Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 27:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 হারমোন পর্বত থেকে ফার গাছ এনে তক্তা বানিয়েছে তোমার জন্য, লেবানন থেকে সীডার কাঠ এনেছে তোমার মাস্তুল করবে বলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তারা সনীরীয় দেবদারু কাঠ দিয়ে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করেছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করার জন্য লেবানন থেকে এরস গাছ এনেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তারা সনীর থেকে দেবদারু গাছ দিয়ে তোমার সমস্ত তক্তা তৈরি করেছে; লেবাননের সিডার গাছ নিয়ে তোমার জন্য মাস্তুল তৈরি করেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তাহারা সনীরীয় দেবদারু কাষ্ঠে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করিয়াছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করণার্থে লিবানোন হইতে এরস বৃক্ষ গ্রহণ করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তোমার নির্মাতারা তক্তা তৈরী করার জন্য সনীর পর্বত থেকে এরস কাঠ এনে ব্যবহার করত। তারা লিবানোনের এরস গাছ ব্যবহার করে তোমার মাস্তুল তৈরী করত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তারা সনীরীয় দেবদারু কাঠে তোমার সমস্ত তক্তা তৈরী করেছে, তোমার জন্য মাস্তুল তৈরী করার জন্যে লিবানোন থেকে এরস গাছ গ্রহণ করেছে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 27:5
11 ক্রস রেফারেন্স  

(সীদোনের লোকেরা হার্মোন পর্বতকে বলে সিরিয়োন এবং ইমোরীরা বলে সেনীর)।


দেবদারু ও লেবাননের সীডার তরু রাজার পতনে উল্লসিত, কারণ তাদের ছেদন করত যে, সে আর নাই, পতন হয়েছে তার!


ওগো বঁধু, মোর চলে এস মোর সাথে, লেবাননের পর্বত নিলয় ছাড়ি এস নেমে আমানার শৈলচূড়া হতে, শেণীর ও হার্মোণ গিরিশিখর হতে নেমে এস, সিংহ ও চিতার আস্তানা সেথায়।


লেবাননের সীডার বৃক্ষরাজির উপর সিঞ্চিত হয় পর্যাপ্ত বারিধারা যে বৃক্ষ প্রভু পরমেশ্বর রোপণ করেছেন আপন হাতে।


ধার্মিক ব্যক্তি সমৃদ্ধ হবে তালবৃক্ষের মত, লেবাননের সীডার বৃক্ষের মত সে হবে উন্নত শির!


প্রভুর তর্জনে ভেঙ্গে পড়ে দেবদারু বৃক্ষ, বিধ্বস্ত হয় লেবাননের দেবদারু বন।


কাজেই, আমার জন্য লেবানন পাহাড়ে সীডার বৃক্ষ কাটতে আপনার লোকদের আদেশ দিন। আমার লোকেরা আপনার লোকদের সঙ্গে কাজ করবে। আপনার লোকদের জন্য আপনি যে মজুরী ঠিক করে দেবেন, আমি তা-ই দেব। কারণ আপনি ভাল করেই জানেন, কাঠ কাটার ব্যাপারে আপনার সীদোনী লোকদের মত আমাদের লোকেরা দক্ষ নয়।


টায়ারের রাজা হীরাম ছিলেন দাউদের চিরদিনের বন্ধু। তিনি যখন শুনলেন শলোমন তাঁর পিতার সিংহাসনে অভিষিক্ত হয়েছেন তখন তিনি তাঁর কাছে রাজদূত পাঠালেন।


পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর লোকেরা বাশান প্রদেশের উত্তরে বেল-হারমোন, সনির এবং হারমোন পর্বত পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বসতি স্থাপন করে। তাদের জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল।


সমুদ্র তোমার বাসভূমি, তোমার শিল্পীরা তোমায় গড়েছে অপরূপ এক তরীর রূপসজ্জায়।


কাজেই স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ ও লৌহের কারুকার্য এবং নীল, বেগুনী ও লাল কাপড়ের উপর সূচি শিল্প নিপুণ এক শিল্পীকে আমার কাছে পাঠিয়ে দিন। সে আমার পিতার মনোনীত যিহুদীয়া ও জেরুশালেমের শিল্পীদের সঙ্গে কাজ করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন