Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 21:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 এইজন্যই আমি, সর্বাধিপতি প্রভু বলছি, তোমাদের পাপ ধরা পড়ে গেছে। সকলেই জেনে গেছে যে কি দারুণ অপরাধই না তোমরা করেছ। তোমাদের প্রতিটি কাজেই ধরা পড়ছে তোমাদের পাপ। তোমরা অপরাধী সাব্যস্ত হয়েছ। দণ্ডস্বরূপ আমি তোমাদের শত্রুর হাতে তুলে দেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 এজন্য সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমরা নিজ নিজ অপরাধ স্মরণীয় করেছ, কেননা তোমাদের অধর্মগুলো অনাবৃত হল, তাই তোমাদের সমস্ত কাজে তোমাদের গুনাহ্‌ প্রকাশ পাচ্ছে, তোমরা স্মরণীয় হওয়াতে তোমাদের বন্দী করে নিয়ে যাওয়া হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 “এজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: ‘তোমরা খোলাখুলিভাবে পাপ করে তোমাদের দোষ দেখিয়ে দিয়েছ, তোমাদের সব কাজে তোমাদের অন্যায় প্রকাশ পাচ্ছে—তার ফলে তোমাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 এইজন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন অপরাধ স্মরণীয় করিয়াছ, কেননা তোমাদের অধর্ম্ম সকল অনাবৃত হইল, তাই তোমাদের সমস্ত কার্য্যে তোমাদের পাপ প্রকাশিত হয়, তোমরা স্মরণীয় হওয়াতে হস্তে ধৃত হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “তোমরা অনেক মন্দ কাজ করেছ। তোমাদের পাপগুলো পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে। তোমরা আমাকে স্মরণ করতে বাধ্য করেছ যে তোমরা দোষী; তাই তোমরা শত্রুদের হাতে ধরা পড়বে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 এজন্য প্রভু সদাপ্রভু এ কথা বলেন, কারণ তোমার নিজেদের অপরাধ স্মরণ করেছ, কারণ তোমাদের অধর্ম্ম সব প্রকাশিত হল, তাই তোমাদের সব কাজে তোমাদের পাপ প্রকাশিত হয়, তোমার স্মরণীয় হওয়াতে শত্রুদের হাতে ধরা পড়বে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 21:24
20 ক্রস রেফারেন্স  

শপথ উচ্চারণ, মিথ্যাভাষণ, নরহত্যা, চৌর্যবৃত্তি ও ব্যাভিচারে দেশ পরিপূর্ণ। তাদের সব কিছুর মাত্র ছাড়িয়ে গেছে, অনুষ্ঠিত হয়ে চলেছে হত্যার পর হত্যাকাণ্ড।


নগরে হত্যা লীলা চলেছে কিন্তু এক ফোঁটা রক্তও মাটিতে পড়েনি, যাতে ধূলোয় ঢাকা পড়ে। কিন্তু রক্তপাত হয়েছে উন্মুক্ত পাথরের উপরে।


ওরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে, ‘কোথায় যাব আমরা?’ তখন তাদের বলবে, প্রভু পরমেশ্বর এই কথা বলছেন, মহামারীতে মৃত্যুই যাদের জন্য নির্ধারিত, মহামারীর গ্রাসে পড়ুক ওরা! যুদ্ধে মরণ যাদের জন্য নির্দিষ্ট, যুদ্ধের কবলেই পড়ুক তারা! দুর্ভিক্ষে মৃত্যু যাদের শেষ পরিণতি, দুর্ভিক্ষ গ্রাস করুক তাদের! বন্দীত্বই যাদের জীবনের বিধিলিপি, বন্দীশালাই হোক তাদের শেষ পরিণাম!


এই সমস্ত ঘৃণ্য কার্যকলাপের জন্য আমার প্রজাবৃন্দ কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়, লজ্জা কাকে বলে, তা তারা জানেই না। তাই, অন্যান্যদের মত তাদেরও পতন হবে। যখন আমি তাদের শাস্তি দেব, তখনই তারা শেষ হয়ে যাবে চিরকালের মত। আমি প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


এইসব ঘৃণ্য কাজের জন্য তারা কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়। তারা জানেই না লজ্জা কাকে বলে। কাজেই, আর সকলের যেভাবে পতন হয়েছে, সেইভাবে তাদেরও পতন হবে। আমি যখন তাদের শাস্তি দেব, সে-ই হবে তাদের শেষ পরিণাম। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


চেয়ে দেখ, পাহাড়ের চূড়াগুলির দিকে। এমন কোন জায়গা কি বাকি আছে, যেখানে তুমি ব্যভিচারিণীর মত আচরণ করনি? আরব বেদুইনরা মরুভূমিতে শিকারের আশায় যেমন ওৎ পেতে থাকে, তুমিও তেমনি পথের ধারে প্রণয়ীর প্রতীক্ষায় থাকতে। তোমার ব্যভিচারে দেশকে তুমি অশুচি করে তুলেছ।


দস্যুর রক্তে নয়, নিরপরাধ দীন-দরিদ্রের রক্তেই তোমার পোশাক কলঙ্কিত। কিন্তু এসব সত্ত্বেও


তাদের সংস্কার প্রথা তাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সদোমের অধিবাসীদের মত তারা প্রকাশ্যে পাপাচার করে। তাদের সর্বনাশ অনিবার্য এবং এই সর্বনাশ তারা নিজেরাই ডেকে এনেছে।


জেরুশালেমের লোকেরা এই ভবিষ্যদ্বাণী বিশ্বাস করবে না কারণ তারা শপথবদ্ধ হয়েছিল। কিন্তু এই ভবিষ্যদ্বাণী করা হচ্ছে তাদের কৃত পাপের কথা স্মরণ করিয়ে দেবার জন্য এবং তারা যে ভবিষ্যতে এর জন্যই বন্দী হবে সে সম্বন্ধে সাবধান করে দেবার জন্য।


আর তুমি, হে অভিশপ্ত নরাধম ইসরায়েল নরপতি, তোমারও দিন ঘনিয়ে এসেছে, এবার তোমায় চরম দণ্ড পেতে হবে সেইদিন আসন্ন।


সমস্ত ব্যাবিলনীয় এবং কলদীয়দের, পেকোড, শোয়া এবং কোয়া উপজাতির সমস্ত লোককে এবং আসিরীয়দের সকলকে আমি জড়ো করব। সুপুরুষ অভিজাত ও উচ্চপদস্থ যুবকদের এবং পদস্থ রাজকর্মচারী ও অশ্বারোহী রাজপুরুষদের আমি জড়ো করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন