Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 2:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 ঈশ্বরের এই বিভূতিদর্শন আমি সসম্ভ্রমে সাষ্টাঙ্গে প্রণত হলাম। শুনলাম গুরুগম্ভীর কন্ঠস্বর: মর্ত্যমানব, উঠে দাঁড়াও। মন দিয়ে আমার কথা শোন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও; আমি তোমার সঙ্গে আলাপ করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য-সন্তান তুমি পায়ে ভর দিয়া দাঁড়াও; আমি তোমার সহিত আলাপ করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 সেই শব্দটি আমায় বলল, “মনুষ্যসন্তান, উঠে দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, তোমার পায়ের ওপর দাড়াও; তবে আমি তোমার সঙ্গে কথা বলবো।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 2:1
32 ক্রস রেফারেন্স  

তিনি আমাকে বললেন, দানিয়েল, তুমি ঈশ্বরের প্রিয়পাত্র। উঠে দাঁড়াও। আমার কথা মন দিয়ে শোন। আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। এই কথা শুনে আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম।


ঈশ্বর বললেনঃ হে মর্ত্যমানব, একটা মাটির ফলক নিয়ে এস। তার উপরে জেরুশালেমের ছবি আঁক।


শোন হে মর্ত্যমানব, ইসরায়েল জাতিকে সতর্ক করার কাজে তোমায় আমি প্রহরী নিয়োগ করছি। আমি যখন তাদের সতর্ক করতে বলব, তখন তুমি তাই করবে—এই তোমার কাজ।


প্রভু পরমেশ্বর বললেন, মর্ত্যমানব শোন, একটা ধারালো ক্ষুর দিয়ে তোমার চুল-দাড়ি সব কামিয়ে ফেল। তারপর সেগুলি ওজন করে তিনভাগ কর।


তারপর ঈশ্বর আমাকে বললেন, ইসরায়েলীদের কাছে যাও, আমি তোমায় যা কিছু বললাম, তাদের কাছে গিয়ে সব বল।


ঈশ্বর বললেন, মর্ত্য মানব, এই পুঁথিখানি খাও। তারপর যাও, ইসরায়েলীদের কাছে গিয়ে বল।


এখন ওঠ, নগরে যাও। সেখানে তোমাকে বলে দেওয়া হবে, কি তোমাকে করতে হবে।


ওঠ, উঠে দাঁড়াও। তেআমাকে আমার দাস ও সাক্ষীরূপে নিযুক্ত করার উদ্দেশ্যে আমি তোমার সামনে আবির্ভূত হয়েছি। আজ যে তুমি আমাকে দেখেছ এবং ভবিষ্যতে যেভাবে আমি তেআমাকে দেখা দেব —সব কিছুর সাক্ষী তোমাকে হতে হবে।


ঈশ্বর জগতকে এত ভালবেসেছিলেন যে তার জন্য তিনি দান করলেন তাঁর অনন্য পুত্রকে। যে তাঁকে বিশ্বাস করবে ক্ষয় নেই তার লাভ করবে সে অনন্ত জীবন।


যিনি স্বর্গলোক থেকে অবতীর্ণ হয়েছেন, একমাত্র সেই মানবপুত্র ব্যতীত কেউ কখনো স্বর্গলোকে উত্তীর্ণ হয় নি।


যীশু কাছে এসে তাঁদের স্পর্শ করে বললেন, ওঠ, ভয় করো না।


তিনি বললেন, তুমি ঈশ্বরের প্রিয়পাত্র! মনে সাহস আনো। দুশ্চিন্তা দূর কর। শান্ত হও। বিচলিত হয়ো না। এই কথা শুনে আমি মনে বল পেয়ে বললাম, প্রভু, এবার বলুন। আপনি আমাকে অনেকটা সবল করে তুলেছেন।


গাব্রিয়েল আমার কাছে এসে দাঁড়ালেন। ভীত সন্ত্রস্ত হয়ে আমি উপুড় হয়ে মাটিতে পড়লাম। তিনি বললেন, মর্ত্য মানব, ভাল করে বুঝে নাও। দর্শনটিতে জগতের শেষ সময়ের কথা বলা হয়েছে।


তিনি আমাকে বললেন, হে মর্ত্যমানব, এই অস্থিগুলিতে প্রাণ ফিরে আসতে পারে কি? আমি বললাম, হে সর্বাধিপতি প্রভু, এর উত্তর একমাত্র আপনিই দিতে পারেন।


হে মর্ত্যমানব, এই লোকদের বল যে সর্বাধিপতি প্রভু বলছেন, তোমরা কি আমার ইচ্ছা জানতে এসেছ? আমি সদাজাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমি তোমাদের কোন উত্তর দেব না। আমি সর্বাধিপতি প্রভু, একথা বলছি।


হে মর্ত্যমানব, ইসরায়েলীদের এই রূপক কাহিনীটি বল।


হে মর্ত্যমানব , জেরুশালেমকে আঙুল তুলে দেখিয়ে বল যে, কী জঘন্য অনাচারই না সে করছে?


হে মর্ত্যমানব, একটি দ্রাক্ষালতাকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা যায় কি? অরণ্যের বৃক্ষের চেয়ে দ্রাক্ষালতার শাখা কি কোন অংশে ভাল হতে পারে?


মর্ত্যমানব, যদি কোন জাতি বিশ্বাসঘাতকতা করে পাপ করে, তাহলে আমি তার উপযুক্ত প্রতিফল দেব, বন্ধ করে দেব তাদের খাদ্যের সরবরাহ। সেখানে পাঠাব দুর্ভিক্ষ। মানুষ আর পশু মরবে একইভাবে, কোন তফাৎ থাকবে না।


হে মর্ত্যমানব, এই লোকেরা অসার মূর্তির কাছে তাদের হৃদয় উৎসর্গ করেছে এবং পাপের পতে পরিচালিত হচ্ছে। তারা কী ভেবেছে, আমি ওদের উত্তর দেব?


হে মর্ত্যমানব, ইসরায়েলের নবীদের প্রকাশ্যে ধিক্কার দাও। তারা নিজের মনগড়া কথাকে দৈববাণী বলে চালায়। প্রভু পরমেশ্বরের কথায় তাদের কান দিতে বল।


তাই হে মর্ত্যমানব, উদ্বাস্তুদের মত তুমি তোমার জিনিসপত্র পোঁটলা করে বেঁধে নাও এবং রাত নামবার আগেই বেরিয়ে পড়। সকলে দেখুক যে, তুমি অন্য জায়গায় চলে যাচ্ছ। হয়তো বা ঐ দুষ্ট-দুরাচারীদের নজরেও তুমি পড়বে।


হে মর্ত্যমানব শোন, ইসরায়েল ভূমির অন্তিম কাল সমুপস্থিত। আমি সর্বাধিপতি প্রভু, এ কথা তোমায় বলে রাখলাম। সর্বনাশের আর দেরী নেই।


শোন, মন দিয়ে শোন। যা বলি, মনে রেখো।


শোন মর্ত্যমানব, যা বলি শোন। ওদের মত বিদ্রোহী হয়ো না। এবার হাঁ কর, যা দিচ্ছি, খেয়ে নাও।


তুমি তাদের ভয় পেয়ো না, তাদের কথায় বিচলিত হয়ো না। তারা তোমার কথা শুনবে না, তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। বিষাক্ত পরিস্থিতির মধ্যে তোমায় পড়তে হবে, দারুণ সঙ্কট তোমায় ঘিরে ধরবে—তবুও ভয় পেয়ো না।


তখন মনে হয়, কে এই নশ্বর মানব? কেন ভাব তার কথা? কেন এই মানবের প্রতি তুমি এত সযত্ন সজাগ?


হে মর্ত্য মানব ইসরায়েলীদের কাছে তোমায় আমি পাঠাচ্ছি, তুমি যাও। তারা বিদ্রোহী, তাদের পিতৃপুরুষদের মত আজও তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে।


আলোর মাঝে ফুটে উঠেছে মেঘধনুকের বর্ণালী। আমি অনুভব করলাম প্রভু পরমেশ্বরের দিব্য বিভূতি।


তিনি আমাকে বললেন, হে মর্ত্যমানব, লক্ষ্য কর। মন দিয়ে শোন এবং যা কিছু আমি তোমাকে দেখাচ্ছি, সব গভীর মনোযোগ দিয়ে দেখ কারণ এই জন্যই আমি তোমাকে এখানে এনেছি। যা তুমি দেখবে, সব ইসরায়েলীদের গিয়ে বলবে।


সর্বাধিপতি প্রভু আমাকে বললেন, হে মানবসন্তান, শোন আমি যা বলি। বেদী তৈরী হয়ে গেলে, তার উপরে হোমবলি আহুতি দিয়ে এবং বলির পশুর রক্ত তার উপরে ছিটিয়ে বেদীটি উৎসর্গ করতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন