যিহিষ্কেল 22:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)16 ফলে অন্যান্য জাতি তোমাদের ঘৃণ্য করবে কিন্তু তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তুমি নিজের দোষে জাতিদের সাক্ষাতে নাপাক হবে; তাতে তুমি জানবে যে, আমিই মাবুদ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 জাতিগণের চোখে তুমি যখন অপবিত্র হবে, তুমি জানবে আমিই সদাপ্রভু।’ ” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তুমি জাতিগণের সাক্ষাতে আপনার দোষে অপবিত্রীকৃত হইবে; তাহাতে তুমি জানিবে যে, আমিই সদাপ্রভু। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 কিন্তু জেরুশালেম তুমি এইসব দোষে অপবিত্র হবে আর জাতিগণের সামনেই এইসব ঘটবে; তখন তোমরা জানবে যে আমিই প্রভু।’” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 তুমি জাতিদের সামনে অশুচি হবে। তাতে তুমি জানবে যে, আমিই সদাপ্রভু। অধ্যায় দেখুন |