Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 14:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 সেই নবী এবং যে নির্দেশ জানতে এসেছে—দুজনে একই শাস্তি পাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 এভাবে তারা নিজ নিজ অপরাধ বহন করবে; অনুসন্ধান করতে আসা ঐ ব্যক্তি ও নবী উভয়ের সমান অপরাধ হবে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তারা তাদের অন্যায়ের শাস্তি পাবে—সেই ভাববাদী এবং যে তার সঙ্গে পরামর্শ করবে সেও দোষী হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 এইরূপে তাহারা আপন আপন অপরাধ বহন করিবে; ঐ অনুসন্ধানার্থী ব্যক্তি ও ভাববাদী উভয়ের সমান অপরাধ হইবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তাই সেই পরামর্শ প্রার্থী প্রশ্নকারক ও উত্তরকারী ভাববাদী দুজনেই একই শাস্তি পাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 এবং তারা তাদের নিজের অপরাধ বহন করবে; ঐ অনুসন্ধানকারী ব্যক্তি ও ভাববাদী দুজনের সমান অপরাধ হবে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 14:10
17 ক্রস রেফারেন্স  

আর তোমার দুই বোন—তোমাদের ভ্রষ্টাচার ও অলীক মূর্তিপূজার অপরাধে আমি তোমাদের কঠোর দণ্ড দেব। তখনই তোমরা নিশ্চিত জানবে যে আমিই সর্বাধিপতি প্রভু।


কারণ প্রত্যেককেই বইতে হবে আপন বোঝা।


প্রভুর ক্রোধ আমি সহ্য করব, কেননা আমি পাপ করেছি তাঁর বিরুদ্ধে, পরিশেষে তিনিই আমার পক্ষ অবলম্বন করবেন, ন্যায়বিচার সম্পন্ন করবেন আমার পক্ষে। তিনিই আমাকে আলোকে উত্তীর্ণ করবেন, প্রত্যক্ষ করব আমি তাঁরই সাধিত পরিত্রাণ।


তুমি তাদের বল, আমি জগদীশ্বর তাদের বলছি: যে সব ইসরায়েলী অলীক প্রতিমার কাছে নিজেদের উৎসর্গ করেছে, পাপের পথে পরিচালিত হয়েছে, তারপরও তারা আবার দ্রষ্টা নবীর কাছে পরামর্শ চাইতে এসেছে! তারা তাদের যোগ্য উত্তরই পাবে। তাদের অনেক দেব-দেবী থাকা সত্ত্বেও আমি স্বয়ং তাদের উত্তর দেব।


আমি প্রভু পরমেশ্বর তোমাকে বলছি যে, এই সব নবী, যাদের আমি পাঠাই নি, যারা আমার নাম করে বলছে যে যুদ্ধ ও দুর্ভিক্ষ দেশের বিপর্যয় আনবে না, তাদের আমি যুদ্ধে ও দুর্ভিক্ষেই নিধন করব।


তাহলে সেই স্বামী অপরাধমুক্ত হবে, কিন্তু স্ত্রীকে নিজের অপরাধের দায় বহন করতে হবে।


কয়িন প্রভুকে বলল, এই দণ্ড আমার পক্ষে বড় নির্মম।


যদি কোন নবী ভ্রান্ত নির্দেশ উচ্চারণ করে মানুষকে ভুল পথে নিয়ে যায়, জেনো, আমি প্রভু পরমেশ্বরই তাকে ভ্রান্তিতে ফেলেছি। আমি তাকে ইসরায়েলীদের মধ্যে থেকে উচ্ছেদ করব।


ইসরায়েলীরা যাতে আমাকে পরিত্যাগ না করে এবং পাপে লিপ্ত হয়ে নিজেদের অশুচি না করে, সেইজন্যই আমি এসব কাজ করব। তারা আমার প্রজা হবার জন্যই মনোনীত এবং আমিই হব তাদের ঈশ্বর সর্বাধিপতি প্রভু এই কথা বলেছেন।


দণ্ডবিধানের কাল সমাগত, তাদের সমুচিত শাস্তির দিন উপস্থিত, এ ঘটনা যখন ঘটবে,তখন ইসরায়েল সে কথা উপলব্ধি করবে। তোমরা বল, এই নবী মূর্খ, আত্মায় আবিষ্ট এই লোকটা উন্মাদ, তোমাদের অপরাধের মাত্রা ছাড়িয়ে গেছে বলেই আজ তোমরা আমাকে এত ঘৃণা কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন