Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 28:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 তাদের গিয়ে বল, আমি সর্বাধিপতি প্রভু তাদের সম্বন্ধে এই কথা বলছি: হে সীদোন, আমি তোমার শত্রু। তোমার প্রতি আমি যে কাজ করব,তার জন্য লোকে আমার প্রশংসা করবে। তোমার অধিবাসীদের সমুচিত দণ্ড দিয়ে আমি যখন দেখিয়ে দেব যে আমি কত পবিত্র তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে সিডন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি তোমার মধ্যে মহিমান্বিত হব; তাতে লোকেরা জানবে যে, আমিই মাবুদ, কেননা আমি সেই নগরকে বিচারসিদ্ধ দণ্ড দেব ও তার মধ্যে পবিত্র বলে মান্য হবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 এবং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘হে সীদোন, আমি তোমার বিপক্ষে, এবং আমি তোমার মধ্যে মহিমান্বিত হব। তাতে তোমরা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি তোমাকে শাস্তি দেব এবং তোমার মধ্যে আমার পবিত্রতা প্রকাশ করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সীদোন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি তোমার মধ্যে মহিমান্বিত হইব; তাহাতে লোকেরা জানিবে যে, আমিই সদাপ্রভু, কেননা আমি সেই নগরকে বিচারসিদ্ধ দণ্ড দিব, ও তাহার মধ্যে পবিত্র বলিয়া মান্য হইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: “‘সীদোন আমি তোমার বিরুদ্ধে! তোমার লোকেরা আমায় সম্মান করতে শিখবে! আমি সীদোনকে শাস্তি দেব। তখন লোকে জানবে যে আমিই প্রভু, আমিই পবিত্র। আর সেই ভাবে আমার সঙ্গে ব্যবহার করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে সীদোন, দেখ, আমি তোমার বিরুদ্ধে; আমি তোমার মধ্যে গৌরবান্বিত হব; তাতে লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তোমার মধ্যে বিচার নিষ্পন্ন করব। আমি আমার পবিত্রতা তোমাকে দেখাব!

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 28:22
32 ক্রস রেফারেন্স  

তাদের কবর দেওয়ার কাজে দেশের প্রত্যেকটি লোক সাহায্য করবে এবং আমার বিজয়ের দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি, সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।


নানা দেশে ছড়িয়ে আছে যে তোমরা, সেইসব দেশ থেকে তোমাদের একত্র করে দেশে ফিরিয়ে আনব। সেদিন তোমাদের নিবেদিত হোমবলি আমি সাদরে গ্রহণ করব। আমিই হব তোমাদের একমাত্র আরাধ্য ঈশ্বর, জাতিবৃন্দ তা দেখবে।


আমি মিশরীদের ক্রোধে এমন উন্মত্ত করে তুলব যে তারা তাদের পিছনে ছুটে যাবে, আর তখন আমি ফারাও ও তার রথী ও অশ্বারোহী সৈন্যদের ধ্বংস করব। এতে লোকে জানবে আমার মহিমা।


আমি ফারাও-এর বুদ্ধি বিকল করে দেব, সে ইসরায়েলীদের আক্রমণ করতে ছুটে যাবে, তখন আমি ফারাও ও তার সেনাবাহিনীকে আক্রমণ করে পরাস্ত করব। তখন লোকে আমার মহিমা বুঝতে পারবে। মিশরীরা তখন জানতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন করল।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ দেখ, আমি তোমার প্রতি বিরূপ, আমি তোমার আবরণ খসিয়ে দেব, সর্বজাতির সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা।


সর্বাধিপতি প্রভু বলেনঃ দেখ, আমি তোমাদের প্রতি বিরূপ, তোমাদের সিংহবাহিনী আমি ভস্মীভূত করব, তোমাদের তরুণ কেশরীরা তরবারি দ্বারা নিহত হবে। তোমাদের লুঠ করে আনা সমস্ত সম্পদ আমি কেড়ে নেব। তোমাদের রাজদূতদের কণ্ঠস্বর আর কখনো শোনা যাবে না।


কার সাধ্য তাঁর ক্রোধের মুখে দাঁড়ায়? কে পারে তাঁর রোষের তেজ সহ্য করতে? আগুনের মত নেমে আসে তাঁর ক্রোধ সেই তেজে শিলারাশি হয় চূর্ণ-বিচূর্ণ।


এইভাবে আমি সমস্ত জাতিকে দেখিয়ে দেব যে, আমি মহান, আমি পরম পবিত্র। তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


তাকে বল, আমি, সর্বাধিপতি প্রভু তার শত্রু।


যে নামের মর্যাদা জাতিবৃন্দের কাছে তোমরা নষ্ট করেছ—সেই মহান নামের পবিত্রতার পরিচয় যখন আমি তাদের কাছে দেব, তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। আমি সর্বাধিপতি প্রভু বলছি, আমি পরম পবিত্র, একথা প্রকাশ করার কাজে তোমাদেরই ব্যবহার করব।


এইভাবে মিশরকে যখন আমি শাস্তি দেব, তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমি তোমার শত্রু, তোমার নীল নদেরও শত্রু। উত্তরে মিগদোল নগর থেকে দক্ষিণে আসুয়ান নগর ও সুদানের সীমানা পর্যন্ত সারা মিশরকে আমি নির্জন ঊষর প্রান্তরে পরিণত করব।


তুমি বল, সর্বাধিপতি প্রভু মিশররাজকে বলছেনঃ হে হিংস্র দানব, তুমি শুয়ে আছ নদীগর্ভে, আমি তোমার শত্রু। তুমি বলে থাক যে, নীল নদী তোমারই নদী। এ নদী তোমার হাতে গড়া।


অতএব আমি, সর্বাধিপতি প্রভু এবার বলছি, হে টায়ার নগরী, আমি তোমার শত্রু। তোমাকে আক্রমণ করার জন্য আমি নিয়ে আসব বহুতর জাতিকে। তারা আসবে সাগর তরঙ্গের মত।


তাদের বল যে আমি, প্রভু পরমেশ্বর তোমাদের শত্রু। ভাল-মন্দ নির্বিশেষে তোমাদের সকলকে আমি আমার কোষ মুক্ত তরবারি দিয়ে সংহার করব।


তাই, আমি সর্বাধিপতি প্রভু, তোমায় বলছি, আজ থেকে আমি জেরুশালেমের শত্রু। সর্বজাতির সমক্ষে আমি জেরুশালেমকে দণ্ড দেব।


হে ব্যাবিলন, তুমি অহঙ্কারে পূর্ণ হয়েছ। তাই আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছি। তোমাকে শাস্তি দেবার সময় হয়ে গেছে।


হে জেরুশালেম, তুমি উপত্যকার উপরে অনেক উঁচুতে সিংহাসনে বসে আছ সমতলভূমির উপরে সমুন্নত পর্বতের মত। আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি বলে থাক, কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। কিম্বা তোমার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ঢুকতে পারবে না।


হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, আসিরীয়দের হাত থেকে আমাদের উদ্ধার কর যেন সমগ্র পৃথিবী জানতে পারে যে তুমিই একমাত্র প্রভু পরমেশ্বর।


লজ্জা ও আতঙ্কে ওরা হোক বিহ্বল, হোক বিধ্বস্ত চরম অপমানে।


ন্যায়বিচার সম্পন্ন করে প্রভু পরমেশ্বর দিয়েছেন আপন পরিচয়, আপন কর্মের ফাঁদে দুর্জন পড়েছে ধরা। হিগ্‌গায়োন সেলা


মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।


মিরিয়াম গান গাইতে লাগলেন, মহাগৌরবে সমুন্নত প্রভু পরমেশ্বর, তাঁর উদ্দেশে গাও গান, অশ্বসহ অশ্বারোহীদের তিনি নিক্ষেপ করেছেন সাগরে


কিন্তু তোমার কাছে আমার শক্তির পরিচয় দেওয়ার জন্য এবং সারা পৃথিবীতে আমার নাম মাহাত্ম্য প্রচারের জন্যই আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি।


হে সমৃদ্ধিশালিনী সীদোন! তোমার মর্যাদা আজ ভূলুন্ঠিত! মহাসাগর তোমাকে পরিত্যাগ করেছে, সে বলছে, সীদোন আমার কেউ নয় কোনদিন আমার কোন সন্তান ছিল না। আমি কোন পুত্র-কন্যাকে প্রতিপালন করি নি।


প্রবল ঝড়ের বেগে সারা দেশ তোলপাড় করে তুমি আমার প্রজা ইসরায়েলীদের আক্রমণ করবে। নিরূপিত সময় উপস্থিত হলে জাতিবৃন্দের কাছে আমার স্বরূপ প্রকাশ করার জন্যই আমি তোমাকে আমার দেশ আক্রমণ করতে পাঠাব। আমার পবিত্রতা প্রমাণ করার জন্যই আমি তোমার মাধ্যমে কাজ করব।


রথী ও অশ্বারোহী সৈন্যসহ ফারাও-কে পরাস্ত করার পর মিশরীরা বুঝতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন