Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 23:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তাই আমি তার বহুকাঙ্ক্ষিতদের হাতেই তুলে দিয়েছিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 এজন্য আমি তার প্রেমিকদের হাতে— সে যাদের প্রতি কামাসক্তা ছিল, সেই আসেরীয়দের হাতে তাকে তুলে দিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 “সেইজন্য আমি তাকে তার প্রেমিকদের হাতে ছেড়ে দিলাম, সেই আসিরীয়দের, যাদের সে কামনা করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 এই জন্য আমি তাহার প্রেমিকদের হস্তে,—সে যাহাদিগেতে কামাসক্তা ছিল, সেই অশূর-সন্তানদের হস্তে তাহাকে সমর্পণ করিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তাই আমি তাকে তার প্রেমিকদের হাতে ছেড়ে দিলাম। সে অশূরীয়কে চেয়েছিল, আমি তাকে তা দিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 এই জন্য আমি তার প্রেমিকদের হাতে সে যাদের সঙ্গে কামাসক্তা ছিল, সেই অশূর-সন্তানদের হাতে তাকে সমর্পণ করলাম।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 23:9
13 ক্রস রেফারেন্স  

তবু তারা আমার কাছে ফিরে আসতে চাইল না। তাই তাদের আবার মিশরে ফিরে যেতে হবে, এবং আসিরিয়া হবে তাদের অধিপতি।


শেষ পর্যন্ত নবীদের মাধ্যমে পরমেশ্বর তাদের সতর্ক করে যে কথা বলেছিলেন, তাই-ই করলেন। তাদের তিনি নিজের সান্নিধ্য থেকে দূর করে দিলেন। তাই, ইসরায়েলীরা আসিরিয়ায় নির্বাসিত হল, আজও তারা সেখানেই আছে।


ইসরায়েলরাজ পেকাহ্-র আমলে আসিরিয়ার সম্রাট তিগলাৎ পিলেশর ইয়োন, আবেল-বেথ-মাখা, জানোহ্, কেদেশ, হাৎসোর এবং গিলিয়দ, গালীল ও নপ্তালি অঞ্চল অধিকার করেন এবং সেখানকার লোকদের বন্দী করে আসিরিয়ায় নিয়ে যান।


তুমি যে পশু ও দশটি শিং দেখলে তারা সকলে ঐ বারাঙ্গনাকে ঘৃণা করবে, তাকে সর্বস্বান্ত ও নগ্ন করবে, তার মাংস খাবে ও তাকে আগুনে পুড়িয়ে মারবে।


তাই ঈশ্বর আসিরিয়ার সম্রাট পুলকে (ইনি তিগ্‌লাৎ পিলেশর নামেও খ্যাত) দিয়ে তাদের দেশ আক্রমণ করালেন। তিনি রূবেণ, গাদ ও পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর লোকদের নির্বাসিত করলেন এবং তাদের গোশন নদীর তীরে হেলহ্‌, হাবোর ও হারা অঞ্চলে স্থায়ীভাবে বসতি করালেন।


হে জেরুশালেম, ধ্বংস হয়ে গেলে তুমি! কেন তুমি ধারণ করেছ অঙ্গে রক্তিম বসন? কেন ভূষিত হয়েছ রত্নখচিত অলঙ্কারে? কেনই বা এঁকেছ নয়নে অঞ্জনলেখা? বৃথাই তুমি নিজেকে অপরূপা করে তুলেছ। তোমার প্রণয়ীরা প্রত্যাখ্যান করেছে তোমায়, এখন তারা তোমায় হত্যা করতে চায়।


এই জন্য আমি তোমার পূর্ব প্রণয়ীদের —যাদের তুমি ভালবাসতে এবং যাদের তুমি ঘৃণা করতে—সকলকে একত্র করে নিয়ে আসব। তারা তোমাকে ঘিরে থাকবে, আর তখনই আমি তোমার বস্ত্র হরণ করব, সবার সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা।


তারপর সে প্রকাশ্যে পতিতাবৃত্তি শুরু করল এবং সকলের কাছে বারাঙ্গানারূপে পরিচিত হল। তার বোনের উপর আমি যেমন বিরক্ত হয়েছিলাম, তার উপরেও তেমনি বিরক্ত হয়ে উঠলাম।


অতএব অহলিবা, আমি সর্বাধিপতি প্রভু তোমাকে বলছি, যে প্রণয়ীদের প্রতি তুমি বিরূপ হয়েছ, তাদের আমি তোমার উপর ক্রুদ্ধ করে তুলব। তারা তোমায় ঘিরে ফেলবে।


যিহুদীয়া এটাও দেখতে পেল যে, আমি ইসরায়েলকে পরিত্যাগ করলাম এবং দূর করে তাকে তাড়িয়ে দিলাম, কারণ সে আমার কাছ থেকে চলে গিয়ে পতিতাবৃত্তি নিয়েছে। তবুও যিহুদীয়া, ইসরায়েলের বোন, এতে একটুকুও ভয় পেল না। সে-ও পতিতাবৃত্তি গ্রহণ করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন