Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 30:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সুদান, লিডিয়া, লিবিয়া আরব, কুব, এমনকি আমার স্বজাতির লোকদের কাছ থেকে ভাড়া করে আনা সৈন্যদল সেই যুদ্ধে মারা পড়বে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 ইথিওপিয়া, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাদের সঙ্গে তলোয়ারের আঘাতে মারা পড়বে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 কূশ ও পূট, লূদ ও সমস্ত আরব দেশ, লিবিয়া এবং নিয়মের অধীন দেশের লোকেরা যুদ্ধে মিশরের সঙ্গে মারা পড়বে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক, আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাহাদের সহিত খড়্‌গে পতিত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “‘বহু লোক মিশরের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, যেমন কূশ, পূট, লূদ-এর লোকরা, আরবীয়রা সবাই এবং লিবিয়ার লোকরা। কিন্তু তারা ধ্বংসপ্রাপ্ত হবে এবং যারা চুক্তি করেছিল সেই সমস্ত লোকরাও ধ্বংসপ্রাপ্ত হবে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কূশ, পূট ও লূদ এবং সমস্ত মিশ্রিত লোক আর কূব ও মিত্রদেশীয় লোকেরা তাদের সঙ্গে তরোয়ালে পতিত হবে।”

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 30:5
13 ক্রস রেফারেন্স  

পারস্য, লিডিয়া ও লিবিয়ার সৈনিকেরা তোমার সৈন্যদলে কাজ করত। তারা তাদের ঢাল ও শিরস্ত্রাণ টাঙ্গিয়ে রাখত তোমার সৈন্য শিবিরে। এরাই তোমার জন্য গৌরব ও মর্যাদা জয় করে এনে ভূষিত করেছে তোমাকে।


ধ্বংস করে দাও তার অশ্ব ও রথ, মারা পড়ুক তার ভাড়া করা সৈন্যরা, কী দুর্বল শক্তিহীন তারা! ধ্বংস কর ওদের ধন ভাণ্ডার, লুণ্ঠন কর, কেড়ে নাও সব।


হে অশ্বারোহীবাহিনী, ধাবিত হও সবেগে, সারথিবৃন্দ, রথ চালনা কর তীব্র গতিতে, রণক্ষেত্রে ছুটে চল সৈন্যবাহিনী! হে সুদান ও লিবিয়ার সৈনিক, ঢাল তুলে ধর, লিডিয়ার নিপুণ ধনুর্ধরেরা তুলে নাও ধনুর্বাণ, আক্রমণ কর সবেগে।


তোমরা যাতে সমৃদ্ধিলাভ করতে না পার, বরং যাতে তোমাদের ক্ষতি হয়, আমি সেইদিকে দৃষ্টি রাখব। হয় যুদ্ধে, না হয় মহামারীতে তোমরা সকলে মারা যাবে, বাকী থাকবে না কেউ।


আসিরিয়ার সম্রাট এই দুই দেশ থেকে বন্দীদের বিবস্ত্র অবস্থায় নিয়ে যাবে। যুবা-বৃদ্ধ সকলকেই নগ্ন পদে বিবস্ত্র অবস্থায় পথ চলতে হবে, তাদের অনাবৃত নিতম্ব মিশরের লজ্জার কারণ হবে।


সুদানের নদনদীর অপর পারে আছে একটি দেশ, সেখান থেকে ভেসে আসছে ডানা ঝাপটানোর আওয়াজ।


পারস্য, সুদান ও লিবিয়া তার সঙ্গে যোগ দিয়েছে। তারাও ঢাল ও শিরস্ত্রাণে সুরক্ষিত।


মিশরে সযত্নে রক্ষিত সোনা, রূপো ও নানা মূল্যবান সামগ্রী তার হস্তগত হবে। লিবিয়া ও সুদানকেও সে পদানত করবে।


হে ইথিওপিয়া নিবাসী তোমরাও আমার তরবারিতে নিহত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন