Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 24:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 সর্বাধিপতি প্রভু বলেন, নরঘাতকের এই নগরীর বিনাশ আসন্ন। এ নগরী অপরিচ্ছন্ন কালিমাখা একটি রন্ধন পাত্রের মত। একটি একটি করে সব মাংসের টুকরো তার থেকে তুলে নেওয়া হয়েছে, একটাও পড়ে নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, ধিক্‌ সেই রক্তপূর্ণা পুরীকে, সেই হাঁড়িকে, যার মধ্যে কলঙ্ক আছে ও যার কলঙ্ক তার মধ্য থেকে বের হয় নি! তুমি খণ্ড খণ্ড করে তার সমুদয় বের কর, তার বিষয়ে গুলিবাঁট করা হয় নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 “ ‘কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘ধিক্ সেই রক্তপাতকারী নগরকে, সে যেন একটি হাঁড়ি যাতে ময়লার স্তর পড়ে গেছে, যা পরিষ্কার হবে না! তাদের বিষয় গুটিকাপাত না করে একটি একটি করে মাংস বের করে খালি করো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক্‌ সেই রক্তপূর্ণা পুরীকে, সেই হাঁড়ীকে, যাহার মধ্যে কলঙ্ক আছে, ও যাহার কলঙ্ক তাহার মধ্য হইতে বাহির হয় নাই! তুমি খণ্ড খণ্ড করিয়া তাহার সমুদয় বাহির কর, তাহার বিষয়ে গুলিবাঁট করা হয় নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 “‘প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “জেরুশালেমের পক্ষে এটা প্রাণনাশক হবে। নিধনকারী শহরের পক্ষে এটা হবে অমঙ্গলজনক। জেরুশালেম মরচে পড়া হাঁড়ির মত। মরচের ঐ দাগগুলি মোছা যাবে না! সেই পাত্র পরিষ্কার নয়। তাই তুমি অবশ্যই হাঁড়ির ভেতরের প্রত্যেকটা মাংসের টুকরো বার করে নেবে! ঐ মাংস খেও না! আর যাজকদেরও সেই মন্দ মাংস বাছতে দিও না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 অতএব প্রভু সদাপ্রভু এ কথা বলেন, ধিক্‌ সেই রক্তে পূর্ণ শহরকে, সেই হাঁড়ীকে, যার মধ্যে কলঙ্ক আছে ও যার কলঙ্ক তার ভেতর থেকে বের হবে না। এটা থেকে টুকরো টুকরো করে নাও কিন্তু গণনা করা হয়নি।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 24:6
33 ক্রস রেফারেন্স  

হে মর্ত্যমানব, নরঘাতকে পূর্ণ এই মহানগরীর বিচার করার জন্য তুমি কি প্রস্তুত? তাহলে তার সমস্ত জঘন্য অনাচারের কথা তাকে জানিয়ে দাও।


ধিক্‌ এই রক্তপিপাসু নগরী! অলীকতা ও দৌরাত্ম্যে পরিপূর্ণ, উপদ্রবের শেষ নেই এখানে।


কিন্তু তবু তার পতন হল। থিবিসবাসীকে তারা নিয়ে গেল নির্বাসনে। পথের মোড়ে মোড়ে তাদের শিশু সন্তানদের আছড়ে মেরে ফেলবে তারা। তাদের নেতৃস্থানীয় সম্ভ্রান্ত লোকদের শৃঙ্খলিত করে নিয়ে গেল, তারা তাদের ভাগ-বাঁটোয়ারা করে নিল নিজেদের মধ্যে।


সৎ ব্যক্তি লুপ্ত হয়েছে দেশ থেকে মানব সমাজে ন্যায়নিষ্ঠ কেউ নেই সকলেই ওৎ পেতে রয়েছে খুনোখুনির জন্য, পরস্পরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে প্রত্যেকেই।


যেদিন বিজাতীয়েরা তার সম্পদ লুণ্ঠন করেছিল সেদিন তুমি দূরে দাঁড়িয়ে দেখেছিলে। বিদেশীরা তার নগরগুলিতে প্রবেশ করেছিল, জেরুশালেম দখল নিয়ে পাশা চেলেছিল, তাদের চেয়ে তুমি কোন অংশেই কম নও।


তাদের মধ্যে সরকারি কর্মীরাও নেকড়ের মত তাদের শিকার করা জন্তুর মাংস ছিঁড়ছে। ধনী হবার জন্য তারা নরহত্যা করে।


বিশেষ করে জেরুশালেমে নির্দোষের রক্তপাতের জন্যই প্রভু পরমেশ্বর মনঃশিকে ক্ষমা করেন নি।


পৃথিবীতে নিহত সকলর নবী ও পুণ্যাত্মাররক্ত ঝরেছে তোমার মাঝে।”


আমি দেখলাম, সেই নারী ঈশ্বরভক্ত পুণ্যাত্মা ও যীশুর অনুগামী শহীদদের রক্তপানে প্রমত্তা। তাকে দেখে আমি ভীষণ বিস্মিত হলাম।


আর এভাবে ধার্মিক হেবলের রক্তপাত থেকে শুরু করে বরখিয়ের পুত্র সখরিয় যাঁকে তোমরা মন্দির ও যজ্ঞবেদীর মাঝখানে হত্যা করেছিলে-তাঁর রক্তপাত পর্যন্ত পৃথিবীতে যত নির্দোষ রক্ত পাত হয়েছে, তার সমস্ত দায় তোমাদের উপর বর্তাবে।


পরে নাবিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এস, আমরা পাশার ঘুঁটি চেলে দেখি, কার দোষে আমাদের এই বিপদ ঘটেছে। ঘুঁটি চেলে দেখা গেল, যোনার নাম উঠেছে।


পাশা চেলে আমার প্রজাদের উপর অধিকার ভাগ করে নিয়েছ, বালকবালিকাদের ক্রীতদাসরূপে বিক্রয় করে সেই অর্থ তারা গণিকা ও সুরার জন্য ব্যয় করেছে,


সর্বাধিপতি প্রভু বলেন, নরঘাতকের এই নগরীর বিনাশ আসন্ন। আমি নিজের হাতে জ্বালানী কাঠ এনে সাজাব।


তোমাদের মধ্যে কিছু লোক ঘুষ নিয়ে নরহত্যার আদেশ দেয়। কিছু লোক আবার স্বজাতি ইসরায়েলীদেরও সুদে ঋণ দেয় এবং সেই সুযোগে ধনী হয়। তোমরা আমাকে পরিত্যাগ করেছ—একথা বলেছেন প্রভু পরমেশ্বর।


তোমরা আমার বিধি-বিধান ও অনুশাসন অমান্য করে প্রতিবেশী জাতিগুলির ক্রিয়াকলাপ ও বিধি-বিধান পালন করছ। সেইজন্য ইসরায়েল দেশের যেখানেই তোমরা যাও না কের, আমার হাত থেকে তোমাদের রেহাই নেই। আমি তোমাদের শাস্তি দেবই। রান্নার হাঁড়ির মধ্যে মাংস যেমন সুরক্ষিত থাকে, এই নগরী সেইভাবে তোমাদের রক্ষা করবে না। তখনই তোমরা বুঝবে আমিই সেই প্রভু পরমেশ্বর।


আগুনের চুল্লী ভয়ানকভাবে জ্বলছে, কিন্তু ধাতুর বর্জ্য পদার্থ গলে না, গড়িয়ে পড়ে না। আমার প্রজাদের সংশোধন করা বৃথা কারণ যারা মন্দ, তাদের শাসন করা যায় না।


তার উপরে, মনঃশি বহু নিরপরাধ লোককে হত্যা করে জেরুশালেমে রক্তবন্যা বইয়ে দিয়েছিলেন। যিহুদীয়ার লোকদের প্রতিমা পূজায় লিপ্ত করে প্রভুর কাছে যে পাপ তিনি করেছিলেন তার সাথে এই পাপও যুক্ত হয়েছিল।


তিনি মোয়াবের বন্দীদের তিন ভাগ করে তিন সারিতে মাটিতে শোয়ালেন, দুভাগ লোককে হত্যা করলেন এবং একভাগ লোককে বাঁচিয়ে রাখলেন। তারাই দাউদের বশ্যতা স্বীকার করে তাঁকে কর দিতে লাগল।


যিহোশূয় এবারে বললেন, তোমরা এখন গুহার মুখ খুলে ঐ পাঁচজন রাজাকে বার করে আমার কাছে নিয়ে এস।


পরমেশ্বরের নির্দেশেই যিহুদীয়ার ভাগ্যে এই ঘটনা ঘটেছিল। যিহুদীয়ার অধিবাসীদের নিজের সান্নিধ্য থেকে বিতাড়িত করার জন্য তিনি এই কাজ করেছিলেন। এর কারণ রাজা মনঃশির পাপ তাঁর সকল দুষ্কর্ম,


তারা বলে, অল্পদিনের মধ্যেই আমরা আবার আমাদের ঘরদুয়ার গড়ে তুলব। এই নগরী যেন আজ বিরাট এক রান্নার হাঁড়ি হয়ে উঠেছে, আর আমরা যেন তার মধ্যে মাংসের মত পাক হচ্ছি। কিন্তু তাহলেও এই হাঁড়ি আমাদের সরাসরি আগুনের হাত থেকে রক্ষা করছে।


আমি, সর্বাধিপতি প্রভু যা বলছি, তাকে জানিয়ে দাও: তোমার স্বজাতির অসংখ্য মানুষকে হত্যা ও অলীক মূর্তিপূজা করে নিজেকে অশুচি করার অপরাধে তোমার সর্বনাশ ঘনিয়ে এসেছে।


আমি সর্বাধিপতি প্রভু যে রূপক কাহিনী বলছি, আমার অবাধ্য প্রজাদের কাছে গিয়ে এই কাহিনী বল। উনুনে হাঁড়ি চড়াও, জল ভরে দাও তাতে।


তোমাদের সাজসরঞ্জামের সঙ্গে একটি খন্তা থাকবে, মলত্যাগের জন্য সেটি দিয়ে একটি গর্ত খুঁড়বে এবং তার মধ্যে মলত্যাগ করে মাটি ঢাকা দেবে।


প্রচুর সাবান দিয়ে ধুলেও মুছবে না সে পাপ, আমি তোমার পাপের কলঙ্ক দেখতে পাব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন