Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 22:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 কেউ কেউ আবার ব্যভিচার করে এবং নিজেদের পুত্রবধূ ও সৎবোনদের পর্যন্ত সতীত্ব নাশ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তোমার মধ্যে কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ঘৃণার কাজ করে; কেউ বা আপন পুত্রবধূর সঙ্গে কুকর্ম করে নিজেকে নাপাক করে; আর কেউ বা তোমার মধ্যে নিজের বোনকে, আপন পিতার কন্যাকে, বলাৎকার করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 তোমার মধ্যে কেউ তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ঘৃণ্য কাজ করে, আরেকজন নির্লজ্জভাবে তার ছেলের বৌকে অশুচি করে, এবং আরেকজন তার বোনের সঙ্গে ব্যভিচার করে, যে তার নিজের বাবার মেয়ে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তোমার মধ্যে কেহ আপন প্রতিবাসীর স্ত্রীর সহিত ঘৃণার্হ কার্য্য করিয়াছে; কেহ বা আপন পুত্রবধূকে কুকর্ম্মে অশুচি করিয়াছে; আর কেহ বা তোমার মধ্যে আপনার ভগিনীকে, আপন পিতার কন্যাকে, বলাৎকার করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 কেউ কেউ প্রতিবেশীর স্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর পাপ কাজ করে; কেউ তার পুত্রবধূর সঙ্গে যৌন কাজ করে তাকে অশুচি করে; আবার কেউ কেউ তার নিজেরই বোনের ওপর বলাৎ‌‌কার করে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তোমার মধ্যে কেও নিজের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে লজ্জাজনক কাজ করেছে; কেও বা নিজের ছেলের বউকে লজ্জাজনকভাবে অশুচি করেছে; আর কেউ বা তোমার মধ্যে নিজের বোনকে, নিজের বাবার মেয়েকে, খারাপ ব্যবহার করেছে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 22:11
25 ক্রস রেফারেন্স  

কিন্তু সে তামরের কথা শুনল না। তার গাযের জোর বেশি তাই সে জোর করে তার সতীত্ব নাশ করল।


যদি কেউ তার ভগিনীকে- তার বৈমাত্রেয় কিংবা সহোদরাকে স্ত্রীরূপে গ্রহণ করে এবং উভয়ে উভয়ের নগ্নতা দেখে থাকে, তবে তা হবে লজ্জাকর কর্ম। স্বজাতীয়দের সাক্ষাতে তাদের উচ্ছেদ সাধন করতে হবে। নিজের ভগিনীর নগ্নতা দর্শন করার জন্য সে অপরাধী হবে।


পুত্রবধূর সঙ্গে যৌনাচার করবে না, সে তোমার পুত্রের স্ত্রী, তার নগ্নতা প্রকাশ করবে না।


তোমার সহোদরা, পিতার কন্যা বা মাতার কন্যা, স্বগৃহে কিম্বা অন্যত্র যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, তার সঙ্গে দৈহিক সংসর্গ করবে না।


তার বাবা যে সমস্ত কাজ কখনও করেনি, সে সেই সমস্ত কাজই করে। নিষিদ্ধ দেবস্থানে উৎসর্গিত বলির প্রসাদ গ্রহণ করে, প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট করে।


যদি কেউ তার পুত্রবধূর সঙ্গে শয়ন করে, তাহলে তাদের দুজনেরই অবশ্যই প্রাণদণ্ড হবে কারণ তারা বিকৃত আচরণ করেছে। তাদের রক্তপাতের দায় তাদের উপরই বর্তাবে।


পরস্ত্রীর সঙ্গে ব্যভিচারে কেউ লিপ্ত হলে, সেই ব্যভিচারী ব্যক্তি ও ব্যভিচারিণী নারী উভয়েরই অবশ্য প্রাণদণ্ড হবে।


তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক দ্বারা নিজেকে অশুচি করবে না।


বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।


মানুষের স্বভাব সবাই জানে। ব্যভিচার, অশুচিতা, উচ্ছৃঙ্খলতা,


তোমরা কি জান না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সমকামী,


আমি তখন বিচারকরূপে তোমাদের সামনে উপস্থিত হব। যারা মায়াবী জাদুকর, ব্যাভিচারী, মিথ্যাশপথকারী এবং যারা দিনমজুর, বিধবা, অনাথ ও শিশুদের নির্যাতন করে, যারা প্রবাসীদের উপর দুর্ব্যবহার করে, যারা আমাকে মান্য করে না, তাদের সব কুকর্ম প্রকাশ করে দেব।


এই-ই হল তাদের ভবিতব্য, কারণ তারা সাংঘাতিক পাপে লিপ্ত তারা পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে, প্রভু পরমেশ্বরের নাম নিয়ে মিথ্যা বলেছে। এ কাজ পরমেশ্বরের ইচ্ছাবিরুদ্ধ। তারা কি করেছে, সব তিনি জানেন। তিনি এর প্রত্যক্ষদর্শী সাক্ষী। এ কথা প্রভু পরমেশ্বর বলেন।


আহা, সুদূর মরুদেশে আমার জন্য থাকত যদি এমন একটি স্থান, যেখানে আমি স্বজনদের ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারতাম! কারণ আমার স্বজনেরা ব্যভিচারী বিশ্বাসঘাতকের দল।


দাউদের পুত্র অবশোলোমের একটি সুন্দরী অবিবাহিতা বোন ছিল। তার নাম ছিল তামর। দাউদের আর একটি পুত্র অম্‌নোন তার প্রেমে পড়ে।


‘ভগিনী অর্থাৎ পিতার কন্যা অথবা মাতার কন্যার সঙ্গে যে সহবাস করে সে অভিশপ্ত।’ জনতা বলবে, ‘আমেন’।—


কোন ব্যক্তি যদি পরস্ত্রীর সঙ্গে ব্যভিচাররত অবস্থায় ধরা পড়ে তাহলে সেই পুরুষ এবং সেই নারী উভয়েরই মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা ইসরায়েলী সমাজ থেকে অনাচার লোপ করবে।


তামর তার কাছে খাবার নিয়ে এলে সে তাকে জড়িয়ে ধরে বলল, এস, আমার কাছে শোও।


সে কখনও ইসরায়েলীদের পূজিত মূর্তির আরাধনা করেনা অথবা নিষিদ্ধ দেবস্থানে উৎসর্গিত বলির মাংস গ্রহণ করেনা। প্রতিবেশীর স্ত্রীকে ভ্রষ্ট করেনা অথবা রজঃস্বলা নারীকে স্পর্শ করে না,


নিজেদের বাহুবলই তোমাদের ভরসা। ঘৃণ্য তোমাদের আচরণ। তোমরা প্রত্যেকে ব্যভিচার কর। তারপরেও তোমরা কি করে ভাব যে এ দেশের উপরে তোমাদের অধিকার?


তোমরা রক্ত-সম্পর্কের কোন আত্মীয়ের সঙ্গে যৌনসংসর্গে লিপ্ত হবে না। আমি প্রভু পরমেশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন