Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 17:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 চারাটি পল্লবিত হল, লতিয়ে লতিয়ে বিছিয়ে গেল অনেক দূর, পরিণত হল দ্রাক্ষাকুঞ্জে। ডালপালাগুলি লতিয়ে উঠল ঈগলের বাসার দিকে, আর তার শিকড়গুলি নামল নীচে, মাটির গভীরে। পল্লবিত লতায়-পাতায় ছেয়ে গেল দ্রাক্ষাকুঞ্জ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পরে তা বৃদ্ধি পেয়ে খর্ব অথচ ছড়িয়ে পড়া আঙ্গুরলতা হল; তার ডাল ঐ ঈগলের অভিমুখে ফিরল; ও সেই পাখির নিচে তার মূল থাকলো; এভাবেই তা আঙ্গুরলতা হয়ে ডালবিশিষ্ট ও পল্লবিত হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সেটি মাটিতে ছড়িয়ে পড়া একটি দ্রাক্ষালতা হল। তার ডালগুলি ওই ঈগলের দিকে ফিরল আর তার শিকড়গুলি পাখির নিচে রইল। এইভাবে সেই দ্রাক্ষালতা বড়ো হল এবং তাতে পাতাভরা অনেক ডাল বের হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরে তাহা বৃদ্ধি পাইয়া খর্ব্ব অথচ বিস্তারিত দ্রাক্ষালতা হইল; তাহার শাখা ঐ ঈগলের অভিমুখে ফিরিল, ও সেই পক্ষীর নীচে তাহার মূল থাকিল; এই প্রকারে তাহা দ্রাক্ষালতা হইয়া শাখাবিশিষ্ট ও পল্লবিত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 বীজ থেকে চারা বেড়ে দ্রাক্ষালতা হল। সে এক উত্তম দ্রাক্ষালতা, যা খুব উঁচু ছিল না কিন্তু অনেক জায়গা জুড়ে বিস্তৃত হল। লতাগুলো কাণ্ডে পরিণত হল। এর ডাল-পালাগুলো দীর্ঘ হল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 পরে তা বৃদ্ধি পেয়ে ছোট বিস্তারিত আঙ্গুরক্ষেত হল; তার ডাল ঐ ঈগলের দিকে ফিরল ও সেই পাখির নীচে তার মূল থাকল; এই ভাবে তা আঙ্গুরলতা হয়ে ডালবিশিষ্ট ও গজিয়ে উঠল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 17:6
10 ক্রস রেফারেন্স  

যাতে রাজ্যটা দুর্বল হয়ে পড়ে এবং প্রজারা একান্তভাবে তার অনুগত থাকে।


চারাগুলো বড় হবার পর যখন শীষ দেখা দিল তখন শ্যামাঘাসও দেখতে পাওয়া গেল।


মিশর দেশ থেকে তুমি এনেছিলে একটি দ্রাক্ষালতা, রোপন করেছিলে তাকে অতি সযত্নে, অন্যান্য বৃক্ষলতা নির্মূল করে।


দ্রাক্ষা সংগ্রহের আগে যখন দ্রাক্ষার ফুল ঝরে গিয়ে ফল পাকতে শুরু করে, সেই সময় শত্রুরা সুদানীদের ধ্বংস করবে অতি সহজে, যেমন সহজে দ্রাক্ষালতার নব পল্লব ছুরি দিয়ে কাটা যায়।


তারপর ইসরায়েল দেশ থেকে একটি চারাগাছ তুলে এনে এক উর্বরা ভূমিতে রোপণ করে দিল। সেখানে জলের যোগান ছিল অফুরান।


সেখানে ছিল আর একটি বিরাট ঈগল পাখি, ঘন পালকে ঢাকা তার বিশাল ডানা। এই দ্রাক্ষালতা এবার তার শিকড় ও লতা-পাতা চালাল এই ঈগলের দিকে, যে বাগানে তাকে রোপণ করা হয়েছিল, সেখানকার চেয়ে আরও বেশি জল পাওয়ার আশায়।


সে রাজ্য হবে সবচেয়ে দুর্বল এবং গুরুত্বহীন। তারা আর কখনও অপর কোন জাতির উপর প্রভুত্ব করতে পারবে না। আমি তাদের এত অযোগ্য ও অকিঞ্চিৎকর করে তুলব যে তারা আর কখনও কোন জাতিকে নিজেদের ইচ্ছাধীনে আনতে পারবে না।


বসন্তকাল এলে রাজা নেবুকাডনেজার যিহোয়াখিনকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান এবং মন্দিরের সমস্ত ধনরত্ন নিয়ে যান। নেবুকাডনেজার যিহোয়াখিনের কাকা সেদেকিয়াহকে যিহুদীয়া ও জেরুশালেমের রাজা করে যান।


তোমার জননী ছিলেন ঝরণার ধারে রোপিত এক দ্রাক্ষালতার মত, প্রচুর জল ছিল সেখানে। তাই সেই দ্রাক্ষালতা ছেয়ে থাকত পাতায় পাতায়, অজস্র ফলসম্ভারে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন