Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 19:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 লালন করেছে তাকে, সযত্নে শিখিয়েছে শিকার করতে! সে হয়ে উঠেছে নরখাদক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 তার প্রতিপালিত এক বাচ্চা যুবসিংহ হয়ে উঠলো, সে পশু শিকার করতে শিখল, মানুষদেরকে গ্রাস করতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তার একটি শাবক বড়ো হয়ে শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তাহার প্রতিপালিত এক বৎস যুবসিংহ হইয়া উঠিল, সে মৃগ বিদারণ করিতে শিখিল, মনুষ্যদিগকে গ্রাস করিতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তার এক শাবক উঠে দাঁড়াল, সে হয়ে উঠল এক শক্ত সমর্থ যুব সিংহ। সে তার খাবার শিকার করতে শিখে গেল। সে একটি লোককে মারল এবং তাকে খেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তার প্রতিপালিত এক বাচ্চা যুবসিংহ হয়ে উঠল, সে শিকার বিচ্ছিন্ন করতে শিখল, মানুষদেরকে গ্রাস করতে লাগল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 19:3
10 ক্রস রেফারেন্স  

নেতারা সিংহের মত গর্জন করতে করতে তাদের শিকার ছিঁড়ছে। তারা লোকদের হত্যা করে তাদের সমস্ত ধন-সম্পত্তি নিয়ে নেয় এবং এভাবে নরহত্যার ফলে রেখে যায় অসংখ্য বিধবাকে।


পূর্ণ পরিণত হয়ে সে তখন সিংহ দলের সাথে মিশতে লাগল সেও শিখল শিকার করতে, তারপর সেও হয়ে উঠল নরখাদক।


দান সম্পর্কে তিনি বললেনঃ দান সিংহশাবক তুল্য, উৎপত্তি তার বাশান থেকে।


মিশররাজ নেকো যোশিয়ের অপর পুত্র ইলিয়াকিমকে পিতার সিংহাসনে বসান ও তাঁর নাম পরিবর্তন করে যিহোয়াকিম রাখেন। যিহোয়াহাসকে মিশররাজ নেকো মিশরে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।


সিংহদলের মাঝে ধন্য তোমার সিংহ-জননী! হিংস্র সিংহদলের মাঝে সে পালন করেছে তার শাবককে,


সমস্ত জাতি জানল তার কথা, সচকিত হল, ফাঁদ পেতে ধরল তাকে। শৃঙ্খলিত করে টেনে নিয়ে গেল মিশরে,


হে মর্ত্যমানব, মিশররাজকে সতর্ক করে দাও। তার কাছে পৌঁছে দাও আমার এই বার্তা: জাতিবৃন্দের মাঝে তুমি সিংহের মত আচরণ করে থাক কিন্তু আসলে তুমি একটা কুমীর। নদীর জলে আস্ফালন করে বেড়াও। পা দিয়ে জল ঘোলা করে দাও, দূষিত করে দাও নদী।


ঐ শোন, মেষপালকদের আর্তনাদ, তাদের গর্বের সম্পদ লুণ্ঠিত। ঐ শোন সিংহের গর্জন, জর্ডন তীরের উপবনগুলি হয়েছে ধ্বংস।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন