Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 18:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 যখন কোন ধর্মনিষ্ঠ ব্যক্তি ন্যায্য কাজে বিরত হয় এবং অন্যায় কাজে লিপ্ত হয়, তখন তার মৃত্যু হয়। তার দুষ্কর্ম তার মৃত্যু ডেকে আনে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 তোমাদের পথ কি অসরল নয়? ধার্মিক লোক যখন তার ধার্মিকতা থেকে ফিরে অন্যায় করে ও তাতে মারা যায়, তখন নিজের কৃত অন্যায়েই মারা যায়।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 যদি একজন ধার্মিক লোক নিজের ধার্মিকতা থেকে ফিরে পাপ করে, সে তার জন্য মরবে; কারণ যে পাপ সে করেছে, সে মরবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 ধার্ম্মিক লোক যখন আপন ধার্ম্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে ও তাহাতে মরে, তখন আপনার কৃত অন্যায়েই মরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 যদি কোন ভাল লোক পরিবর্তিত হয়ে দুষ্ট হয়ে ওঠে, তবে সে তার মন্দ কাজের জন্য অবশ্যই মারা যাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 ধার্মিক লোক যখন নিজের ধার্ম্মিকতা থেকে ফিরে অন্যায় করে তাতে মরে, তখন নিজের করা অন্যায়েই মরে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 18:26
11 ক্রস রেফারেন্স  

কিন্তু যদি একজন সৎব্যক্তি সৎকর্ম পরিহার করে মন্দ ও জঘন্য অনাচারে লিপ্ত হয়, সে কি জীবনলাভ করবে? না। তার কোন সৎকর্মই এক্ষেত্রে বিবেচনা করা হবে না। তার অবিশ্বস্ততা ও পাপের ফল সে পাবেই তার মৃত্যু হবে।


কিন্তু তোমরা বল, ‘প্রভু পরমেশ্বর যা করছেন তা ন্যায্যা নয়’। হে ইসরায়েলীবৃন্দ, শোন আমার কথা, তোমরা কি ভাব আমার কর্মপন্থা সঠিক নয়? আমি বলি তোমরাই বরং ন্যায়ের পথে চল না।


কোন দুর্জন ব্যক্তি যখন পাপাচরণ ত্যাগ করে সৎ ও ন্যায্য কাজ করে, তখন সে নিজের জীবন রক্ষা করে।


সৎ ব্যক্তিকে আমি জীবনের প্রতিশ্রুতি দিতে পারি, কিন্তু এক্ষেত্রে সে যদি ভাবে যে তার অতীতের সৎকর্মই জীবন লাভের পক্ষে যথেষ্ট এবং পাপ করতে শুরু করে তাহলে আমি তার সমস্ত সৎকর্মই অগ্রাহ্য করব।


পুরোহিত তার পাপের জন্য প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করবে। তাহলে সে পাপের ক্ষমা পাবে।


যারা অন্ধকারের পথে চলার জন্য ন্যায়ের পথ পরিহার করে,


যদি কোন সৎ ব্যক্তি মন্দ কাজ করতে শুরু করে এবং তার জন্য আমি তাকে বিপদের মুখে ফেলি, তখন যদি তুমি তাকে সতর্ক করে না দাও, তার মৃত্যু হবে। তার পাপই হবে তার মৃত্যুর কারণ। এক্ষেত্রে তার কোন সৎ কর্মই আমার কাছে গ্রাহ্য হবে না। তার মৃত্যুর জন্য তোমাকেই কৈফিয়ৎ দিতে হবে।


কিন্তু তার বাবা সারাজীবন চুরি-জোচ্চুরি, প্রতারণা ও অন্যায়-উৎপীড়ন করে কাটালো এবং তার মৃত্যুও হল। এই মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।


যখন কোন ধর্মনিষ্ঠ ব্যক্তি সৎকাজ ত্যাগ করে অসৎ কাজ করতে শুরু করে, তখন তাকে এজন্য মরতেই হবে।


অবশ্য এটা তখনই সম্ভব তোমরা যদি বিশ্বাসের ভিত্তিতে দৃঢ়প্রতিজ্ঞ ও অবিচল থাক এবং যে সুসমাচার তোমরা শুনেছ তার অন্তর্নিহিত লব্ধ প্রত্যাশা থেকে বিচলিত না হ্য। আকাশের নীচে সমগ্র সৃষ্টির কাছে এই সুসমাচার প্রচারিত হচ্ছে। আমি পৌল —এই সুসমাচার প্রচারই আমার জীবনের ব্রত।


সর্বপ্রকার অধর্মাচরণই পাপ, কিন্ত উএমন পাপ আছে যে পাপ মৃত্যু ডেকে আনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন