Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 26:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 প্রাচীর ভাঙ্গার যন্ত্র দিয়ে তারা তোমার প্রাচীর ভেঙ্গে ফেলবে, লৌহদণ্ড দিয়ে গুঁড়িয়ে দেবে তোমার সমস্ত মিনার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর সে তোমার প্রাচীরে উচ্চগৃহ-ভেদক যন্ত্র স্থাপন করবে ও তার ধারালো অস্ত্র দ্বারা তোমার উচ্চগৃহগুলো ভেঙ্গে ফেলবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 সে প্রাচীর ভাঙার যন্ত্র দিয়ে তোমার প্রাচীরে আঘাত করবে তার অস্ত্রগুলি দিয়ে তোমার উঁচু দুর্গগুলি ধ্বংস করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর সে তোমার প্রাচীরে দুর্গভেদক যন্ত্র স্থাপন করিবে, ও আপন তীক্ষ্ণ অস্ত্র দ্বারা তোমার উচ্চগৃহ সকল ভাঙ্গিয়া ফেলিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সে প্রাচীর—ভেদক যন্ত্র নিয়ে আসবে ও তীক্ষ্ণ অস্ত্র দিয়ে তোমাদের মিনারগুলো ভেঙে ফেলবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 আর সে তোমার দেয়ালে সংঘাত করবে ও নিজের তীক্ষ্ণ অস্ত্র দ্বারা তোমার উচ্চগৃহ সব ভেঙে ফেলব।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 26:9
5 ক্রস রেফারেন্স  

জেরুশালেমে তিনি তাঁর কুশলী কর্মীদের দিয়ে ইঞ্জিন তৈরী করিয়ে মিনার ও নগর প্রাচীরের উপরের কোণে স্থাপন করেন যাতে সেই যন্ত্রগুলি দিয়ে তীর ও বড় বড় পাথর নিক্ষেপ করা যায়। তাঁর খ্যাতি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং ঈশ্বরের সাহায্যে তিনি প্রবল পরাক্রান্ত হয়েছিলেন।


ঐ দেখ! এবার তার ডান হাতে ধরা রয়েছে একটি বাণ—তাতে লেখা আছে ‘জেরুশালেম’। এর থেকে সে সদম্ভে জেরুশালেমের দিকে এগিয়ে যাবার নির্দেশ পেয়েছে। সেখানে মাটির টিলা ও বুরুজ তৈরী করার, যুদ্ধের জন্য হুঙ্কার তোলার ও পরিখা খনন করার নির্দেশ পেয়েছে।


তারা ধ্বংস করবে তোমার নগর প্রাকার, ভেঙ্গে ফেলবে সমস্ত মিনার। তারপর আমি ঝেঁটিয়ে ফেলে দেব সমস্ত ধূলারাশি, সেখানে প্রকট হয়ে থাকবে নগ্ন পাষাণ।


শহরের মধ্যে যারা থাকবে, তারা যুদ্ধে নিহত হবে। শত্রুরা পরিখা খনন করবে, গড়বে মাটির বুরুজ আর টিলা। আত্মরক্ষার জন্য গড়বে মাটির অবরোধ প্রাচীর।


তাদের অশ্বক্ষুরের আঘাতে ধূলিমেঘ উঠে ঢেকে ফেলবে তোমাকে। তোমার বিধ্বস্ত নগরীর তোরণদ্বার দিয়ে তাদের অশ্ববাহিনীর শকট ও রথ টেনে নিয়ে যাওয়ার ভীষণ আওয়াজে তোমার দেওয়ালগুলি দুলে উঠবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন