Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 3:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 প্রভু পরমেশ্বরের মহাশক্তি আমাকে স্থানান্তরে নিয়ে যাওয়ায় আমি অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 আর রূহ্‌ আমাকে তুলে নিয়ে গেলে আমি মনে দুঃখ পেয়ে গমন করলাম; আর মাবুদের হাত আমার উপরে বলবৎ ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিয়ে গেলে আমি মনে দুঃখ ও আমার আত্মায় রাগ নিয়ে গেলাম, আর সদাপ্রভুর শক্তিশালী হাত আমার উপর ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আর আত্মা আমাকে তুলিয়া লইয়া গেলে আমি মনস্তাপে দুঃখিত হইয়া গমন করিলাম; আর সদাপ্রভুর হস্ত আমার উপরে বলবৎ ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 আত্মা আমায় তুলে নিয়ে গেল। আমি সেই স্থান পরিত্যাগ করলে খুব দুঃখিত ও আত্মায় উদ্বিগ্ন হলাম। কিন্তু আমি আমার মধ্যে প্রভুর শক্তি অনুভব করলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 ঈশ্বরের আত্মা আমাকে তুলল এবং নিয়ে গেল এবং আমি তিক্ততায় আত্মার ক্রোধে গেলাম কারণ সদাপ্রভুর হাত আমার উপরে জোরে পেষণ করছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 3:14
22 ক্রস রেফারেন্স  

আমি প্রভু পরমেশ্বরের উপস্থিতির দ্বার আবিষ্ট হলাম। তাঁর আত্মা আমাকে নিয়ে গেলেন এক বিস্তীর্ণ উপত্যকায়। উপত্যকাটি ছিল অস্থিতে পরিপূর্ণ।


এখন একজন বীণা বাদককে আমার কাছে আনুন।বীণাবাদক যখন বীণা বাজাচ্ছিল তখন পরমেশ্বরের শক্তি ইলিশায়ের মধ্যে এল।


তিনি যেন হাত বাড়িয়ে চুলের মুঠি ধরে আমাকে শূন্যে তুললেন। এই আবেশের মধ্যেই মনে হল, ঈশ্বরের আত্মা আমাকে অনেক উঁচুতে তুলে নিয়ে গেলেন জেরুশালেমে। তিনি আমাকে নিয়ে গেলেন মন্দিরের উত্তর দিকের ভিতর দুয়ারে। সেখানে স্থাপিত ছিল এক মূর্তি, এইটিই ছিল ঈশ্বরের ক্রোধের কারণ।


ব্যাবিলনের কিবার নদী তীরে প্রভু পরমেশ্বর আমার সাথে কথা বললেন এবং আমি অনুভব করলাম তাঁর পরমাশক্তি।


এবং বললেন, এখানে আমরা পঞ্চাশ জন আছি। সকলেই আমরা শক্ত সমর্থ লোক।আপনি আদেশ করুন, আমরা আপনার গুরুদেবকে খুঁজে আনি। হয়তো পরমেশ্বরের আত্মা তাঁকে নিয়ে গিয়ে কোন পাহাড়ে কিম্বা কোন উপত্যকায় রেখে গেছেন। ইলিশায় বললেন, না, তোমাদের যেতে হবে না।


তারপর ঈশ্বরের আত্মা আমাকে উপরে তুলে নিলেন। পশ্চাৎপটে আমি শুনলাম বজ্রগম্ভীর কন্ঠে উচ্চারিত হচ্ছে: দ্যুলোকে ঈশ্বরের মহিমা হোক!


সেই নারী বলল, আপনি একজন ইহুদী। কেমন করে আপনি আমার মত একজন শমরীয়া নারীর কাছে জল চাইছেন? (ইহুদীদের কাছে শমরীয়াবাসীরা ছিল অস্পৃশ্য।)


এ কথা শুনে তিনি যিহুদীয়া ত্যাগ করে আবার চলে গেলেন গালীল প্রদেশে


যীশু জানতে পারলেন যে ফরিশীরা শুনতে পেয়েছে, বাপ্তিষ্মদাতা যোহনের চেয়ে তিনি বেশি লোককে বাপ্তিষ্ম করছেন এবং শিষ্য করছেন।


আমাদের নির্বাসনের ষষ্ঠ বছরের ষষ্ট মাসের পঞ্চম দিনে নির্বাসিত ইহুদীদের নেতৃবৃন্দ আমার ঘরে আমার সঙ্গে বসেছিলেন। অকস্মাৎ, আমি দিব্যভাবে আবিষ্ট হলাম।


তাদের প্রতি তোমার প্রচণ্ড ক্রোধের আগুন আমার বুকেও জ্বলছে। হে প্রভু পরমেশ্বর, আমি যে আর ক্রোধ ধারণ করতে পারছি না। তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, রাস্তায় ছেলেমেয়েদের উপর আর যুবকদের সমাবেশের উপর আমার ক্রোধের আগুন ঢেলে দাও। স্বামী-স্ত্রী, এমন কি অতি বৃদ্ধ-বৃদ্ধারাও রেহাই পাবে না এর রাত থেকে।


প্রভুর শক্তি এলিয়ের উপর ভর করল। তিনি শক্ত করে কোমরে কাপড় জড়িয়ে দৌড়ে আহাবের আগে যিষ্‌রিয়েল গিয়ে পৌঁছালেন।


তাঁরা যখন জল থেকে উঠে এলেন, প্রভুর আত্মা ফিলিপকে অপসারিত করলেন। তিনি ফিলিপকে আর দেখতে পেলেন না। তিনি তখন উৎফুল্ল মনে নিজের গন্তব্য পথে চলে গেলেন।


আর আমি এখান দিয়ে চলে যাবার সঙ্গে সঙ্গে প্রভুর আত্মা যদি আপনাকে কোন অজানা জায়গায় নিয়ে যান? তাহলে, আমি যখন তাঁকে গিয়ে আপনার এখানে থাকার কথা বলব, তারপর এখানে আপনাকে পাওয়া না গেলে, তিনি আমাকে হত্যা করবেন। আপনি তো জানেন ছোটবেলা থেকেই আমি প্রভুর ভক্ত দাস।


প্রভু পরমেশ্বর তাঁর মহাশক্তি আমার উপরে অর্পণ করে আমাকে সাবধান করে দিলেন যেন আমি লোকদের অনুসৃত পথে না যাই। তিনি বললেন,


ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিয়ে গেলেন মন্দিরের পূর্বদিকের দেউড়িতে। দেউড়ির কাছে দেখলাম জনা পঁচিশ লোক। তাঁদের মধ্যে ছিলেন নেতৃস্থানীয় দুজন জননায়ক—অসুরের পুত্র যাসনিয় ও বনায়ের পুত্র প্লটিয়।


আমাদের নির্বাসনে যাওয়ার পঁচিশ বছর পরের কথা। সেদিন ছিল নববর্ষের দশম দিন। আজ থেকে চোদ্দ বছর আগে এই দিনেই জেরুশালেম অধিকৃত হয়েছিল। সেই দিন আমি প্রভু পরমেশ্বরের তেজদীপ্ত প্রত্যক্ষ উপস্থিতি অনুভব করলাম।


প্রভু পরমেশ্বরে আত্মা তখন আমাকে তুলে নিয়ে গেলেন ভিতরের উঠোনে। সেখানে গিয়ে দেখলাম, মন্দিরের ভিতরটা প্রভু পরমেশ্বরের মহিমার আলোক বিভায় পূর্ণ হয়ে গেছে।


আমি তখন সেই দূতের হাত থেকে ক্ষুদ্র পুস্তকটি নিয়ে খেয়ে ফেললাম। আমার মুখে তা ম ধুর মত মিষ্টি লাগল কিন্তু খাওয়ার পর তা আমার উদরকে তিক্ত করে তুলল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন