Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 24:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 যদিও অগ্নিশিখায় সমস্ত কলঙ্ক উঠবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 সে পরিশ্রমে ক্লান্ত হয়েছে, তবুও তার কলঙ্কের পুরু স্তর তার মধ্য থেকে পরিস্কার করা যায় নি, সেজন্য তা আগুনে ফেলে দেওয়া হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 সব চেষ্টার কোনও ফল হয়নি; তার ময়লার পুরু স্তর পরিষ্কার করা যায়নি, এমনকি আগুন দিয়েও নয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 সে পরিশ্রমে ক্লান্ত হইয়াছে, তথাপি তাহার বিষম কলঙ্ক তাহার মধ্য হইতে নির্গত হয় না, তাহার কলঙ্ক অগ্নিসাৎ হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 “‘ঐ দাগগুলো ধুয়ে ফেলতে জেরুশালেমকে প্রচুর খাটতে হবে। কিন্তু সেই “মরচে” যাবে না! কেবল আগুনই (শাস্তি) সেই মরচে দূর করতে সক্ষম হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 সে পরিশ্রমে ক্লান্ত হয়েছে, কারণ তার কলঙ্ক তার ভেতর থেকে আগুনের দ্বারা বের হয়নি।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 24:12
19 ক্রস রেফারেন্স  

তারা সকলেই বিপথে পরিচালিত করে তাদের বন্ধুদের, সত্য কথা বলে না কেউ, মিথ্যার অনুশীলনে তারা জিহ্বাকে করেছে পটু, পাপাচার তারা করবে না পরিত্যাগ, করবে না অনুতাপও। একের পর এক চরম অন্যায় তারা করে চলে, একটি প্রতারণা অনুসরণ করে আর একটিকে, তারা জানতে চায় না আমায়–—বলেন প্রভু পরমেশ্বর।


তোমাদের যুদ্ধ-বন্দীরা প্রাণপাত করে যা কিছু গড়ে তুলেছে, সবই যাবে অগ্নির করাল গ্রাসে, ব্যর্থ হবে সব পরিশ্রম। সর্বাধিপতি প্রভুর নির্ধারিত এই-ই তোমাদের বিধিলিপি!


পরাক্রান্ত ব্যাবিলনের প্রাকার ধূলায় পড়বে ভেঙে, পুড়ে যাবে তার সুউচ্চ তোরণদ্বার। সমস্ত জাতির কর্মপ্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, তাদের সকল চেষ্টা লেলিহান অগ্নিশিখায় ভস্ম হয়ে গেছে একেবারে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


প্রভু পরমেশ্বর চান বিশ্বস্ততা, তিনি আঘাত করলেন তোমাদের, তবু তোমরা গ্রাহ্য করলে না। তিনি তোমাদের বিপর্যস্ত করলেন, তবু তোমরা সংশোধন করলে না নিজেদের। চরম ঔদ্ধত্যে একগুঁয়েমি করলে, ফিরে এলে না পাপের পথ থেকে।


দুটি পাপ করেছে আমার প্রজারা; তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেছে, ত্যাগ করেছে নিরন্তর উৎসারিত জলের প্রস্রবণ, আর মাটি খুঁড়ে তৈরি করেছে জলাধার, যাতে ফাটল ধরেছে, জল থাকে না সেখানে।


জেরুশালেম তোমার ভ্রষ্টাচার তোমাকে অশুচি করেছে। যদিও আমি অনেক চেষ্টা করেছি তোমাকে শুচি করতে, তবুও তুমি অশুচিই রয়ে গেলে। যতক্ষণ না তুমি আমার চরম ক্রোধের জ্বালা অনুভব করতে পারছ ততক্ষণ তুমি শুচি হবে না।


সর্বাধিপতি প্রভু বলেন, নরঘাতকের এই নগরীর বিনাশ আসন্ন। এ নগরী অপরিচ্ছন্ন কালিমাখা একটি রন্ধন পাত্রের মত। একটি একটি করে সব মাংসের টুকরো তার থেকে তুলে নেওয়া হয়েছে, একটাও পড়ে নেই।


এদের পরামর্শ সত্ত্বেও তুমি শক্তিহীন। এবার এগিয়ে আসুক তোমার জ্যোতিষীবর্গ রক্ষা করুক তোমাকে, আসুক জ্যোতির্বিজ্ঞানীরা, যারা গণনা করে রাশিচক্রের ফলাফল, বলে দেয় আগামী প্রতি মাসের ঘটনার কথা।


কেন তোমরা বিদ্রোহ করে চলেছ? তোমরা কি আরও বেশী শাস্তি পেতে চাও? হে ইসরায়েল, এরই মধ্যে তোমার মাথা ক্ষতে ভরে গেছে, তোমার হৃদয় ও মন আঘাতে জর্জরিত।


শিশুকাল থেকেই মানুষের চিন্তা ভাবনা যত মন্দই হোক না কেন, আমি তাদের অপরাধে ভূমিকে আর অভিশপ্ত করব না, শৈশব থেকেই তো মানুষের অন্তরের ভাবনা-কল্পনা মন্দ। যেভাবে সকল প্রাণীকে আমি সংহার করেছি সেভাবে আর কখনও করব না।


ইসরায়েলের সমস্ত কাজই অর্থহীন, ধ্বংসই তার পরিণাম। মিথ্যাচার ও উপদ্রবের মাত্রা তারা বাড়িয়ে চলে। আসিরিয়ার সঙ্গে তারা সন্ধি করে, আবার মিশরে নিয়ে যায় তৈল সম্ভার।


আগুনের চুল্লী ভয়ানকভাবে জ্বলছে, কিন্তু ধাতুর বর্জ্য পদার্থ গলে না, গড়িয়ে পড়ে না। আমার প্রজাদের সংশোধন করা বৃথা কারণ যারা মন্দ, তাদের শাসন করা যায় না।


তিনি যা ঘৃণা করেন সেই কাজ তিনি তোমাকে করতে দেখেছেন। ব্যভিচারী পুরুষ যেভাবে পরস্ত্রীর পিছনে ছোটে, সেইভাবে তিনি তোমাদের পাহাড়ের উপরে ও মাঠে বিদেশীদের আরাধ্য দেবতাদের অনুসরণ করতে দেখেছেন। হে জেরুশালেমবাসী, তোমাদের ধ্বংস আসন্ন। কবে তোমাদের চৈতন্য হবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন