যিহিষ্কেল 30:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 সারা পৃথিবীর মধ্যে এ দেশের ভগ্নদশা হবে সর্বাধিক ভয়াবহ এবং এর সমস্ত শহর-নগর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পরিত্যক্ত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তারা ধ্বংসপ্রাপ্ত দেশগুলোর মধ্যে ধ্বংস হবে এবং দেশের সকল নগর উচ্ছিন্ন নগরগুলোর মধ্যে থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তারা জনশূন্য হবে জনশূন্য দেশের মধ্যে আর তাদের নগরগুলি পড়ে থাকবে ধ্বংস হওয়া নগরগুলি মধ্যে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহারা ধ্বংসিত দেশসমূহের মধ্যে ধ্বংস হইবে, এবং দেশের নগর সকল উচ্ছিন্ন নগরসমূহের মধ্যে থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যে সব দেশ ধ্বংস হয়েছিল মিশর তাদের সঙ্গে যোগ দেবে। মিশরের শহরগুলো ঐ শূন্য শহরগুলোর মধ্যে থাকবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তারা ধ্বংসিত দেশসমূহের মধ্যে ধ্বংসিত হবে এবং দেশের শহর সব উচ্ছিন্ন শহরগুলির মধ্যে থাকবে। অধ্যায় দেখুন |