Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 22:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আমার কাছে যা কিছু পবিত্র সে সবের প্রতি তোমাদের কোন সম্ভ্রম নেই, তোমরা সাব্বাথের নিয়ম লঙ্ঘন কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তুমি আমার পবিত্র বস্তুগুলো অবজ্ঞা করেছ ও আমার বিশ্রামবারগুলো নাপাক করেছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 তুমি আমার পবিত্র জিনিসগুলি অশ্রদ্ধা করেছ এবং আমার বিশ্রামবারগুলিকে অপবিত্র করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তুমি আমার পবিত্র বস্তু সকল অবজ্ঞা করিয়াছ, ও আমার বিশ্রামদিন সকল অপবিত্র করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 তোমরা আমার পবিত্র বিষয়গুলি ঘৃণা করে থাক ও আমার বিশ্রামের বিশেষ দিনকে কোন মর্যাদাই দাও না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তুমি আমার পবিত্র বস্তু সব অবজ্ঞা করেছো এবং বিশ্রামদিন সব অপবিত্র করেছ।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 22:8
10 ক্রস রেফারেন্স  

পুরোহিতেরা আমার বিধান ভঙ্গ করেছে, পবিত্র কোন কিছুর উপর ওদের শ্রদ্ধা ভক্তি নেই। শুচি-অশুচির কোন বাছবিচার করে না ওরা। শুচি বা অশুচি সম্বন্ধে লোকশিক্ষাও ওরা দেয় না, তারা সাব্বাথের নিয়মেরও পরোয়া করে না। তারই ফলে ইসরায়েল জাতি আমাকে সম্মান করে না।


কিন্তু সেই মরুপ্রান্তরেও তারা আমার বিরুদ্ধাচরণ করল। তারা আমার বিধান ভঙ্গ করল, আমার সেই অনুশাসন প্রত্যাখ্যান করল, যে অনুশাসন পালনে মানুষ জীবন লাভ করে। তারা সাব্বাথ দিনকে সম্পূর্ণভাবে অপবিত্র করল। সেই মরুপ্রান্তরে ক্রোধের প্রচণ্ডতায় আমি তাদের ধ্বংস করতে মনস্থ করলাম।


কারণ তারা আমার অনুশাসন অমান্য করেছে, বিধান ভঙ্গ করেছে, সাব্বাথ দিনকে অপবিত্র করেছে এবং তাদের পূর্বপুরুষের পূজিত অলীক মূর্তির সেবা করেছে।


কিন্তু সেই প্রজন্মও আমার কথা শুনল না, আমাকে অগ্রাহ্য করল। আমার অনুশাসন ও বিধান ভঙ্গ করল, যে অনুশাসন পালনে জীবনলাভ করা যায়। তারা সাব্বাথ দিনকে অপবিত্র করল। সেই মরুপ্রান্তরেই আমার প্রচণ্ড ক্রোধের পরিচয় তাদের দিতে চেয়েছিলাম, সেখানেই সকলকে সংহার করতে চেয়েছিলাম।


কিন্তু তোমরা আমাকে অবজ্ঞা কর কারণ তোমরা মনে কর, প্রভু পরমেশ্বরের বেদী অবজ্ঞা করা যায়।


তোমরা আমার নিরূপিত বিশ্রাম দিবস পালন করবে এবং আমার পীঠস্থানের মর্যাদা রক্ষা করবে। আমি প্রভু পরমেশ্বর।


সাব্বাথ দিনকে পবিত্ররূপে পালন কর, এটিই হবে আমাদের মধ্যে চুক্তি ও প্রতিশ্রুতির প্রতীক। এটিই তোমাদের মনে করিয়ে দেবে যে আমিই তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন