Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 19:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তারা তাকে খাঁচায় বন্দী করল নিয়ে গেল ব্যাবিলনরাজের কাছে। পাহারা দিয়ে রাখা হল তাকে যাতে ইসরায়েলের পাহাড়-পর্বতে আর যেন তার গর্জন শোনা না যায়।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তারা তার নাক ফুঁড়ে খাঁচায় রাখল, তাকে ব্যাবিলনের বাদশাহ্‌র কাছে নিয়ে গেল; ইসরাইলের কোন পর্বতে যেন তার হুঙ্কার আর শুনতে পাওয়া না যায়, তাই তাকে দুর্গের মধ্যে রাখল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 তাকে বড়শি পরিয়ে খাঁচায় পুরল আর তাকে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে গেল। তাকে কারাগারে রাখল যেন তার গর্জন আর শোনা না যায় ইস্রায়েলের কোনও পাহাড়ে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তাহারা তাহার নাক ফুঁড়িয়া পিঞ্জরে রাখিল, তাহাকে বাবিল-রাজের নিকটে লইয়া গেল; ইস্রায়েলের কোন পর্ব্বতে যেন তাহার হূঙ্কার আর শুনিতে পাওয়া না যায়, তাই তাহাকে দুর্গের মধ্যে রাখিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তাকে আংটা পরাল এবং তালা বন্ধ করে রাখল। তারা তাকে তাদের ফাঁদে আটকাল। তাই তারা তাকে বাবিল রাজার কাছে নিয়ে গেল এবং তাকে সেখানে রেখে দিল যাতে ইস্রায়েলের কোন পর্বতে তার গর্জন শুনতে না পাওয়া যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তারা তাকে হুকে ঝুলিয়ে খাঁচায় রাখল এবং তাকে বাবিলের রাজার কাছে নিয়ে গেল। তারা ইস্রায়েলের পর্বতে যেন তার হুঙ্কার আর শুনতে পাওয়া না যায়, তাই তাকে পার্বত্য দুর্গের মধ্যে রাখল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 19:9
11 ক্রস রেফারেন্স  

ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহুদীয়ার রাজ্য আক্রমণ করেন এবং যিহোয়াকিমকে শৃঙ্খলিত করে ব্যাবিলনে নিয়ে যান।


হে মর্ত্যমানব, ইসরায়েলের পর্বতরাজির দিকে চেয়ে দেখ, সেখানকার বাসিন্দাদের কাছে আমার এই বাণী পৌঁছে দাও।


প্রভু পরমেশ্বর বললেন,


সে বিধ্বস্ত করতে লাগল নানা দুর্গ, ধ্বংস করতে লাগল শহর-নগর, তার ভয়াল গর্জনে সন্ত্রস্ত হয়ে উঠল দেশবাসী।


নেবুকাডনেজার যিহোয়াখিনকে তাঁর জননী, পত্নীবৃন্দ, রাজকর্মচারী ও যিহুদীয়ার নেতৃবৃন্দসহ বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান।


আমার বিরুদ্ধে তোমার বিদ্রোহের কথা, তোমার দর্পের কথা আমার কানে এসেছে। তাই, যে পথ দিয়ে তুমি এসেছ, এবার আমি তোমার নাকে দড়ি দিয়ে মুখে জালতি বেঁধে সেই পথ দিয়েই তোমায় ফিরিয়ে নিয়ে যাব। হে হিষ্কিয়, এই হবে আগামী দিনের ঘটনার চিহ্ন।


মিশররাজ নেকো হামাৎ-এর অন্তর্গত রিব্‌লায় তাঁকে বন্দী করেন। ফলে জেরুশালেমে তাঁর রাজত্বের অবসান ঘটে। নেকো যিহুদীয়ার উপর একশো তালন্ত রূপো এবং এক তালন্ত সোনা কর ধার্য করেন।


কিন্তু তুমি স্বার্থান্বেষী, নিজের অভিলাষ পূরণেই তুমি ব্যস্ত, নিরপরাধকে হত্যা কর তুমি হিংস্র নিপীড়নে জর্জরিত কর প্রজাবৃন্দকে। প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা।


দুর্বল মেষদের যত্ন নাও নি, অসুস্থদের সারিয়ে তোলনি, আহতদের ক্ষত যত্ন করে বেঁধে দাওনি, তারা হারিয়ে গেলে খুঁজে আননি। তার পরিবর্তে, তাদের সঙ্গে তোমরা নিষ্ঠুর ব্যবহার করেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন