| যিহিষ্কেল 30:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)24 তারপর আমি ব্যাবিলনরাজের বাহুদুটিতে শক্তি সঞ্চার করব এবং আমার তরবারি তার হাতে তুলে দেব। কিন্তু মিশররাজের হাত দুটি আমি ভেঙ্গে দেব, সে মৃত্যু যন্ত্রণায় তার শত্রুদের সামনেই আর্তনাদ করবে।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর আমি ব্যাবিলনের বাদশাহ্র বাহু বলবান করবো ও তারই হাতে আমার তলোয়ার দেব; কিন্তু ফেরাউনের বাহু ভেঙ্গে ফেলবো, তাতে সে ওর সাক্ষাতে আহত লোকের মত কাতরোক্তি করবে।অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ24 আমি ব্যাবিলনের রাজার হাত শক্তিশালী করব এবং আমার তরোয়াল তার হাতে দেব, কিন্তু আমি ফরৌণের হাত ভেঙে দেব, তাতে সে ব্যাবিলনের রাজার সামনে আহত লোকের মতো কাতরাবে।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)24 আর আমি বাবিল-রাজের বাহু বলবান করিব, ও তাহারই হস্তে আমার খড়্গ দিব; কিন্তু ফরৌণের বাহু ভাঙ্গিয়া ফেলিব, তাহাতে সে উহার সাক্ষাতে আহত লোকের কাতরোক্তির মত কাতরোক্তি করিবে।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল24 “আমি বাবিলের রাজার হাত শক্ত করে তার হাতে আমার তরবারি দেব। কিন্তু আমি ফরৌণের হাত ভেঙ্গে দেব। তখন ফরৌণ ব্যথায চিৎকার করে কাঁদবে যেমন একজন মৃত্যু পথযাত্রী আহত মানুষ কাঁদে।অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 আর আমি বাবিলের রাজার হাত বলবান করব ও তারই হাতে আমার তরোয়াল দেব; কিন্তু ফরৌণের হাত ভেঙে ফেলব, তাতে সে ওর সামনে আহত লোকের কাতরোক্তির মত কাতরোক্তি করবে।অধ্যায় দেখুন |