল

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 31:10
16 ক্রস রেফারেন্স  

কিন্তু তিনি হয়ে উঠলেন উদ্ধত, স্বেচ্ছাচারী, নিষ্ঠুর। ফলে তাঁকে সিংহাসনচ্যুত করা হল। তিনি হারালেন তাঁর গৌরব।


রূপবান হওয়ার দরুণ তুমি অন্ত্যত গর্বিত ছিলে, তোমার যশ-খ্যাতি তোমায় মূর্খের মত আচরণ করিয়েছিল। এইজন্য আমি তোমাকে মাটিতে আছড়ে ফেলে দিলাম। তোমার স্বরূপ প্রকাশ করে দিলাম অন্যান্য জাতির রাজাদের কাছে, হীন করে দিলাম তাদের চোখে।


কিন্তু হিষ্কিয়ের মনে এত অহঙ্কার জন্মাল যে প্রভু পরমেশ্বর তাঁর জন্য যে সমস্ত কাজ করেছিলেন তার প্রতিদানে কৃতজ্ঞতা নিবেদন করলেন না। ফলে যিহুদীয়া ও জেরুশালেমের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে এল।


তাই তাঁর অনুগ্রহের দান আরও বেশী। তাই শাস্ত্রে বলা হয়েছে,'ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেনকিন্তু নম্রদের করেন করুণা।’


যে নিজেকে উন্নত করে, তাকে অবনত করা হবে, আর যে নিজেকে নত করে তাকেই উন্নত করা হবে।


নিরাপদ শৈলদুর্গে তোমার রাজধানী, পর্বতে তোমার বাস, তাই তোমার এত দম্ভ, এই দম্ভই তোমাকে প্রতারিত করেছে। তুমি ভাবো, কেউ তোমাকে ধরাশায়ী করতে পারবে না।


তিনি আপন মনে বললেন, অপূর্ব এই ব্যাবিলন! অনুপম আমার এই রাজধানী। আমারই হাতে গড়া। আমার বৈভব, আমারই পরাক্রমের নিদর্শনস্বরূপ আমি একে গড়ে তুলেছি। এ আমারই গৌরব ঘোষণা করে।


তাই এখন থেকে কোন বৃক্ষ সে যতই জলসিঞ্চিত হোক না কেন—আর কখনও অত উঁচু হতে পারবে না বা মেঘের সীমানা ছাড়িয়ে অত উঁচুতে মাথা তুলতেও পারবে না। মরণশীল মানুষের মতই মৃত্যু হবে তাদের অনিবার্য পরিণতি। মৃত্যুলোকে মৃতদের সাথে মিলিত হতে যাওয়াই হবে তাদের শেষ পরিণাম।


কিন্তু প্রভু পরমেশ্বর বলেন, সিয়োন পর্বত ও জেরুশালেমে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেলে, তখন আমি কি করব? তখন আমি আসিরিয়ার রাজাকে তার অহঙ্কার ও গর্বের জন্য শাস্তি দেব।


ধ্বংসের আগে মানুষের চিত্ত হয় গর্বিত, কিন্তু নম্রতার পুরস্কার সম্মান।


বিনাশের আগে আসে অহঙ্কার, পতনের আগে দেখা দেয় ঔদ্ধত্য।


অমৎসিয়, তুমি ইদোম জয় করেছ, ঠিক কথা। তবে তাতে তোমার অহঙ্কার খুব বেড়ে গেছে।আমার পরামর্শ হল, তুমি বাড়িতেই থাক। কেন অযথা বিপদ ডেকে আনছ? এতে তোমার নিজেরও সর্বনাশ হবে, সেই সাথে তোমার প্রজাদেরও সর্বনাশ হবে।


তুমি লেবাননের সীডার বৃক্ষের মত, মনোরম, ঘনছায়ায় ঘেরা তার শাখাগুলি, মেঘচুম্বী তার উন্নত চূড়া।


তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেনঃ গাছটিকে কেটে ফেলা হোক, ডালপালা কেটে দাও, পাতাগুলি সব ছেঁটে ফেল, তার সব ফল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হোক। কোন পশুপাখি এ গাছের আশ্রয়ে আর থাকবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন