Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 20:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 তাই সেই মরু প্রান্তরেই আমি প্রতিজ্ঞা করলাম যে, সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে আমি তাদের নিয়ে যাব না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 এছাড়া, আমি মরুভূমিতে তাদের বিপক্ষে শপথ করলাম, বললাম, আমি সর্বদেশের ভূষণ যে দুগ্ধমধু প্রবাহী দেশ তাদের দিয়েছি, সেই দেশে তাদের নিয়ে যাব না;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 এছাড়া সেই মরুভূমিতে আমি হাত তুলে তাদের কাছে শপথ করেছিলাম তাদের যে দেশ দিয়েছি সেই দেশে নিয়ে যাব দুধ ও মধু প্রবাহিত দেশে, সেটি সব দেশের মধ্যে সুন্দর

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 অধিকন্তু আমি প্রান্তরে তাহাদের বিপক্ষে হস্ত উত্তোলন করিলাম, বলিলাম, আমি সর্ব্ব দেশের ভূষণ যে দুগ্ধমধুপ্রবাহী দেশ তাহাদিগকে প্রদান করিয়াছি, সেই দেশে তাহাদিগকে লইয়া যাইব না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 ঐ লোকদের সঙ্গে মরুভূমিতে আমি আর একটি প্রতিশ্রুতি করে বলেছিলাম: যে দেশ আমি তাদের দিচ্ছি তাতে তারা পা রাখতে পাবে না। সেই দেশ উত্তম এবং বহু উত্তম বিচারে পরিপূর্ণ, সব দেশের চেয়ে সুন্দর!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 তাই আমি মরুপ্রান্তে তাদের বিপক্ষে হাত তুললাম, বললাম, আমি সব দেশের সুন্দর অলংকার যে দুধ মধুপ্রবাহী দেশ তাদেরকে দিয়েছি, সেই দেশে তাদেরকে নিয়ে যাব না;

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 20:15
14 ক্রস রেফারেন্স  

তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম, আমার শান্তি ও বিশ্রাম থেকে এরা হবে চিরতরে বঞ্চিত।


তাই তিনি ক্রুদ্ধ হয়ে শপথ করলেন, এই প্রান্তরেই ইসরায়েলীদের নিপাত করবেন,


আমরা যারা বিশ্বাস করি, তারাই সেই আশ্রয়ের অধিকারী। যেমনঃ “তখন ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম: আমার প্রতিশ্রুত শান্তি ও বিশ্রাম থেকেএরা হবে চিরতরে বঞ্চিত।এরা প্রবেশ করতে পারবে না কখনওআমার আবাসভূমিতে। “যদিও জগত পত্তনের পর ঈশ্বরের কর্ম সমাপ্ত হয়েছিল।


কাদের সম্পর্কে তিনি শপথ করে বলেছিলেন যে, তারা শান্তি ও বিশ্রাম থেকে চিরতরে বঞ্চিত হবে ও তাঁর প্রতিশ্রুত আবাস ভূমিতে প্রবেশ লাভ করতে পারবে না? যারা অবাধ্য হয়েছিল তাদের সম্পর্কে নয় কি?


তাই ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম:আমার প্রতিশ্রুতি শান্তি ও বিশ্রাম থেকেএরা হবে চিরতরে বঞ্চিত,এরা প্রবেশ করতে পারবে না কখনওআমার আবাসভূমিতে।”


আমি সেই মরুভূমিতেই আর একটি অঙ্গীকার করলাম। শপথ করলাম, তাদের সারা পৃথিবীতে ছড়িয়ে-ছিটিয়ে দেব।


কিন্তু আমি তা করলাম না কারণ যারা আমায় মিশর থেকে ইসরায়েলীদের বের করে নিয়ে আসতে দেখেছে তাদের মাঝে আমার অগৌরব হবে।


তোমাদের মধ্যে যারা আমার বিরোধিতা করেছে সেই দুষ্টদের বেছে বেছে বার করে আলাদা করব। তারা যে যেখানে আছে সেখান থেকে বার করে এনে আলাদা করব, নিজেদের দেশেও তারা আর কখনও ফিরতে পারবে না। তখন তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


তোমাদের পূর্বপুরুষদের কাছে আমার প্রতিশ্রুত দেশে যেদিন তোমাদের ফিরিয়ে আনব সেদিন তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


কিন্তু যেহেতু তারা অলীক মূর্তি উপাসনার কাজ পরিচালনা করেছিল এবং ইসরায়েলীদের পাপের পথে নিয়ে গিয়েছিল, সেইহেতু, আমি সর্বাধিপতি প্রভু সুনিশ্চিত শপথ করে বলছি, শাস্তি তারা পাবেই।


সেদিন আমি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, মিশর থেকে তাদের বার করে নিয়ে যাব আমার মনোনীত সেই দেশে—সকল দেশের সেরা সেই সুজলা সুফলা দুগ্ধ-মধু-প্রবাহিনী দেশে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন