Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 28:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 আমি তোমার কাছে মহামারী পাঠাব, নগরের পথে পথে বইয়ে দেব রক্তধারা। তুমি আক্রান্ত হবে চতুর্দিক থেকে, তোমার অধিবাসীরা নিহত হবে। তখন তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 আমি তার মধ্যে মহামারী ও তার রন্ধ্রে রন্ধ্রে রক্ত প্রেরণ করবো এবং আহত লোকেরা তার মধ্যে পড়বে, কারণ তলোয়ার চারদিকে তার বিরুদ্ধ হবে, তাতে তারা জানবে যে, আমিই মাবুদ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 আমি তোমার মধ্যে মহামারি পাঠাব এবং তোমার রাস্তায় রক্ত বহাব। চারিদিক থেকে তরোয়ালের আক্রমণের ফলে, আহত লোকেরা তার মধ্যে পতিত হবে। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 আমি তাহার মধ্যে মহামারী ও তাহার চকে চকে রক্ত প্রেরণ করিব, এবং আহত লোকেরা তাহার মধ্যে পতিত হইবে, কারণ খড়্‌গ চারি দিকে তাহার বিরুদ্ধ হইবে, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 আমি সীদোনে রোগ ও মৃত্যু পাঠাব আর শহরের মধ্যে বহু লোক মারা যাবে। খড়্গ শত্রু সৈন্য শহরের বাইরের বহু লোককেও হত্যা করবে। তখন তারা জানবে যে আমিই প্রভু!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 আমি তার মধ্যে মহামারী ও তার রাস্তাগুলোতে রক্ত পাঠাব এবং আহত লোকেরা তার মধ্যে পতিত হবে, কারণ তরোয়াল চারিদিকে তার বিরুদ্ধে হবে, তাতে তারা জানবে যে আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 28:23
13 ক্রস রেফারেন্স  

মহামারী ও হানাহানি দিয়ে আমি তাদের শাস্তি দেব। শিলাবৃষ্টিসহ প্রবল বর্ষণ ও তার সঙ্গে আগুন ও গন্ধক বর্ষণ করব আমি তার ও তার সৈন্যবাহিনীর উপরে এবং তার পক্ষে যে সমস্ত জাতি যোগ দিয়েছিল তাদের উপরে।


সমস্ত জাতির দ্বারা বিধ্বস্ত লুন্ঠিত হবে টায়ার। শহরের ভিতরে যারা থাকবে তারা নিহত হবে আক্রমণকীরাদের অস্ত্রাঘাতে। তখন টায়ার বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমি তাদের ভয়াবহ দণ্ড দেব এবং চরম প্রতিশোধ নেব তাদের উপর তখন তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমি মোয়াবকে শাস্তি দেব। তাতে তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


এইজন্য আমি তোমাকে অন্য জাতির হাতে তুলে দেব। তারা তোমার সব কিছু লুন্ঠন করবে। তোমাকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলব যাতে তুমি আর কোনদিন একটি জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পার, তোমার নিজস্ব দেশ বলে কিছু আর থাকবে না। তখনই তুমি জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর।


এক তৃতীয়াংশ লোক শহরের ভেতরেই মরবে মহামারী আর দুর্ভিক্ষে, এক তৃতীয়াংশ লোক শহরের বাইরে যুদ্ধে মারা পড়বে, আর এক তৃতীয়াংশ লোককে ছত্রভঙ্গ করে চারিদিকে ছড়িয়ে দিয়ে খোলা তরোয়াল নিয়ে তাদের পিছনে ধাওয়া করব।


ওরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে, ‘কোথায় যাব আমরা?’ তখন তাদের বলবে, প্রভু পরমেশ্বর এই কথা বলছেন, মহামারীতে মৃত্যুই যাদের জন্য নির্ধারিত, মহামারীর গ্রাসে পড়ুক ওরা! যুদ্ধে মরণ যাদের জন্য নির্দিষ্ট, যুদ্ধের কবলেই পড়ুক তারা! দুর্ভিক্ষে মৃত্যু যাদের শেষ পরিণতি, দুর্ভিক্ষ গ্রাস করুক তাদের! বন্দীত্বই যাদের জীবনের বিধিলিপি, বন্দীশালাই হোক তাদের শেষ পরিণাম!


তাই, আমি বলছি ব্যাবিলনের অলীক অসার প্রতিমাগুলির জন্য সমুচিত ব্যবস্থা করার কাল আসন্ন। আহত মানুষের গোঙানিতে পূর্ণ হবে দেশের আকাশ বাতাস।


আমি তোমার সন্তানদের হত্যা করার জন্য ক্ষুধা পাঠাব, পাঠাব বন্য জন্তু। আর তোমাদের হত্যা করার জন্য পাঠাব রোগ-তাপ, হিংসার সন্ত্রাস, যুদ্ধ-বিগ্রহ। জেনো, আমি, প্রভু পরমেশ্বরই বলছি একথা।


হে মর্ত্যমানব ভবিষ্যদ্বাণী কর। আনন্দে করতালি দাও কারণ ঐ ন্যায়ের তরবারি এসে আঘাত হানবে বারংবার। এ তরবারি আঘাত হানে, এ তরবারি ভীতি জাগায়, সংহার করে।


হে শাণিত তরবারি, আঘাত কর ডাইনে বাঁয়ে! যেদিকে ফিরবে সেইদিকেই আঘাত করবে।


মিশরে বাধবে যুদ্ধ, সুদানে ঘনাবে মহাসঙ্কট, হত্যার তাণ্ডব চলবে মিশরে, লুন্ঠিত হবে দেশ, পতিত হবে ধ্বংসের করাল গ্রাসে।


উত্তরাঞ্চলের রাজন্যবর্গ আছে সেখানে, সঙ্গে আছে সিদোনীরাও। এক সময় তাদের পরাক্রম আতঙ্ক ছড়িয়েছিল কিন্তু আজ তারা অবজ্ঞার পাত্র হয়ে নেমে গেছে পাতালপুরীর অন্ধকারে, যুদ্ধে নিহত বে-সুন্নতদের মাঝখানে, ভোগ করছে একই দুর্গতি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন