Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 21:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবাইকে আমি আমার তরবারি দিয়ে সংহার করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আমি যখন তোমার মধ্য থেকে ধার্মিক ও দুষ্ট লোককে মুছে ফেলব, তখন আমার তলোয়ার কোষ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সমস্ত প্রাণীর বিরুদ্ধে যাবে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 দক্ষিণ থেকে উত্তরের সকলকে মেরে ফেলার জন্য আমার তরোয়াল খাপ থেকে বের হবে কারণ আমি ধার্মিক ও দুষ্ট সবাইকে মেরে ফেলব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমি যখন তোমার মধ্য হইতে ধার্ম্মিক ও দুষ্ট লোককে উচ্ছিন্ন করিব, তখন আমার খড়্‌গ কোষ হইতে বাহির হইয়া দক্ষিণ অবধি উত্তর পর্য্যন্ত সমস্ত প্রাণীর বিরুদ্ধে যাইবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 আমি যখন ভাল ও মন্দ উভয় প্রকার লোককেই তোমা হতে উচ্ছেদ করি তখন খাপ থেকে তরবারি বার করে তা দক্ষিণ থেকে উত্তর দিকের লোকদের বিরুদ্ধে ব্যবহার করব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তোমাদের মধ্য থেকে ধার্মিক ও দুষ্টকে বিচ্ছিন্ন করব, আমার তরোয়াল কোষ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সব প্রাণীর বিরুদ্ধে যাবে;

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 21:4
10 ক্রস রেফারেন্স  

দক্ষিণের অরণ্যানীকে সর্বাধিপতি প্রভুর কথায় মনযোগ দিতে বল–দেখ, আমি অগ্নিসংযোগ করলাম। তোমার বনভূমির সমস্ত গাছ—সজীব অথবা শুষ্ক—নির্বিশেষে সব পুড়িয়ে ছারখার করে দেব। এই আগুন কেউ নিভাতে পারবে না। এ দাবানল দক্ষিণ থেকে উত্তরে ছড়িয়ে পড়বে। আগুনের তাপ সবার গায়ে লাগবে।


হে মর্ত্যমানব শোন, ইসরায়েল ভূমির অন্তিম কাল সমুপস্থিত। আমি সর্বাধিপতি প্রভু, এ কথা তোমায় বলে রাখলাম। সর্বনাশের আর দেরী নেই।


স্বর্গের দিকে হাত তুলে আমি বলি: আমি চির অনন্ত—এ যেমন ধ্রুব সত্য,


মরুভূমির মত উচ্চস্থানগুলি ধ্বংস করার জন্য এসেছে আক্রমণকারী, সমগ্র দেশ আমি ধ্বংস করে দেব, বাধিয়ে দেব যুদ্ধ, কেউ এখানে বাস করতে পারবে না শান্তিতে।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন,লোকদের বল, আমি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর তাদের আদেশ করছি, যতক্ষণ না তারা সুরাপানে মত্ত হয়ে উঠবে, বমন করবে, পড়ে যাবে মাটিতে এবং উঠবার শক্তি পর্যন্ত থাকবে না, ততক্ষণ যেন তারা পান করে, কারণ তাদের মাঝে আমি বিধ্বংসী যুদ্ধ পাঠাচ্ছি।


অথবা আমি যদি সে দেশে যুদ্ধ ঘটাই এবং সেখানকার মানুষ ও পশুকে একইভাবে সবংশে নিধন করা জন্য মারাত্মক বিধ্বংসী অস্ত্রশস্ত্র পাঠাই,


হে মর্ত্যমানব, দক্ষিণদিকে চেয়ে দেখ। সেই দেশের বিরুদ্ধে মুখ খোল, তার অর‍ণ্যানীর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কর।


হে মর্ত্যমানব, ভবিষ্যদ্বাণী কর। বল, আমি, প্রভু পরমেশ্বর বলছি: দেখ, একটি শাণিত তরবারি, পালিশ করে তাকে ঝকঝকে করা হয়েছে।


বধ করার জন্যই তারে শাণিত করা হয়েছে। বিদ্যুতের মত ঝলসে ওঠার জন্যই পালিশ করা হয়েছে। সেদিন সেখানে উল্লাসের লেশমাত্র থাকবে না কারণ আমার প্রজারা আমার প্রতিটি সতর্কবাণী ও দণ্ডের অমর্যাদা করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন