Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 20:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তার পরিবর্তে তাদের যুবকদের সতর্ক করে দিয়ে বললাম, তোমাদের পূর্ব পুরুষেরা যে বিধান তোমাদের দিয়েছে তা পালন করো না, তাদের আচার-প্রথা অনুসরণ করো না কিম্বা তাদের ঐ সব মূর্তির সংস্পর্শে নিজেদের অপবিত্র করো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আর সেই মরুভূমিতে আমি তাদের সন্তানদেরকে বললাম, তোমরা তোমাদের পিতাদের বিধিপথে চলো না, তাদের অনুশাসনগুলো মান্য করো না ও তাদের মূর্তিগুলো দ্বারা নিজেদের নাপাক করো না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 আমি মরুভূমিতে তাদের সন্তানদের বললাম, “তোমাদের পূর্বপুরুষদের মতো চলো না, তাদের আইনকানুন রক্ষা কোরো না ও তাদের প্রতিমাগুলি দ্বারা নিজেদের অশুচি কোরো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আর সেই প্রান্তরে আমি তাহাদের সন্তানগণকে কহিলাম, তোমরা আপনাদের পিতৃগণের বিধিপথে চলিও না, তাহাদের শাসনকলাপ মানিও না, ও তাহাদের পুত্তলিগণ দ্বারা আপনাদিগকে অশুচি করিও না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 আমি তাদের সন্তানদের কাছে বলেছিলাম, “তোমরা তোমাদের পিতামাতার মতো হয়ো না। তাদের নোংরা মূর্ত্তি দ্বারা তোমাদের কলুষিত কোরো না। তাদের আজ্ঞার অনুসরণ ও আদেশ পালন করো না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 আর সেই মরুপ্রান্তে আমি তাদের সন্তানদের বললাম, তোমাদের পূর্বপুরুষের বিধিপথে চল না, তাদের শাসনকলাপ মেনো না ও তাদের মূর্তিগুলি দ্বারা নিজেদেরকে অশুচি কর না;

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 20:18
19 ক্রস রেফারেন্স  

তোমরা জান যে পরম্পরাগত অসার রীতিনীতি ও সংস্কারের বন্ধন থেকে সোনা বা রূপোর মত কোন নশ্বর বস্তুর বিনিময়ে তোমরা মুক্ত হওনি,


আমি তাদের বলেছিলাম, তাদের প্রিয় অলীক মূর্তিগুলি ছুঁড়ে ফেলে দিতে, বলেছিলাম মিশরীদের উপাস্য অলীক মূর্তির সংস্পর্শে তারা যেন নিজেদের অশুচি না করে। কারণ আমিই তাদের প্রভু পরমেশ্বর।


হে উদ্ধত জনসাধারণ, হৃদয় তোমাদের অইহুদীদের মত অপবিত্র, শ্রবণ তোমাদের ঈশ্বরের বাণীর প্রতি বিমুখ। চিরকালই তোমরা পবিত্র আত্মার বিরোধিতা করছ। যেমন ছিল তোমাদের পূর্বপুরুষেরা তেমনিই হয়েছ তোমরাও।


এর জন্যে সে একটুও লজ্জিত হল না। গাছ-পাথর পূজা করে ব্যভিচারের কদাচারে দেশকে অশুচি করে তুলল।


আমি নিয়ে এলাম তাদের উর্বরা এক সুজলা সুফলা দেশে, ফুলে-ফলে, শস্যসম্ভারে প্রাচুর্যের মাঝখানে। পরিবর্তে তারা এসে দূষিত করে দিল সব, অশুচি করে দিল আমার সে দেশ যা আমি দিয়েছিলাম তাদের।


তোমাদের শিশুসন্তানেরা যাদের সম্পর্কে তোমরা বলেছিলে যে তারা লুঠের সম্পত্তি হবে, তাদেরই আমি সেখানে নিয়ে যাব। তোমরা যে দেশের নিন্দা করেছ, সে দেশ তারাই ভোগ দখল করবে।


এভাবেই নিজেদের কর্মদোষে তারা হল অশুচি, নিজেদের কার্যকলাপে তারা ঈশ্বরের প্রতি করল বিশ্বাসঘাতকতা।


তারা তাদের পূর্বপুরুষদের পাপময় জীবনে ফিরে গেছে, যে পূর্বপুরুষেরা আমার নিষেধ প্রত্যাখ্যান করে অন্যান্য অলীক দেবতার পূজা করত। ইসরায়েল ও যিহুদীয়া উভয়েই তাদের পিতৃপুরুষদের সঙ্গে আমার স্থাপিত সন্ধিচুক্তি ভঙ্গ করেছে।


হে মর্ত্য মানব ইসরায়েলীদের কাছে তোমায় আমি পাঠাচ্ছি, তুমি যাও। তারা বিদ্রোহী, তাদের পিতৃপুরুষদের মত আজও তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে।


এখন প্রশ্ন হলঃ বাবার পাপের দায় ছেলের উপর কেন বর্তাবে না? এর উত্তর: যা কিছু সৎ এবং ন্যায্যা—তার ছেলে তাই-ই করেছে। সে আমার অনুশাসন পালন করেছে এবং নিখুঁতভাবে সেগুলি মেনে চলেছে। এই জন্যই সে বেঁচে যাবে।


প্রভু বলছেন, যিহুদীয়ার অগণিত অপরাধের জন্য আমি প্রত্যাহার করব না তার দণ্ডপ্রভুর বিধান তারা অবজ্ঞা ভরে করেছে প্রত্যাখ্যান, মানেনি তাঁর অনুশাসন। যে অলীক দেবতার অনুগামী হঠয়েছিল তাদের পিতৃপুরুষেরা তারাই তাদের নিয়ে গেছে বিপথে।


কিন্তু এদেশে এসে দেশের অধিকার গ্রহণের পর তারা আর তোমার অনুশাসন পালন করল না, চলল না তোমার নির্দেশিত পথে। তুমি তাদের যা কিছু করতে বলেছিলে, তার কিছুই তারা করল না। তাই, তুমি তাদের উপর আনলে এইসব বিপর্যয়।


এবার মনে কর এই দ্বিতীয় লোকটির একটি ছেলে আছে। সে তার বাবার এই সমস্ত পাপাচরণ দেখে কিন্তু তাকে অনুসরণ করে না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন