Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 14:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 আমি তাকে সকলের সামনে ভয়াবহ দৃষ্টান্তস্বরূপ করব। আমি তাকে আমার প্রজাসমাজ থেকে উৎখাত করব। তখন তোমরা জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 ফলত আমি সেই মানুষের বিরুদ্ধে মুখ রাখবো এবং তাকে চিহ্ন ও প্রবাদের জন্য বিস্ময়াস্পদ করবো এবং আমার লোকদের মধ্য থেকে তাকে মুছে ফেলব; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 আমি সেই লোকের বিপক্ষে দাঁড়াব এবং তাকে একটি দৃষ্টান্ত ও একটি চলতি কথার মতো করব। আমার লোকদের মধ্য থেকে আমি তাকে ছেঁটে ফেলব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 ফলতঃ আমি সেই মনুষ্যের বিরুদ্ধে মুখ রাখিব, এবং তাহাকে চিহ্ন ও প্রবাদের জন্য বিস্ময়াস্পদ করিব, এবং আমার প্রজাদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 আমি সেই ব্যক্তির বিরুদ্ধে উঠে দাঁড়াব। আমি তাকে ধ্বংস করব, অন্য লোকেদের কাছে সে উদাহরণ স্বরূপ হবে। লোকে তাকে দেখে হাসবে। আমি তাকে আমার প্রজাদের মধ্য থেকে উচ্ছেদ করব। তখন তোমরা জানবে যে আমিই প্রভু!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তাই আমি সেই মানুষের বিরুদ্ধে মুখ রাখব এবং তাকে চিহ্ন ও প্রবাদের জন্য তৈরী করব এবং আমাদের প্রজাদের মধ্য থেকে তাকে বিচ্ছিন্ন করব এবং তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 14:8
25 ক্রস রেফারেন্স  

আমি শাস্তি দেব। তারা একবার আগুনের কাছে থেকে পালালেও আগুন তাদের ছাড়বে না, গ্রাস করবেই। তাদের যখন আমি শাস্তি দেব, তখনই তোমরা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


তোমার উপর ক্রোধে যখন আমি ভয়ঙ্কর রূপ ধারণ করব, তোমায় যখন শাস্তি দেব তখন তোমার প্রতিবেশী জাতিবৃন্দ ভয়ে কাঁপবে। তারা তোমায় ঘৃণা করবে, উপহাসে জর্জরিত করবে।


এইজন্য আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তোমাদের অমঙ্গল ঘটাব, ধ্বংস করব সমগ্র যিহুদীয়াকে।


যেখানেই তোমরা থাক না কেন, তোমাদের হত্যা করা হবে এবং তার পরেও যারা বেঁচে যাবে, অবশিষ্ট থাকবে, তারাই বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমার মনোনীত প্রজারা তোমাদের নামকে অভিশাপরূপে ব্যবহার করবে। আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, তোমাদের মৃত্যুর হাতে তুলে দেব। কিন্তু আমার অনুগত সেবকদের আমি দান করব এক নতুন নাম।


প্রভু পরমেশ্বর যে সব জাতির মধ্যে তোমাদের বিক্ষিপ্ত করবেন, তারা তোমাদের দুরবস্থা দেখে আতঙ্কিত হবে, তোমরা হবে তাদের কাছে তাচ্ছিল্য ও উপহাসের পাত্র।


ইসরায়েলকূলজাত কোন লোক কিম্বা তাদের মধ্যে প্রবাসী কোন লোক যদি কোন কিছুর রক্ত পান করে, তাহলে আমি সেই রক্তখাদকের প্রতি বিমুখ হব এবং তাকে তার সমাজের মধ্য থেকে উচ্ছেদ করব।


তাঁদের আমলে এইসব ঘটনা দৃষ্টান্তস্বরূপ ঘটেছইল এবং আমরা যারা যুগান্তে উপনীত তাদের সতর্ক করে দেওয়ার জন্য সেগুলি শাস্ত্রে লিখিত হয়েছে।


দেখ, ঈশ্বর যেমন করুণাময় তেমনি তিনি কঠোরও হতে পারেন। যাদের কেটে ফেলা হয়েছে তাদের প্রতি তিনি কঠোর, কিন্তু তেআমার উপরে রয়েছে ঈশ্বরের করুণা, অবশ্য তুমি যদি তাঁর করুণাকে আশ্রয় করে থাক। তা না হলে তোমাকেও কেটে ফেলা হবে।


কাজেই, এবার তোমাদের মনগড়া দিব্যদর্শন আর বিভ্রান্তকারী ভবিষ্যদ্বাণীর দিন শষে। আমি তোমাদের কুহকিনী মায়াজাল থেকে আমার প্রজাদের উদ্ধার করব, যাতে তোমরা বুঝতে পার যে, আমিই প্রভু পরমেশ্বর।


জেরুশালেম থেকে যাদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল, তারা যদি কখনও কাউকে অভিসম্পাত দিতে চায়, তারা বলবে, ‘প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে রাজা আহাব ও সিদিকিয়ের মত ব্যবহার করুন, যাদের ব্যাবিলনের রাজা জীবন্ত পুড়িয়ে মেরেছিলেন।’


তাদের উপর আমি এমন বিপর্যয় আনব যে পৃথিবীর সমস্ত জাতি আতঙ্কে শিউরে উঠবে। লোকে তাদের উপহাস করবে, ব্যঙ্গ বিদ্রূপ করবে এবং যে সব জায়গায় আমি তাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, সেই সব জায়গায় তাদের নামে অভিশাপ দেওয়া হবে।


আমি এই নগরীকে ধ্বংস করতে মনস্থ করেছি, তাকে আমি কিছুতেই রেহাই দেব না। ব্যাবিলনরাজের হাতে একে তুলে দেওয়া হবে। সে এই নগরী পুড়িয়ে ছারখার করে দেবে—আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


প্রভুর আশিস্‌ধন্য যারা, তারাই হবে দেশের অধিকারী কিন্তু তাঁর অভিশাপের পাত্রেরা হবে উচ্ছিন্ন।


প্রভু পরমেশ্বর দুষ্কৃতীদের প্রতি চরম বিমুখ মুছে ফেলবেন তাদের সকল স্মৃতি পৃথিবীর বুক থেকে।


সেই সময় পৃথিবী দ্বিধা বিভক্ত হয়ে এদের ও কোরহকে গ্রাস করেছিল, তার ফলে এই দলের লোকজন মারা গিয়েছিল, এদের সঙ্গে আরও দুশো পঞ্চাশ জন মরেছিল আগুনে পুড়ে। এরা সকলেই হয়েছিল নিদর্শন স্বরূপ।


অশুচি হওয়ার পর যে ব্যক্তি নিজেকে শুদ্ধ না করে তাকে সমাজ থেকে উচ্ছেদ করতে হবে, কারণ সে প্রভু পরমেশ্বরের পীঠস্থান অশুচি করেছে। শুদ্ধি বারি তার উপরে সিঞ্চন করা হয় নি, তাই সে অশুচি।


আমি তোমাদের প্রতি বিমুখ হব, ফলে তোমরা শত্রুদের দ্বারা বিপর্যস্ত হবে। তোমাদের প্রতিপক্ষ তোমাদের উপর আধিপত্য করবে। কেউ তাড়া করলেও তোমরা পালিয়ে যাবে।


তুমি তাদের বল, পুরুষানুক্রমে তাদের বংশের কেউ যদি অশুচি অবস্থায় ইসরায়েলী সমাজ কর্তৃক প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত পবিত্র বস্তুর সান্নিধ্যে যায়, তাহলে সেই ব্যক্তি আমার সম্মুখ থেকে উচ্ছিন্ন হবে। আমি প্রভু পরমেশ্বর।


এই পাপিষ্ঠেরা তাদের পাপের জন্য জীবন দিয়েছে, এদের ধূপদানিগুলি পিটিয়ে পাত তৈরী করে তা দিয়ে বেদীটির জন্য আবরণ তৈরী করা হোক। এগুলি পবিত্র কারণ ওরা প্রভু পরমেশ্বরের সম্মুখে এগুলি উৎসর্গ করেছিল। এগুলি ইসরায়েলীদের কাছে নিদর্শনস্বরূপ।


এগুলি তোমাদের ও তোমাদের বংশধরদের কাছে যুগে যুগে ঈশ্বরের উদাহরণ স্বরূপ হয়ে থাকবে।


তাহলে সে যখন এই শপথবাক্য শুনবে তখন হয়তো মনে মনে সে নিজের স্বস্তিবাচন করে বলবে, ‘দুরন্ত মনের বাসনা অনুযায়ী চললেও আমি নিরাপদেই থাকব।’— কিন্তু এর ফলে ভালো-মন্দ সকলেরই ধ্বংস ডেকে আনা হবে।


প্রভু শোনেন ধর্মনিষ্ঠের কাতর ক্রন্দন, সকল সঙ্কট থেকে তাদের করেন উদ্ধার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন