Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 21:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 এই পথ নির্দেশক রাজাকে দেখিয়ে দেবে রব্বার আম্মোন নগরীর পথ, দেখিয়ে দেবে যিহুদীয়ার প্রাচীর বেষ্টিত নগরী জেরুশালেমের পথ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তলোয়ারের জন্য অম্মোনীয়দের রব্বা নগরগামী এক পথ ও এহুদার প্রাচীরবেষ্টিত জেরুশালেম নগরগামী অন্য পথ আঁক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 তরোয়ালের জন্য অম্মোনীয়দের রব্বা নগরের বিরুদ্ধে যাবার একটি রাস্তা এবং যিহূদা ও প্রাচীর দিয়ে ঘেরা জেরুশালেমের বিরুদ্ধে যাবার অন্য একটি রাস্তায় চিহ্ন দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 খড়্‌গের জন্য অম্মোন-সন্তানদের রব্বা নগরগামী এক পথ, ও যিহূদার প্রাচীরবেষ্টিত যিরূশালেম নগরগামী অন্য পথ আঁক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 চিহ্নটা ব্যবহার কর তরবারি কোন রাস্তা ব্যবহার করবে তা বোঝাতে। একটা রাস্তা অম্মোনীয়দের শহর রব্বার দিকে গেছে। অন্য পথটি গেছে যিহূদার দিকের সুরক্ষিত শহর জেরুশালেমে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 একটা রাস্তা চিহ্নিত কর বাবিলনের সৈন্যদের রব্বাতে আসার জন্য, অম্মোনীয়দের শহর। আর একটি চিহ্নিত কর যিহূদার সৈন্যদের নিয়ে যাবার জন্য এবং যিরুশালেম যা দেওয়াল দিয়ে ঘেরা।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 21:20
13 ক্রস রেফারেন্স  

তাই রব্বার প্রাচীরে আমি অগ্নি নিক্ষেপ করব সেই অগ্নি গ্রাস করবে তার প্রতিটি প্রাসাদ। সেই যুদ্ধের দিনে উঠবে রণহুঙ্কার,ঘূর্ণিঝড়ের মত বয়ে যাবে যুদ্ধের ধ্বংসলীলা।


কাল আসন্ন, যখন আমি রাজধানী রব্বার লোকদের শোনাব রণকোলাহল। এ নগর বিধ্বস্ত হয়ে যাবে, এর গ্রামাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তখন ইসরায়েল আবার দখলকারীদের হাত থেকে উদ্ধার করবে তাদের দেশ।


আমি রব্বা নগরীকে উটের আস্তানায় পর্যবসিত করব এবং সমগ্র আম্মোন দেশকে করব মেঘের চারণভূমি, যাতে তোমরা জানতে পার যে আমিই প্রভু পরমেশ্বর।


(রফায়িমদের শেষ বংশধর একমাত্র বাশানের রাজা ওগ্‌ই অবশিষ্ট ছিলেন। তাঁর পালঙ্কটি ছিল লোহার। মানুষের হাতের মাপে সেটি ছিল নয় হাত লম্বা ও চার হাত চওড়া। আম্মোনীদের নগর রব্বায় সেটি এখনও আছে।)


কেউ কোনদিন পারেনি ভাবতে বিদেশী শাসকেরাও কল্পনা করেনি কখনও জেরুশালেমের তোরণ দুয়ার দিয়ে শত্রুরা কোনদিন করবে প্রবেশ।


এর পর মনঃশি দাউদ নগরের পূর্বদিকে গিহোন প্রস্রবণের কাছে উপত্যকা থেকে আরম্ভ করে উত্তরে মৎস্যদ্বার এবং ওফেল নগরীর সমগ্র এলাকার বাইরের প্রাচীরকে আর‍ও উঁচু করে গেঁথে দিলেন। যিহুদীয়ার প্রতিটি সুরক্ষিত নগরীতে এক একজন সেনাপতির অধীনে সৈন্য মোতায়েন করে দিলেন।


রাজা নগর-প্রাকারের ভাঙ্গা জায়গাগুলি মেরামত করিয়ে প্রাচীরকে আরও দৃঢ়, মজবুত ও সুরক্ষিত করলেন, প্রাচীরের উপরে আরও মিনার তৈরী করালেন এবং বাইরের দিকে আর একটি দেওয়াল নির্মাণ করলেন। প্রাচীন জেরুশালেমের পূর্ব দিকের দুর্গগুলিকে সংস্কার করিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করলেন। সেই সঙ্গে তিনি প্রচুর ঢাল বর্শা তৈরী করালেন।


রাজা উৎসিয় জেরুশালেমের সুরক্ষাব্যবস্থা আরও সুদৃঢ় করার জন্য কোণের দ্বারে উপত্যকার দ্বারে এবং নগরীর প্রাচীর যেখানে বাঁক নিয়ে ঘুরে ঘুরে গেছে সেই স্থানগুলিতে মিনার নির্মাণ করলেন।


এদিকে যোয়াব আম্মোনের রাজধানী রব্বা অধিকার করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। রব্বা প্রায় হাতের মুঠোর মধ্যে চলে এসেছে।


দুর্গ অধিকার করার পর দাউদ সেখানেই বাস করতে লাগলেন এবং তার নাম দিলেন দাউদ নগর। তারপর দুর্গটিকে ঘিরে নগর গড়ে তুললেন। ভরাট করা পরিখা থেকে নগর পত্তন শুরু হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন