Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 13:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 দেওয়াল ভেঙ্গে পড়বে। সকলে তখন তোমাদের জিজ্ঞাসা করবে, এই তোমার চূণকামের কারিগরি?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 দেখ, সেই দেয়াল যখন পড়ে যাবে, তখন এই কথা কি তোমাদেরকে বলা যাবে না, তোমরা যা দিয়ে লেপন করেছ, সেই প্রলেপ কোথায়?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 দেয়াল যখন ভেঙে পড়বে তখন লোকেরা কি তোমাদের জিজ্ঞাসা করবে না, “তোমরা যে চুনকাম করেছিলে তার কি হল?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 দেখ, সেই ভিত্তি যখন পতিত হইবে, তখন এই কথা কি তোমাদিগকে বলা যাইবে না, তোমরা যাহা দিয়া লেপন করিয়াছ, সেই প্রলেপ কোথায়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 প্রাচীর ভেঙ্গে পড়লে লোকে ভাববাদীদের জিজ্ঞেস করবে, ‘চুনকাম করা দেওয়ালের কি হল?’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 দেখ, দেওয়াল ভেঙে পড়ে যাবে। তখন এ কথা অন্যেরা তোমাদেরকে জিজ্ঞাসা করবে না, তোমার যা দিয়ে রং করেছ, সেটা কোথায়?

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 13:12
11 ক্রস রেফারেন্স  

আপনার সেই নবীদের কি হল, যারা বলেছিল, ব্যাবিলনরাজ আপনাকে অথবা এই দেশকে আক্রমণ করবে না?


কোথায় তোমার সেই দেবকুল, যাদের তুমি গড়েছ নিজেদের জন্য? তোমরা যেদিন বিপদে পড়বে, সেদিন তাদেরই বলো উদ্ধার করতে, যদি তারা পারে। যিহুদীয়া, তোমার যত নগর আছে, দেবতাও আছে ততগুলিই।


ইলিশায় ইসরায়েলরাজকে বললেন, কেন আমি আপনাকে সাহায্য করব? যান সেই সব নবীদের কাছে, যারা আপনার বাবা-মাকে পরামর্শ দিত । যোরাম বললেন, না, যাব না। প্রভু পরমেশ্বরই আমাদের এই তিন রাজাকে মোয়াবরাজের হাতে তুলে দিয়েছেন।


যে দেবতাদের তোমরা বেছে নিয়েছ, যাও তাদের কাছে গিয়ে কান্নাকাটি কর, এই দুর্দশা থেকে তারাই তোমাদের উদ্ধার করুক।


সবুল তখন তাকে বলল, যে মুখে বড়াই করে বলেছিলে, অবিমেলেক কে, যে আমরা তার গোলামী করব? তোমার সে মুখ এখন গেল কোথায়? যাদের তুমি তাচ্ছিল্য করেছিলে ওরা সেই লোক। এখন যাও, ওদের সঙ্গে লড়াই কর!


তিনি তখন বলবেন, কোথায় ওদের দেবতারা? কোথায় সেই শৈল যার শরণ নিয়েছিল ওরা?


কিন্তু পরে আর তাকে গোপনে রাখা সম্ভব হল না বলে তিনি একটা নলখাগড়ার ঝাঁপিতে পিচ ও আলকাতরা মাখালেন যাতে তার মধ্যে জল প্রবেশ করতে না পারে। তারপর তার মধ্যে শিশুটিকে শুইয়ে দিলেন এবং ঝাঁপিটা নদীতে নলবনের মধ্যে রেখে দিয়ে এলেন।


ঐ নবীদের বল যে, সেই প্রাচীর অচিরেই ভেঙ্গে পড়বে। আমি তার উপর মুষলধারে বর্ষণ ঘটাব, প্রচণ্ড শিলাবৃষ্টি আর প্রবল ঝড় বয়ে যাবে তার উপর দিয়ে।


সর্বাধিপতি প্রভু বলেছেনঃ আমি তোমার উপর ভীষণ ক্রুদ্ধ। প্রবল ঝঞ্ঝা, মুষলধারে বর্ষণ ও প্রচণ্ড শিলাবৃষ্টি পাঠিয়ে তোমাদের ঐ প্রাচীর আমি ধূলিসাৎ করব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন