Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 22:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 মর্ত্যমানব, ইসরায়েলীদের দিয়ে আমার আর কোন কাজ হবে না। রূপো, তামা, সীসে, লোহা চুল্লীতে গলিয়ে ছেঁকে নেওয়ার পর যে আবর্জনা বার হয়—ওরা সেইরকম আবর্জনার মত হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 হে মানুষের সন্তান, ইসরাইল-কুল আমার কাছে খাদস্বরূপ হয়েছে; তারা সকলে হাপরের মধ্যে ব্রোঞ্জ, দস্তা, লোহা ও সীসার মত; তারা রূপার খাদের মত হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 “হে মানবসন্তান, ইস্রায়েল কুল আমার কাছে খাদের মতো হয়েছে; তারা সবাই যেন রুপো খাঁটি করবার সময় হাপরের মধ্যে খাদ হিসেবে পড়ে থাকা পিতল, দস্তা, লোহা ও সীসা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 হে মনুষ্য-সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে খাদস্বরূপ হইয়াছে; তাহারা সকলে হাপরের মধ্যে পিত্তল, দস্তা, লৌহ ও সীসস্বরূপ; তাহারা রৌপ্যের খাদস্বরূপ হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 “মনুষ্যসন্তান, রূপোর তুলনায় পিতল, লোহা, সীসা এবং টিন মূল্যহীন। স্বর্ণকার আগুন দিয়ে রূপো খাঁটি করে; রূপো তাপে গলে গেলে তা থেকে খাদ আলাদা করে। ইস্রায়েল জাতি আমার কাছে সেই অব্যবহার্য্য খাদের মত হয়ে উঠেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 মানুষের সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে আবর্জনার মত হয়েছে; তারা সকলে হাফরের মধ্যে পেতল, দস্তা, লোহা ও সীসার; তারা রূপার আবর্জনা তোমার অগ্নিকুন্ডে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 22:18
14 ক্রস রেফারেন্স  

হে জেরুশালেম, একদিন তুমি ছিলে খাঁটি রূপোর মত, কিন্তু আজ তাতে খাদ মিশেছে, অকেজো হয়ে গেছ তুমি। তুমি ছিলে নির্ভেজাল সুরার মত, কিন্তু আজ সেই সুরা আর নেই, তাতে জল মিশেছে।


তুমি দুর্জনদের আবর্জনাস্বরূপ মনে কর, তাই আমি ভালবাসি তোমার বিধিব্যবস্থা।


রৌপ্য যে ভাবে অগ্নিতে শোধন করা হয়, সেইভাবে নয়, দুঃখ-যন্ত্রণার বিরাট অগ্নিকুণ্ডের লেলিহান শিখায় আমি পরখ করেছি তোমাকে, কিন্তু আমি দেখেছি, নিতান্ত অযোগ্য তুমি।


সোনা ও রূপো আগুনে পুড়িয়ে যাচাই করা হয়, কিন্তু প্রভুই পরখ করেন মানুষের অন্তর।


যেভাবে রূপো, তামা, লোহা, সীসে ও টিনের আকরিক এনে শোধনচুল্লীতে ফেলা হয়, ঠিক সেইভাবে। আগুন যেভাবে ধাতুর আকরিক গলিয়ে দেয়, সেইভাবে আমার ক্রোধ ও রোষাগ্নি তাদের গলিয়ে ফেলবে।


আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।


তাদের সম্রাট পালিয়ে যাবে দারুণ আতঙ্কে, এবং তাদের সেনাপতিরা ভয়ে পতাকা ফেলে পালাবে। যে প্রভু পরমেশ্বর জেরুশালেমে পূজিত হন, হোমের জন্য যাঁর অগ্নি সেখানে প্রজ্বলিত হয়—একথা তাঁরই।


তোমাদের উপরে আমি আঘাত হানব। ধাতুকে যে ভাবে শোধন করা হয়, সেইভাবে আমি তোমাদের শোধন করব, তোমাদের মধ্যে থেকে সমস্ত খাদ ও মালিন্য আমি দূর করে দেব।


রূপো থেকে খাদ বার করা হলে শিল্পী সেই রূপো দিয়ে সুন্দর শিল্প সৃষ্টিকরতে পারে।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন,


তাই আমি সর্বাধিপতি প্রভু বলছি, ওরা ঐ সব ধাতুর আবর্জনার মতই অপদার্থ হয়েছে বলেই ওদের সকলকে আমি জেরুশালেমে জড়ো করব।


যদি কেউ প্রণাম ও আরাধনা না করেন, তাঁকে সঙ্গে সঙ্গে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন