Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 21:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হে মর্ত্যমানব, জেরুশালেমকে প্রকাশ্যে অভিযুক্ত কর, যেখানে লোকে উপাসনা করে। সেখানকার পীঠস্থানগুলিকে প্রকাশ্যে অভিযুক্ত কর। ইসরায়েল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 হে মানুষের সন্তান, তুমি জেরুশালেমের দিকে তোমার মুখ রাখ, পবিত্র স্থানের দিকে কালাম বর্ষণ কর ও ইসরাইল-দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী বল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 “হে মানবসন্তান, তুমি জেরুশালেমের দিকে মুখ করে পবিত্রস্থানের বিরুদ্ধে প্রচার করো। ইস্রায়েল দেশের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমের দিকে আপন মুখ রাখ, পবিত্র স্থানের দিকে বাক্য বর্ষণ কর, ও ইস্রায়েল-দেশের বিরুদ্ধে ভাববাণী বল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “হে মনুষ্যসন্তান, জেরুশালেমের দিকে তাকাও ও তার পবিত্র স্থানগুলির বিরুদ্ধে এই কথা বল। আমার হয়ে ইস্রায়েল দেশের বিরুদ্ধে কথা বল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 মানুষের সন্তান, তুমি যিরুশালেমের দিকে মুখ রাখ, পবিত্র জায়গার বিরুদ্ধে কথা বল ও ইস্রায়েল দেশের বিরুদ্ধে ভাববাণী বল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 21:2
21 ক্রস রেফারেন্স  

হে মর্ত্যমানব, দক্ষিণদিকে চেয়ে দেখ। সেই দেশের বিরুদ্ধে মুখ খোল, তার অর‍ণ্যানীর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কর।


জেরুশালেমের অবরোধের চিত্রের দিকে চেয়ে থাক। নগরীর দিকে মুষ্টিবদ্ধ হাত আন্দোলিত কর এবং নগরীর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কর।


হে মর্ত্যমানব, সীদোন নগরের বিরুদ্ধে রায় ঘোষণা কর।


হে মর্ত্যমানব, আম্মোন দেশকে ধিক্কার দাও।


আমার জন্যও প্রার্থনা কর যেন সুসমাচারের নিগূঢ়তত্ত্ব দৃপ্তকণ্ঠে ঘোষণার জন্য যথোপযুক্ত বাণী আমি পাই।


এই সব লোক সেই প্রবক্তা নবীদেরই চায়, যারা অসার বাগাড়ম্বর করে, মিথ্যা রটনা করে, প্রতারণা করে বলে, ‘আমি ভবিষ্যদ্বাণী করছি, তোমাদের জন্যে বয়ে যাবে মদিরা ও দ্রাক্ষারসের ধারা।’


তারা আমাদের বলে, এ সব কথা প্রচার করো না –এ কথা কারও প্রচার করা উচিত নয়, আমরা কখনও অপদস্থ হব না।


সুতরাং তুমি এখন প্রভুর বাণী শোন। তুমি আমাকে বলছ, ‘ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের বাণী উচ্চারণ করো না, ইসহাকের বংশের নিন্দা করো না।’


হে মর্ত্যমানব, তুমি মেশেক ও তুবলের মুখ্য শাসক মাগোগ-নিবাসী গোগকে ধিক্কার দাও। ধিক্কার দিয়ে


প্রভু পরমেশ্বর বললেন,


হে মর্ত্যমানব, মিশরাজের বিরুদ্ধে রায় ঘোষণা কর, তাকে বল, সে এবং সারা মিশর দেশ শাস্তি পাবে।


হে মর্ত্যমানব, ইসরায়েলের পর্বতরাজির দিকে চেয়ে দেখ, সেখানকার বাসিন্দাদের কাছে আমার এই বাণী পৌঁছে দাও।


এবার একটা লোহার পাত নিয়ে তোমার ও জেরুশালেমের ছবির মাঝখানে প্রাচীরের মত স্থাপন কর এবং তার দিকে মুখ করে থাক। এতে বোঝা যাবে, নগর অবরুদ্ধ হয়েছে, তুমিই যেন তার অবরোধকারী। ইসরায়েল জাতির কাছে এ হবে প্রতীক চিহ্ন।


বর্ষিত হোক বৃষ্টির মত আমার উপদেশ, ঝরে পড়ুক আমার কথা শিশিরের মত, নরম ঘাসের বুকে বিন্দু বিন্দু বৃষ্টিপাতের মত, লতাপল্লবে ঝরে পড়া বারিধারার মত।


আমার কথার পর, তাদের বলার কিছুই থাকত না আমার বাক্য বৃষ্টিবিন্দুর মত তাদের অন্তরে বর্ষিত হত।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন,


প্রভু পরমেশ্বরকে উপহাস করার জন্য প্রেরণ করেছ তোমার দাসদের, বলেছ, আমার অসংখ্য রথ নিয়ে আমি অভিযান করেছি সুউচ্চ পর্বত চূড়ায়, আরোহণ করেছি লেবাননের সুউচ্চ শীর্ষদেশে। আমি ছেদন করছি দীর্ঘকায় সীডার তরু, ছেদন করেছি সর্বোৎকৃষ্ট সাইপ্রাস বৃক্ষরাজি, আমি এসেছি তার শীর্ষদেশে, প্রবেশ করেছি তার গভীর অরণ্যে।


মর্ত্যমানব, এবার তুমি দৈববাণী উচ্চারণ কর।


সর্বাধিপতি প্রভু বলেন, নরঘাতকের এই নগরীর বিনাশ আসন্ন। আমি নিজের হাতে জ্বালানী কাঠ এনে সাজাব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন