Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 14:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 মর্ত্যমানব, যদি কোন জাতি বিশ্বাসঘাতকতা করে পাপ করে, তাহলে আমি তার উপযুক্ত প্রতিফল দেব, বন্ধ করে দেব তাদের খাদ্যের সরবরাহ। সেখানে পাঠাব দুর্ভিক্ষ। মানুষ আর পশু মরবে একইভাবে, কোন তফাৎ থাকবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 হে মানুষের সন্তান, কোন দেশ বিশ্বাস ভঙ্গ দ্বারা আমার বিরুদ্ধে গুনাহ্‌ করলে যখন আমি তার বিরুদ্ধে আমার হাত বাড়িয়ে দেই, তার খাদ্য সরবরাহ বন্ধ করি ও তার মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করে সেখানকার মানুষ ও পশু উচ্ছিন্ন করি;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 “হে মানবসন্তান, যদি কোনও দেশ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে পাপ করে আমি তাদের বিরুদ্ধে হাত বিস্তার করে তাদের খাবারের যোগান বন্ধ করে দিই এবং দুর্ভিক্ষ পাঠিয়ে সেখানকার মানুষ ও তাদের পশুদের মেরে ফেলি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 হে মনুষ্য-সন্তান, কোন দেশ সত্যলঙ্ঘন দ্বারা আমার বিরুদ্ধে পাপ করিলে যখন আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করি, তাহার অন্নরূপ যষ্টি ভাঙ্গিয়া ফেলি, ও তাহার মধ্যে দুর্ভিক্ষ প্রেরণ করিয়া তথাকার মনুষ্য ও পশু উচ্ছিন্ন করি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 “মনুষ্যসন্তান, যে জাতিই আমাকে পরিত্যাগ করবে ও আমার বিরুদ্ধে পাপ করবে তাকেই আমি শাস্তি দেব। আমি তাদের খাদ্যের যোগান বন্ধ করে দেব। আমি দুর্ভিক্ষ এনে সেই দেশ থেকে লোকজন ও পশুদেরও দূর করে দিতে পারি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 মানুষের সন্তান, যখন কোন দেশ আমার বিরুদ্ধে পাপ করার অঙ্গীকার করে যাতে আমি তার বিরুদ্ধে আমার হাত বিস্তার করি এবং রুটির লাঠি ভেঙে দিই এবং তার মধ্যে দূর্ভিক্ষ পাঠাই এবং দেশ থেকে মানুষ ও পশুকে বিচ্ছিন্ন করি;

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 14:13
26 ক্রস রেফারেন্স  

শোন মর্ত্যমানব, জেরুশালেমে খাবারের যোগান আমি বন্ধ করে দেব। সেখানকার মানুষ দুর্দশায় জর্জরিত হবে। ভয়ে, সংশয়ে রুটি, জল মেপে মেপে খাবে।


আমি তোমাদের এমন খাদ্যসঙ্কটের মধ্যে ফেলব যে, দশজন স্ত্রীলোক একটি মাত্র উনুনে রুটি তৈরী করবে এবং ওজন করে তোমাদের রুটি বন্টন করবে। তা খেয়ে তোমাদের পেট ভরবে না।


তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমি ঐ দেশ মরু প্রান্তরে পরিণত করব। —এই কথা সর্বাধিপতি প্রভু বলেন।


সর্বাধিপতি প্রভু এই কথা বলছেনঃ জেরুশালেমের মানুষ ও পশুকে একসাতে ধ্বংস করার জন্য আমি চারটি দণ্ড বিধান করেছি। তা হল যুদ্ধ, দুর্ভিক্ষ, হিংস্র জন্তু ও মহামারী।


কিম্বা যদি ঐ দেশে আমি মহামারী পাঠাই, নিদারুণ রোষে যদি আমি মানুষ ও পশুকে নিমর্মভাবে হত্যা করি এবং


অথবা আমি যদি সে দেশে যুদ্ধ ঘটাই এবং সেখানকার মানুষ ও পশুকে একইভাবে সবংশে নিধন করা জন্য মারাত্মক বিধ্বংসী অস্ত্রশস্ত্র পাঠাই,


আমি তোমায় খাদ্যের সরবরাহ বন্ধ করে দেব, আমি তোমায় অনাহারে শুকিয়ে মারব। তুমি তখন মর্মে মর্মে উপলব্ধি করবে, ক্ষুধার কি জ্বালা! এ জ্বালায় তুমি ধ্বংস হবে।


প্রজারা বলছে, এ দেশ পরিত্যক্ত মরুভূমির মত হয়ে যাবে যেখানে কোনও জনপ্রাণীর বাস নেই। এই দেশই দেওয়া হবে ব্যাবিলনীয়দের, কিন্তু এদেশের জমি আবার কেনা হবে।


এই পৃথিবী মাতালের মত টলতে থাকবে, ঝড়ের মুখে দুলবে পর্ণকুটিরের মত। এ জগত পাপের ভারে নুয়ে পড়েছে, এবার ভেঙ্গে পড়বে, আর কোনদিন মাথা তুলতে পারবে না।


মানুষ, যে সমস্ত বস্তু ও ব্যক্তির উপর নির্ভরশীল, প্রভু, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর সেই সমস্ত বস্তু ও ব্যক্তিকে জেরুশালেম ও যিহুদীয়া থেকে সরিয়ে নিতে উদ্যত হয়েছেন। তাদের অন্নজল,


আমরা পাপ করেছি, মন্দ পথে চলেছি, অন্যায় আচরণ করেছি। অমান্য করেছি তোমার অনুশাসন। তোমার নির্দেশিত সত্য পথ পরিহার করেছি।


তাই আমি ঘোষণা করছি যে, ইদোমকে আমি শাস্তি দেব। সেখানকার মানুষ ও পশু নির্বিশেষে প্রত্যেককে নিধন করব। সে দেশ পরিণত হবে ধ্বংসস্তূপে। তেমান নগরী থেকে দেদান নগরী পর্যন্ত সমস্ত মানুষজন যুদ্ধে নিহত হবে।


অতএব হে মর্ত্যমানব, আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, সেকথা ইসরায়েলীদের বল যে, এবার তাদের পূর্বপুরুষেরা স্বেচ্ছাচারী হয়ে অন্যভাবে আমার অবমাননা করল।


ঈশ্বর বললেন, ইসরায়েল ও যিহুদীয়া মহাপাপ করেছে। তারা সারা দেশে হত্যাকাণ্ড চালিয়েছে, অন্যায়-অবিচারে ভরিয়ে তুলেছে জেরুশালেম নগরী। তারা মনে করে, ঈশ্বর এখানে নেই, তাদের তিনি দেখতে পাচ্ছেন না।


সম্ভ্রম তার অবলুন্ঠিত, বিবসনা সে আজ, সকলের ঘৃণার পাত্রী, নিদারুণ লজ্জায় মুখ ঢেকে সারা হয় আতুর আর্তনাদে। ভয়াবহ পাপে জেরুশালেম নিজেকে করেছে মলিন ও কলঙ্কিত।


তিনি রাজার কাছে গিযে আমাকে বলতে বললেন, তুমি পাণ্ডুলিপি পুড়িয়ে দিয়েছ এবং তুমি যিরমিয়কে জিজ্ঞাসা করেছ, কেন সে লিখেছে যে ব্যাবিলনের রাজা এসে এ দেশ ধ্বংস করে দেবে এবং মানুষ-পশু নির্বিশেষে সবাইকে হত্যা করবে?


তাই, আমি সর্বাধিপতি প্রভু, এই মন্দিরের উপর বর্ষণ করব আমার ভয়াবহ ক্রোধ। মানুষ ও পশু নির্বিশেষে সবার উপরে বর্ষিত হবে এই ক্রোধ, এমন কি বৃক্ষরাজি ও শস্যলতাদিও এর থেকে বাদ যাবে না। আমার ক্রোধ হবে এমন আগুনের মত, যা কেউ নিভাতে পারবে না।


বললাম, হে ঈশ্বর আমি এত লজ্জিত যে তোমার সামনে মাথা তুলতে পারছি না। আমাদের পাপ জমে জমে স্তূপাকার হয়ে গেছে, আমাদের মাথা ছাড়িয়ে আকাশ স্পর্শ করেছে।


তাই প্রভু পরমেশ্বর বললেন, আমি উচ্ছিন্ন করব এই পৃথিবী থেকে আমার সৃষ্ট মানুষকে আর সেই সঙ্গে পশু, সরীসৃপ ও আকাশের পাখীদেরও। এদের সৃষ্টি করার জন্য আমি দুঃখিত।


দৃষ্টিপাত কর আমার প্রতি, হে প্রভু পরমেশ্বর, চেয়ে দেখ দুঃসহ বেদনা আমার, দেহমনের সীমাহীন যন্ত্রণা! কারণ, আমি ছিলাম দুর্দান্ত এক বিদ্রোহিনী তোমার বিরুদ্ধাচারী বাইরে, প্রকাশ্য পথে চলেছে নিষ্ঠুর হত্যালীলা, রুদ্ধদ্বার গৃহেও ফিরেছে মৃত্যুর ছায়া।


সেই বছরের চতুর্থ মাসের নবম দিনে, দুর্ভিক্ষ যখন চরমে উঠেছিল, মানুষের ঘরে খাদ্যশস্যের একটি কণাও অবশিষ্ট ছিল না, তখনই ভেঙ্গে ফেলা হল নগরের প্রাকার।


আমি তাদের দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেব, ধ্বংস করব তাদের দেশ। দক্ষিণের মরুপ্রদেশ থেকে উত্তর সীমায় রিবলা পর্যন্ত সমগ্র দেশকে আমি ঊষর মরুভূমিতে পর্যবসিত করব। ইসরায়েলী অধ্যুষিত কোন স্থানই আমার হাত থেকে রেহাই পাবে না। তখনই সকলে বুঝবে, আমিই প্রভু পরমেশ্বর।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন