Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 20:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 অতএব হে মর্ত্যমানব, আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, সেকথা ইসরায়েলীদের বল যে, এবার তাদের পূর্বপুরুষেরা স্বেচ্ছাচারী হয়ে অন্যভাবে আমার অবমাননা করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 অতএব, হে মানুষের সন্তান, তুমি ইসরাইল-কুলের সঙ্গে আলাপ করে তাদের বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করেছে, এতেই আমার কুফরী করেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 “অতএব, হে মানবসন্তান, তুমি ইস্রায়েল কুলের সঙ্গে আলাপ করে তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে আমার নিন্দা করেছে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ইস্রায়েল-কুলের সহিত আলাপ করিয়া তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের পিতৃপুরুষেরা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছে, ইহাতেই আমার নিন্দা করিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 তাই, হে মনুষ্যসন্তান, এখন তুমি ইস্রায়েল পরিবার সমূহের কাছে এই কথা বল, ‘প্রভু আমার সদাপ্রভু বলেন: ইস্রায়েলের লোকরা আমার সম্বন্ধে ভয়ঙ্কর সব কথা বলছে এবং আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 অতএব, হে মানুষের-সন্তান, তুমি ইস্রায়েল কুলের সঙ্গে আলাপ করে তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের পূর্বপুরুষেরা আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করেছে, এতেই আমার নিন্দা করেছে। কারণ আমি তাদেরকে যে দেশ দেব বলে তুলেছিলাম,

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 20:27
13 ক্রস রেফারেন্স  

আর এইজন্যই শাস্ত্রে বলা হয়েছে, ‘তোমাদের জন্যই অন্যান্য জাতির কাছে ঈশ্বরের মহান নাম হচ্ছে কলঙ্কিত।’


তারপর যখন আমি আবার তোমায় বাকশক্তি ফিরিয়ে দেব, তখন আমি, প্রভু পরমেশ্বর, তোমায় যা বলেছি ওদের গিয়ে বল। তাদের মধ্যে কিছু লোক শুনবে, কিছু শুনবে না। ওরা বিপথগামী।


তারপর যাও তোমার দেশবাসীর কাছে, যারা নির্বাসনে আছে। গিয়ে বল, ‘প্রভু পরমেশ্বর তাদের এই কথা বলেন’—তারা শুনুক আর না শুনুক।


তারপর ঈশ্বর আমাকে বললেন, ইসরায়েলীদের কাছে যাও, আমি তোমায় যা কিছু বললাম, তাদের কাছে গিয়ে সব বল।


তারা শুনুক আর না শুনুক, আমি তোমায় যা বলতে বলেছি, তুমি তাদের তাই-ই বলো। মনে রেখো, ওরা চির বিদ্রোহী।


তকন দম্ভ ও ঈশ্বর-নিন্দা করার জন্য সেই পশুকে একটি মুখ দেওয়া হল এবং বিয়াল্লিশ মাস ধরে এই কর্ম করার ক্ষমতা তাকে দেওয়া হল।


কিন্তু যদি একজন সৎব্যক্তি সৎকর্ম পরিহার করে মন্দ ও জঘন্য অনাচারে লিপ্ত হয়, সে কি জীবনলাভ করবে? না। তার কোন সৎকর্মই এক্ষেত্রে বিবেচনা করা হবে না। তার অবিশ্বস্ততা ও পাপের ফল সে পাবেই তার মৃত্যু হবে।


কিন্তু যে ব্যক্তি স্পর্ধাভাবে পাপাচরণ করবে, প্রভু পরমেশ্বরের অবমাননা করবে, সে স্বজাতীয় হোক বা বিদেশীই হোক, জনতার মধ্য থেকে তাকে উচ্ছেদ করতে হবে।


তারা তাঁর প্রতি বিমুখ হল, তাদের পিতৃপুরুষদের মতই করল বিশ্বাসঘাতকতা, তারা হয়ে উঠল ঈশ্বরের উদ্দেশ্য সাধনের অযোগ্য, অপদার্থ।


মর্ত্যমানব, যদি কোন জাতি বিশ্বাসঘাতকতা করে পাপ করে, তাহলে আমি তার উপযুক্ত প্রতিফল দেব, বন্ধ করে দেব তাদের খাদ্যের সরবরাহ। সেখানে পাঠাব দুর্ভিক্ষ। মানুষ আর পশু মরবে একইভাবে, কোন তফাৎ থাকবে না।


জাতিবৃন্দ জানবে যে ইসরায়েলীরা আমার অবমাননা করে যে অন্যায় করেছিল, তারই শাস্তিস্বরূপ তাদের নির্বাসনে যেতে হয়েছিল। আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, শত্রুদের হাতে সমর্পণ করেছিলাম এবং যুদ্ধে তাদের নিহত হতে দিয়েছিলেন।


তারা নিজেদের দেশে আবার নিরাপদে, শান্তিতে বসবাস করবে, কেউ আর তাদের হুমকি দিতে আসবে না। তখনই তারা আমাকে অবমাননা করায় প্রতারণার দায়ে কীভাবে অপদস্থ হয়েছিল—সেই লজ্জার স্মৃতি তাদের মন থেকে মুছে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন