Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 23:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)

41 সুদৃশ্য পালঙ্কে এসে বসেছে। তাদের সামনে রাখা সাজানো টেবিলে আমারই দেওয়া সুগন্ধি ধূপ-ধূনো আর জলপাই তেল শোভা পাচ্ছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 পরে রাজকীয় বিছানায় বসে তার সামনে টেবিল সাজিয়ে তার উপরে আমার ধূপ ও আমার তেল রাখলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 তোমরা সুন্দর বিছানায় শুয়ে তার সামনে একটি টেবিল রেখে আমারই সুগন্ধি এবং জলপাই তেল তার উপরে রেখেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 পরে রাজকীয় শয্যায় বসিয়া তৎসম্মুখে মেজ সাজাইয়া তাহার উপরে আমার ধূপ ও আমার তৈল রাখিলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 তুমি রাজকীয় বিছানায় বসে তার সামনের টেবিলে আমার দেওয়া সুগন্ধী ও তেল সাজিয়ে রাখলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 এবং পরে সুন্দর বিছানায় বসে তার সামনে মেজ সাজিয়ে তার ওপরে আমার ধূপ ও আমার তেল রাখলে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 23:41
14 ক্রস রেফারেন্স  

বাগানের মাঝখানের চত্বরটি সাজানো হয়েছিল সাদা আর নীল রঙের সুতির পর্দায়। বেগুনী রঙের সুতো দিয়ে তৈরী পর্দার দড়িগুলি স্ফটিকস্তম্ভের উপরে রূপোর ছোট ছোট বালাতে আটকানো ছিল। মার্বেল ও নানারঙের মূল্যবান মণিমুক্তো দিয়ে মোজেইক করা মেঝের উপর সাজানো ছিল সোনা ও রূপোর আসনগুলি।


গজদন্তের পালঙ্কে যারা শুয়ে থাক, আরাম কেদারায় হেলান দিয়ে যারা কাল কাটাও, পাল থেকে ভেড়া আর বাথান থেকে বাছুর এনে যারা ভুরিভোজের আয়োজন কর,


একমাত্র তারাই আমার মন্দিরে প্রবেশ করবে, আমার বেদীর সামনে এসে পরিচর্যা করবে এবং মন্দিরের উপাসনা পরিচালনা করবে।


আমাদের প্রতিজ্ঞা আমরা অবশ্যই রাখব। আমাদের দেবী, স্বর্গের রাণীর কাছে আমরা বলি উৎসর্গ করব এবং তাঁর উদ্দেশে সুরা নিবেদন করব, ঠিক যেভাবে আমাদের পূর্বপুরুষেরা আমাদের রাজা ও নেতৃবৃন্দ যিহুদীয়ার শহরে-নগরে, জেরুশালেমের পথে-ঘাটে বলি উৎসর্গ করতেন। সেই সময় আমাদের প্রচুর খাদ্যশস্য ছিল, আমরা সমৃদ্ধি লাভ করেছিলাম, আমাদের কোনও অভাব ছিল না।


কিন্তু তোমরা যারা আমায় পরিত্যাগ করেছ, অবজ্ঞা করেছ আমার পবিত্র পর্বতকে এবং ভাগ্যদেবী ও দেবতার আরাধনায় মগ্ন হয়েছ,


তোমরা উচ্চপর্বত শিখরে গিয়ে বলিদান করে থাক এবং সেখানেও জ্বলে তোমাদের কামনার দাবানল।


তোমরা আমার বেদীতে অশুচি ভোগ নিবেদন করছ, তবুও বলছ, কেমন করে তোমাকে অবজ্ঞা করলাম? প্রভু পরমেশ্বরের বেদীকে তুচ্ছ করেই আমাকে অবজ্ঞা করেছ।


বন্ধকী জামাকাপড় তারা অপব্যবহার করে, এমনকি প্রত্যেকটি বেদীর কাছে সেই জামাকাপড় পেতে তারা শুয়ে থাকে তাদের ঈশ্বরের মন্দিরে। তারা পান করে জরিমানার টাকায় কেনা মদ।


কিন্তু তিনি তাকে প্রত্যাখ্যান করে বললেন, না, আমি কিছু খাব না। কিন্তু তাঁর অনুচররাও সেই স্ত্রীলোকটির সঙ্গে রাজাকে পীড়াপীড়ি করতে লাগল। তখন তিনি তাদের কথায় ভূমিশয্যা ত্যাগ করে উঠে বসলেন।


মনে হয় যেন একটা কাঠের বেদী রয়েছে। তার উচ্চতা তিন হাত, লম্বা ও চওড়ায় দুহাত। এর ভিত ও চারটে পায়া এবং এর চারদিকই কাঠের তৈরী। তিনি আমাকে বললেন, এই বেদীটি প্রভু পরমেশ্বরের উদ্দেশ্যে স্থাপিত।


পূজার বেদী ও অলীক মূর্তির চারিদিকে ছড়িয়ে থাকবে তাদের শব। পাহাড় ও পর্বত-শিখরের সমস্ত দেবস্থানে, হরিৎ বৃক্ষতলে, প্রকাণ্ড ওক গাছের নীচে—যেখানে যেখানে তারা ধূপধূনো জ্বালায় সেই সমস্ত স্থানে ছড়িয়ে থাকবে তাদের মৃতদেহ। তখন সকলে বুঝবে যে, আমিই প্রভু পরমেশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন