Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 21:32 - পবিএ বাইবেল CL Bible (BSI)

32 আগুন তোমাদের গ্রাস করবে। স্বদেশেই তোমাদের রক্তপাত ঘটাবে, কেউ আর কোনদিন তোমাদের স্মরণে আনবে না—প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 তুমি আগুনের কাঠের মত হবে; তোমার রক্ত দেশের মধ্যেই পড়বে; লোকে তোমাকে আর কখনও স্মরণ করবে না; কেননা আমি মাবুদ এই কথা বললাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

32 তোমরা আগুনের জন্য কাঠের মতো হবে, তোমাদের রক্ত তোমাদের দেশের মধ্যেই পড়বে, তোমাদের আর স্মরণ করা হবে না, কারণ আমি সদাপ্রভুই এই কথা বলছি।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 তুমি অগ্নির কাষ্ঠস্বরূপ হইবে; তোমার রক্ত দেশের মধ্যে [পাতিত] হইবে; লোকে তোমাকে আর কখনও স্মরণ করিবে না, কেননা আমি সদাপ্রভু ইহা কহিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 তোমরা জ্বালানীর মত হবে। তোমাদের রক্ত পৃথিবীর গভীরে বইবে; লোকে আর তোমাদের স্মরণ করবে না। আমিই প্রভু এই কথা বলেছি!’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

32 তুমি জ্বালানীর কাঠের মত হবে; তোমার রক্ত দেশের মধ্যে পতিত হবে; লোকে তোমাকে স্মরণ করবে না, কারণ আমি সদাপ্রভু এটা বললাম।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 21:32
15 ক্রস রেফারেন্স  

আমি পূর্বদিকের মরুবাসী উপজাতিদের দিয়ে মোয়াব জয় করার, তার সাথে তারা আম্মোনও জয় করবে যাতে মোয়াব আর কোন দিন একটি জাতিরূপে পরিগণিত হতে না পারে।


দেখ, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লীর মত। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মত পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ।


আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনও লোপ পাবে না।


খামার পরিষ্কার করার জন্য কুলো তাঁর হাতেই রয়েছে, গম ঝাড়াই করে তিনি গোলায় তুলবেন, আর তুষগুলি অনির্বাণ আগুণে পুড়িয়ে দেবেন।


গাছের গোড়ায় কুঠার লাগানোই রয়েছে, যে গাছে ভাল ফল ধরবে না, তাকে কেটে আগুনে ফেলে দেওয়া হবে।


আমার জীবন্ত সত্তার দিব্য, মোয়াবের দশা হবে সদোমের মত, আম্মোনীরা হবে ঘমোরার মত আগাছা ও লবণের শূন্য গহ্বরে পরিপূর্ণচির-বিধ্বস্ত এক দেশ। আমার উদ্ধারপ্রাপ্ত প্রজারা তাদের সম্পদ লুণ্ঠন করবে, অধিকার করবে তাদের দেশ।


কোষবদ্ধ কর তোমার তরবারি, যে দেশে তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, তোমার সেই জন্মভূমিতেই আমি তোমার বিচার করব।


ঈশ্বর মানুষ নন যে মিথ্যা বলবেন, মর্ত্য মানব নন যে তিনি তাঁর সিদ্ধান্তে হবেন অস্থিরচিত্ত তিনি যা বলেছেন তা কি করবেন না? যে প্রতিশ্রুত দিয়েছেন তা কি পূর্ণ হবে না?


প্রভু পরমেশ্বর আমাকে বললেন,


এইজন্য আমি তোমাকে অন্য জাতির হাতে তুলে দেব। তারা তোমার সব কিছু লুন্ঠন করবে। তোমাকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলব যাতে তুমি আর কোনদিন একটি জাতি হিসাবে মাথা তুলে দাঁড়াতে না পার, তোমার নিজস্ব দেশ বলে কিছু আর থাকবে না। তখনই তুমি জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর।


যিহুদার হাত থেকে রাজদণ্ড, তার ক্রোড় থেকে শাসনদণ্ড কখনও হবে না বিচ্যুত যতদিন না হয় প্রকৃত অধিকারীর আগমন তাঁরই বশ্যতা স্বীকার করবে জাতিবৃন্দ।


হে জেরুশালেমের অধিবাসীবৃন্দ, তোমাদের সৈন্য সমাবেশ কর, কারণ অবরুদ্ধ হয়েছি আমরা, ইসরায়েলের শাসনকর্তাকে আক্রমণ করা হয়েছে।


ওগো সিয়োনদুহিতা, মহোল্লাস কর, জয়ধ্বনি কর ওগো জেরুশালেম কন্যা। ঐ দেখ, তোমার অধিরাজ আসছেন তোমার কাছে যুদ্ধে হয়েছেন তিনি বিজয়ী। তিনি নত-নম্র, গর্দভপৃষ্ঠে আসীন ভারবাহী পশুশাবক তাঁর বাহন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন