Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 25:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, সে কথায় মনোযোগ দিতে বল: আমার মন্দিরকে অশুচি হতে দেখে তোমরা উৎফুল্ল হয়েছিলে, ইসরায়েল দেশকে ধ্বংস হতে দেখে এবং যিহুদীয়ার মানুষকে নির্বাসনে যেতে দেখে তোমরা আনন্দিত হয়েছিলে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তুমি অম্মোনীয়দেরকে বল, তোমরা সার্বভৌম মাবুদের কালাম শোন। সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি আমার পবিত্র স্থান অপবিত্র করা হয়েছে দেখে তার বিষয়ে, ইসরাইল-ভূমি ধ্বংস হতে দেখে তার বিষয়ে এবং এহুদা-কুল বন্দী হয়ে যাত্রা করেছে দেখে তার বিষয়ে, বলেছ, ‘বাহবা, বাহবা’;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভুর এই কথা শোনো। সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যেহেতু তোমরা আমার পবিত্রস্থানের উপর “বাহবা!” বলেছিলে যখন সেই জায়গা অপবিত্র হতে দেখেছিলে ও ইস্রায়েল দেশকে পতিত জমি হতে দেখেছিলে এবং যিহূদার লোকদের বন্দি হয়ে নির্বাসনে যেতে দেখেছিলে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তুমি অম্মোন-সন্তানদিগকে বল, তোমরা প্রভু সদাপ্রভুর বাক্য শুন। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার ধর্ম্মধাম অপবিত্রীকৃত দেখিয়া তাহার বিষয়ে, ইস্রায়েল-ভূমি ধ্বংসিত দেখিয়া তাহার বিষয়ে, এবং যিহূদা-কুল বন্দি হইয়া যাত্রা করিয়াছে দেখিয়া তাহার বিষয়ে, বলিয়াছ, ‘বাহবা, বাহবা’;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 অম্মোন লোকদের বল: আমার প্রভু, আমার সদাপ্রভুর বাক্য শোন! আমার প্রভু সদাপ্রভু এই কথা বলেন: যখন আমার পবিত্র স্থান ধ্বংস হয়েছিল তখন তোমরা আনন্দিত হয়েছিলে। ইস্রায়েলের ভূমি কলূষিত হলে তোমরা তার বিরুদ্ধে গেলে। যিহূদা পরিবারের লোকদের বন্দী করে নিয়ে যাবার সময়ে তোমরা তাদের বিরুদ্ধে গেলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তুমি অম্মোন-সন্তানদেরকে বল, ‘প্রভু সদাপ্রভুর বাক্য শোন। এই বাক্য যা সদাপ্রভু বলেন, তুমি বলেছো “আহা” আমার পবিত্র স্থান যখন অপবিত্র হয়েছিল, ইস্রায়েল-ভূমি যখন জনশূন্য ছিল এবং যিহূদা-কুল যখন তাদের নির্বাসিত হয়েছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 25:3
16 ক্রস রেফারেন্স  

হে মর্ত্যমানব, ইসরায়েলের পর্বতরাজিকে বল: আমি, সর্বাধিপতি প্রভু যা তাদের বলছি, সেই কথা তোমরা শোন। ইসরায়েলের শত্রুরা উল্লসিত হয়ে বলছে, সুপ্রাচীন পর্বতমালা এবার আমাদের কুক্ষিগত!


দীনহীনকে যে উপহাস করে, সে তার স্রষ্টাকেই ব্যঙ্গ করে। অন্যের বিপদে যে আনন্দিত হয় তার দণ্ড অনিবার্য।


হে আমার বৈরী, আমার বিপক্ষে করো না উল্লাস, আমার পতন হলেও আমি উঠে দাঁড়াব, অন্ধকারে বাস করলেও প্রভুই হবেন আমার আলোক।


সর্বাধিপতি প্রভু এই কথা বলেন, তুমি আনন্দে হাততালি দিয়েছ, লাফিয়ে বেড়িয়েছ। তুমি ইসরায়েলভূমিকে আচ্ছিল্য করেছ, ঘৃণা করেছ।


সর্বাধিপতি প্রভু বলেছেন, যেহেতু মোয়াব বলেছে যে যিহুদীয়া অন্যান্য আর সমস্ত জাতির মতই,


হাসো তোমরা ইদোম ও ঊষনিবাসী সকলে, মত্ত হও মদিরায়, উল্লাসে হও বিহ্বল, স্খলিত হবে বসন তোমাদের, অচেতনে লজ্জা হবে অনাবৃত।


হে মর্ত্যমানব, ভবিষ্যদ্বাণী কর। যে আম্মোন নিবাসীরা ইসরায়েলীদের অপমান করছে, আমি, সর্বাধিপতি প্রভু সেই আম্মোন নিবাসীদের যা বলছি—ঘোষণা কর: একটি তরবারি সংহারের জন্য উদ্যত, বিদ্যুতের মত ঝলসে উঠে হত্যার জন্য শাণিত।


ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, সর্বাধিপতি প্রভু বলেছেনঃ মোয়াবের বিদ্রূপ ও আম্মোনের কটূক্তি আমি শুনেছি। তারা আমার প্রজাদের উপহাস করেছে, তাদের দেশ জোর করে দখল করারহুমকি দিচ্ছে।


ইসরায়েলীরা চাষবাস করলে মিদিয়নী, অমালেকী এবং পূর্বাঞ্চলের অন্যান্য জাতির লোকেরা এসে তাদের উপর নানারকম উৎপাত করত,


ওরা আমার বিরুদ্ধে অভিযােগ করে, উচ্চস্বরে বিদ্রূপ করে বলে আমায়,‘তোমার সব কীর্তিই দেখেছি আমরা!’


ভগ্নস্তূপে পরিণত আজ নির্জন জেরুশালেম সখেদে স্মরণ করে তার গৌরবময় অতীতের বৈভব। যেদিন শত্রুর পদতলে সে হয়েছিল ধরাশায়ী, সাহায্য করেনি কেউ তাকে, তার পতনে বিজয়ী বীরের দল ব্যঙ্গ উল্লাসে হয়েছিল মত্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন