Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 19:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সে বিধ্বস্ত করতে লাগল নানা দুর্গ, ধ্বংস করতে লাগল শহর-নগর, তার ভয়াল গর্জনে সন্ত্রস্ত হয়ে উঠল দেশবাসী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 সে তাদের অট্টালিকাগুলো ধ্বংস করলো; তাদের নগরগুলো উৎসন্ন করলো; তার গর্জনের শব্দে দেশ ও তার সমস্তই স্তম্ভিত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সে তাদের দুর্গগুলি ভাঙল আর নগর সব ধ্বংস করে ফেলল। সেই দেশ ও সেখানে যারা বাস করত তারা তার গর্জনে ভয় পেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 সে তাহাদের অট্টালিকা সকল জ্ঞাত ছিল; তাহাদের নগর সকল উৎসন্ন করিল; তাহার গর্জ্জনের শব্দে দেশ ও তাহার সমস্তই স্তম্ভিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তারপর রাজবাটীগুলো আক্রমণ করল। সে শহরগুলি ধ্বংস করল। ঐ দেশের প্রত্যেকে কথা বলতে ভয় পেত, যখন তারা তার গর্জন শুনত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তারপর সে তাদের বিধবাদেরকে ধর্ষণ এবং তাদের শহরগুলি ধ্বংস করেছে। তার গর্জনের শব্দে দেশ ও তার সমস্তই পরিত্যক্ত হল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 19:7
14 ক্রস রেফারেন্স  

নীল নদকে আমি বিশুদ্ধ করব এবং মিশরকে দুষ্টলোকের পদানত করব। বিদেশীরা নির্মম হাতে এ দেশ ধ্বংস করবে, আমি, প্রভু পরমেশ্বর বলছি এ কথা।


হে জাতিবৃন্দ, তোমরা সকলে শোন, পৃথিবী ও তার অধিবাসী সকলেই শুনুক, জগদীশ্বর প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী থাকুন, তিনি সাক্ষ্য দিন তাঁর পবিত্র মন্দির থেকে।


জগদীশ্বর প্রভু নিজের দিব্য দিয়ে শপথ করেছেন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেনঃ যাকোবকুলের দম্ভ আমি ঘৃণা করি, তাদের প্রাসাদগুলিও আমার ঘৃণার বস্তু, তাদের নগর ও তার মধ্যে যা কিছু আছে সবই আমি শত্রুর হাতে সমর্পণ করব।


নেতারা সিংহের মত গর্জন করতে করতে তাদের শিকার ছিঁড়ছে। তারা লোকদের হত্যা করে তাদের সমস্ত ধন-সম্পত্তি নিয়ে নেয় এবং এভাবে নরহত্যার ফলে রেখে যায় অসংখ্য বিধবাকে।


হে মর্ত্যমানব, সমগ্র জাতিকে তুমি বলবে যে, এখনও যারা নিজেদের দেশ জেরুশালেমে বাস করছে তাদের উদ্দেশ্যে সর্বাধিপতি প্রভুর এই বার্তা: তারা ভয়ে কাঁপতে কাঁপতে খাবে, চকিত-সন্ত্রস্ত হয়ে পান করবে। তাদের দেশ লুন্ঠিত, সর্বস্বান্ত হবে কারণ সেখানকার প্রত্যেকটি লোক দুর্নীতিপরায়ণ।


কর্তৃত্বের অধিকারী যে ব্যক্তি দরিদ্রের উপর নিপীড়ন করে সে শস্যধ্বংসকারীপ্রবল বৃষ্টির মত।


রাজার ক্রোধ সিংহের গর্জনের মত। তাঁর অনুগ্রহ ঘাসের উপর শিশিরের মত।


পূর্ণ পরিণত হয়ে সে তখন সিংহ দলের সাথে মিশতে লাগল সেও শিখল শিকার করতে, তারপর সেও হয়ে উঠল নরখাদক।


জাতিবৃন্দ তার বিরুদ্ধে একত্র হল সমস্ত দেশ থেকে লোকেরা এগিয়ে এল, শিকারীরা জাল বিছিয়ে রাখল চারিদিকে, ফাঁদ পেতে ধরল তাকে।


ইসরায়েল ভূমিতে এই এলাকা শাসনকর্তার জন্য নিরূপিত হবে যাতে তিনি কখনও প্রজাদের উৎপীড়ন না করেন কিন্তু দেশের বাকী অংশের উপর, ইসরায়েল গোষ্ঠীর অধিকার স্থাপনে সাহায্য করেন।


মিশররাজ নেকো হামাৎ-এর অন্তর্গত রিব্‌লায় তাঁকে বন্দী করেন। ফলে জেরুশালেমে তাঁর রাজত্বের অবসান ঘটে। নেকো যিহুদীয়ার উপর একশো তালন্ত রূপো এবং এক তালন্ত সোনা কর ধার্য করেন।


কিন্তু তুমি স্বার্থান্বেষী, নিজের অভিলাষ পূরণেই তুমি ব্যস্ত, নিরপরাধকে হত্যা কর তুমি হিংস্র নিপীড়নে জর্জরিত কর প্রজাবৃন্দকে। প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা।


দুর্বল মেষদের যত্ন নাও নি, অসুস্থদের সারিয়ে তোলনি, আহতদের ক্ষত যত্ন করে বেঁধে দাওনি, তারা হারিয়ে গেলে খুঁজে আননি। তার পরিবর্তে, তাদের সঙ্গে তোমরা নিষ্ঠুর ব্যবহার করেছ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন