Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 3:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 শোন হে মর্ত্যমানব, ইসরায়েল জাতিকে সতর্ক করার কাজে তোমায় আমি প্রহরী নিয়োগ করছি। আমি যখন তাদের সতর্ক করতে বলব, তখন তুমি তাই করবে—এই তোমার কাজ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 হে মানুষের সন্তান, আমি তোমাকে ইসরাইল-কুলের জন্য প্রহরী নিযুক্ত করলাম; তুমি আমার মুখে কথা শুনবে এবং আমার নামে তাদেরকে চেতনা দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 “হে মানবসন্তান, ইস্রায়েল কুলের জন্য আমি তোমাকে পাহারাদার নিযুক্ত করেছি; সুতরাং আমি যা বলছি তা শোনো এবং আমার হয়ে তাদের সতর্ক করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে ইস্রায়েল-কুলের জন্য প্রহরী নিযুক্ত করিলাম; তুমি আমার মুখে কথা শুনিবে, এবং আমার নামে তাহাদিগকে চেতনা দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 “মনুষ্যসন্তান, আমি তোমাকে ইস্রায়েলের প্রহরী নিযুক্ত করছি। আমি তোমাকে যা কিছু বলব, তুমি সেই সম্বন্ধে ইস্রায়েলীয়দের সাবধান করে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 মানুষের সন্তান, আমি তোমাকে ইস্রায়েল কুলের জন্য প্রহরী তৈরী করেছি, তাই তুমি আমার মুখের কথা শোনো এবং তাদেরকে আমার চেতনা দাও।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 3:17
29 ক্রস রেফারেন্স  

তোমরা তোমাদের নেতাদের বাধ্য হও। তাঁদের কথা মেনে চল। তোমাদের জীবন রক্ষার জন্য তাঁরা সতর্ক প্রহরী। এই কাজেরর হিসাব তাঁদের দিতে হবে। তাঁরা যেন তাঁদের কাজ আনন্দ সহকারে করতে পারেন, অপ্রসন্নভাবে নয়, তাহলে সে কাজে তোমাদের কোন লাভ হবে না।


তোমার নগর প্রাকারে হে জেরুশালেম, নিযুক্ত করেছি আমি প্রহরীদল। দিবসে কি নিশীথে কখনও নীরব থাকবে না তারা। স্মরণ করিয়ে দেবে তারা প্রভু পরমেশ্বরকে তাঁর প্রতিশ্রুতির কথা, ভুলতে তাঁকে দেবে না কখনও।


উল্লাসে মুখর হয়েছে নগরীর প্রহরীরা আনন্দে গাইছে গান সবার সুরে সুর মিলিয়ে। প্রভু পরমেশ্বরের সিয়োনে প্রত্যাবর্তনের অনুপম দৃশ্য স্বচক্ষে দেখছে তারা!


যখনই কোন প্রতিবেশী নগরের নাগরিকের কাছ থেকে নরহত্যা বা কোন বিধান বা অনুশাসন অমান্যের অভিযোগ আসবে, তখন বিচারক্রমে তাদের আচরণবিধি কী হওয়া উচিত সে সম্বন্ধে অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দেশ দেবে, যাতে তারা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপাচরণজনিত অপরাধে অপরাধী না হয়। অন্যথায় তুমি ও তোমার প্রতিবেশী নাগরিক বুঝতে পারবে প্রভু পরমেশ্বরের ক্রোধের অগ্নিজ্বালা। কিন্তু যদি তোমরা তোমাদের কর্তব্য সুষ্ঠভাবে পালন কর, তাহলে তোমাদের অপরাধী হতে হবে না।


তাঁকেই আমরা প্রচার করি, তাই আমরা সকল মানুষকে সচেতন করি, সকলকে সর্ববিধ জ্ঞানে শিক্ষিত করে তুলি যেন প্রত্যেকজনকে খ্রীষ্টের জ্ঞানে পূর্ণ পরিণত রূপে ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারি।


তখন প্রবু পরমেশ্বর প্রহরী নিযুক্ত করলেন তাদের সতর্ক করার জন্য। কিন্তু তারা বলল, ও সব আমরা শুনব না।


বন্ধুগণ, আমাদের অনুরোধ, তোমরা অলস ও উচ্ছৃঙ্খলদের অনুযোগ কর, দুর্বল চিত্তদের উৎসাহ দিও, অক্ষমদেরর সাহায্য কর এবং সকলের প্রতি সহিষ্ণু হয়ো।


সুতরাং আমরা খ্রীষ্টের রাজদূত হিসাবে কাজ করছি। ঈশ্বর নিজেই যেন আমাদের মাধ্যমে আবেদন জানাচ্ছেন এবং খ্রীষ্টের হয়ে আমরা বিনতি করছি, তোমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হও।


প্রভুর প্রতি সম্ভ্রম কি তা আমরা জানি তাই আমাদের প্রচেষ্টা, মানুষ যেন প্রভুকে সম্পূর্ণভাবে জানেন। আশা করি তোমরাও মর্মে মর্মে তা জান।


তোমাদের লজ্জা দেওয়ার জন্য আমি এ সব কথা লিখছি না। তোমরা আমার প্রিয় সন্তান। তোমাদের সচেতন করার জন্যই লিখছি।


আমি প্রহরীর মত প্রতীক্ষায় থাকব, দেখি, প্রভু পরমেশ্বর আমায় কি বার্তা দেন, কি উত্তর দেন তিনি আমার অভিযোগের!


প্রভু পরমেশ্বর বলেন, মুক্তকন্ঠে উচ্চস্বরে ঘোষণা কর! আমার ইসরায়েলী প্রজাদের জানাও তাদের পাপের কথা!


ইসরায়েলের প্রহরীরা অন্ধ! তারা নির্বোধ! তারা সেই বোবা কুকুরের মত, যারা ডাকে না—তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে আর ঘুমাতে খুব ভালবাসে।


ঈশ্বর তাঁর মণ্ডলীতে প্রথমত প্রেরিত শিষ্যদের, দ্বিতীয়ত প্রবক্তা নবীদের, তৃতীয়ত শিক্ষাগুরুদের নিয়োগ করেছেন। তারপরে পর্যায়ক্রমে অলৌকিক ক্ষমতাসম্পন্ন, রোগ নিরাময়ের শক্তিপ্রাপ্ত, সাহায্যদানে তৎপর, প্রশাসন কর্মদক্ষ এবং সুর্বোধ্য নানা ভাষাভাষী লোকদের নিয়োগ করেছেন।


আমি বললাম, যদি আমি এইসব কথা বলতে যাই, কে আমার কথা শুনবে? ওরা জেদী, একগুঁয়ে। তোমার কথা তারা কানেই তুলবে না। তুমি আমাকে যা বলতে বললে, সেই কথা শুনে তারা হাসবে।


তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যাও একজন প্রহরী নিযুক্ত কর। তাকে বল, যা কিছু দেখবে, যেন সেই সংবাদ পৌঁছে দেয়।


সেই দিন আগতপ্রায়, যেদিন ইফ্রয়িমের পাহাড়ী এলাকা থেকে প্রহরীরা ডেকে বলবে, ‘এস আমরা সিয়োনে যাই, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে।’


প্রহরী চীৎকার করে বলল, হে প্রভু, আমি দিনরাত আমার নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আছি।


প্রহরায় রত প্রহরীরা মোরে করে বিক্ষত দারুণ প্রহারে, কেড়ে নিল মোর আবরণখানি প্রাচীর রক্ষী যত!


দেখা হল নগরের পথে রক্ষীদের সাথে আমি শুধাই তাদের, “তোমরা দেখেছ কি দয়িতকে মোর’’?


ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের অনেকে বাপ্তিষ্ম গ্রহণের জন্য তাঁর কাছে আসতে দেখে তিনি তাদের বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালাবার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?


তারা শুনুক আর না শুনুক, আমি তোমায় যা বলতে বলেছি, তুমি তাদের তাই-ই বলো। মনে রেখো, ওরা চির বিদ্রোহী।


মর্ত্যমানব, এবার তুমি দৈববাণী উচ্চারণ কর।


প্রভু পরমেশ্বর আমাকে যা কিছু দর্শন করালেন, সবই আমি নির্বাসিতদের কাছে খুলে বললাম।


তখন হগয় জনতার কাছে ঘোষণা করলেন ঈশ্বরের বাণী: আমি তোমাদের সঙ্গে আছি।


কিন্তু প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি বয়সে তরুণা একথা বলো না। বরং যাদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, তাদের কাছে যাও। তোমাকে আমি যা কিছু তাদের বলতে আদেশ দেব, সব বলবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন