Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 26:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 এখন তার পতনের দিনে সাগর মেখলা দ্বীপমালা আতঙ্কে বিহ্বল, এমন ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে তার অধিবাসীরাও ভীত চকিত, অভিভূত!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 এখন তোমার পতনের দিনে উপকূলগুলো কাঁপছে, তোমার শেষগতিতে সমুদ্রস্থিত দ্বীপগুলো ভীষণ ভয় পাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 এখন তোমার পতনের দিনে উপকূল কাঁপছে; সমুদ্রের দ্বীপ সকল তোমার পতনে আতঙ্কগ্রস্ত।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 এখন তোমার পতনের দিনে উপকূল সকল কাঁপিতেছে, তোমার শেষগতিতে সমুদ্রস্থিত দ্বীপ সকল বিহ্বল হইতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 এখন তোমার পতনের দিনে উপকূলের দেশগুলো ভয়ে কাঁপবে। তুমি উপকূলে বহু উপনিবেশ স্থাপন করেছিলে। ভীত হবে ঐ লোকরা তোমার পতন হলে!’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 এখন তোমার পতনের দিনের উপকূল সব কাঁপছে, তোমার চলে যাওয়াতে সমুদ্রে অবস্থিত দ্বীপ সব আতঙ্কগ্রস্থ হয়েছে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 26:18
9 ক্রস রেফারেন্স  

সর্বাধিপতি প্রভু টায়ার নগরীকে একথাই বলতে চানঃ যখন তুমি পরাজিত হতে থাকবে তখন সমুদ্রের উপকুলবাসী মানুষেরা হত্যালীলার তাণ্ডবে নিহতের বীভৎস আর্তনাদে আতঙ্কগ্রস্ত হবে।


উপকূলবাসী সকলে তোমার এই দুর্ভাগ্যের আকস্মিক আঘাতে বিমূঢ়, বিচলিত। এমনকি নৃপতিবৃন্দও আতঙ্কে বিহ্বল, তাদের মুখে ভীতির ছাপ সুস্পষ্ট।


সুদূরের দেশবাসী সকলে দেখেছিল সভয়ে আমার সংঘটিত সকল কর্ম, ভয়ে, ত্রাসে হয়েছিল তারা কম্পিত বিহ্বল। তাই একত্রে মিলিত হল তারা।


ইদোমের পতনের সময় এমন কোলাহল হবে যে সারা পৃথিবী কেঁপে উঠবে এবং সূফ সাগর পর্যন্ত শোনা যাবে মানুষের ভয়ার্ত চীৎকার।


ব্যাবিলনের পতনকালে এমনই ভয়াবহ কোলাহল উঠবে যাতে কেঁপে উঠবে সমগ্র জগৎ। অন্যান্য জাতিসমূহ শুনবে তাদের আর্ত চীৎকার।


সর্বাধিপতি প্রভু এই কথা বলেনঃ ঐ বৃক্ষ যেদিন মৃত্যুলোকে গমন করবে, সেইদিন শোকের চিহ্নরূপে ভূগর্ভের জলস্রোতকে আমি রুদ্ধ করে দেব, রোধ করব নদীর উৎসমুখ, বন্ধ করে দেব ঝরণার প্রবাহ। কারণ বৃক্ষটি মারা গেছে। লেবাননের পর্বতমালার ওপর নেমে আসবে অন্ধকার, বনভূমির সমস্ত গাছপালা শুকিয়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন